| ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

ম্যাচ হেরে যে বিষয়টাকে দায়ি করলেন অধিনায়ক নীতিশ

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ এপ্রিল ২১ ০৯:৫৩:২৪
ম্যাচ হেরে যে বিষয়টাকে দায়ি করলেন অধিনায়ক নীতিশ

চলছে আইপিএলের ১৬ তম আসর। চলতি আসরে ভালো ছন্দে নেই কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের কাছে উড়ে গিয়ে হারের হ্যাটট্রিক করে ফেলল তারা। মূলত ব্যাটিং ব্যর্থতার জন্যই হারতে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে। দিল্লির কাছে হারের পর নাইট অধিনায়ক নীতিশ রানা পুরো দায় নিজের ঘাড়েই তুলে নিলেন।

ম্যাচের পর নীতিশ বলেন, ‘আমার মনে হয়, কঠিন পিচ হলেও, আমরা ১৫-২০ রান কম করেছি। এই হারের দায় আমি নিচ্ছি। আমার উইকেট ছুঁড়ে না দিয়ে টিকে থাকা উচিত ছিল।’ শুধু নাীতিশ নয়, কেকেআর-এর পুরো ব্যাটিং অর্ডারই ব্যর্থ হয়েছে। জেসন রয় এবং আন্দ্রে রাসেল কিছুটা রান করায় নাইটরা তাও ১০০ রানের গণ্ডি টপকেছিলষ না হলে হাল আরও খারাপ হত।

ব্যাটাররা খারাপ খেললেও, বোলাররা কিন্তু লড়াই করেছে। ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি মাত্র ৪ বল বাকি থাকতে সেই লক্ষ্যে পৌঁছয়। তাও ৬ উইকেট হারিয়ে। নীতিশ বলছিলেন, ‘বোলারদের কৃতিত্ব দিতে হবে। আমি মনে করি, আগামী ম্যাচগুলো আমাদের জন্য ভালো হবে। যদি আমরা এ ভাবে বোলিং এবং লড়াই চালিয়ে যেতে পারি। ওরা (ডিসি) পাওয়ারপ্লেতে সত্যিই ভালো খেলেছে। সেখানেই ওরা ম্যাচটি জিতে গিয়েছিল। দল হিসেবে আমাদের ভালো খেলতে হবে। আমাদের আজকের মতো বোলিং করতে হবে, আমরা যদি ঠিকঠাক পরিকল্পনা করতে পারি, আমার ধারণা আমরা আরও ভালো লড়াই করতে পারব।’

বৃহস্পতিবার দলে একাধিক পরিবর্তন করেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভাগ্য বদলাতে পারেনি। দিনের পর দিন ব্যর্থ হওয়া রহমানুল্লাহ গুরবাজকে বসিয়ে খেলানো হয়েছিল লিটন দাসকে। কিন্তু তিনি ব্যর্থ হন। এ দিন খেলানো হয়েছিল জেসন রয়কেও। যিনি ৪৩ রান করলেও নেন ৩৯ বল। উল্টো দিক থেকে একের পর এক ব্যাটার আউট হওয়ায় হাত খুলতেই পারছিলেন না জেসন রয়।

তিন নম্বরে ব্যাট করতে নেমে বেঙ্কটেশ আইয়ার রানের খাতা খুলতে পারেননি। অধিনায়ক নীতীশ রানা নিজের ঘরের মাঠে করেন মাত্র ৪ রান। মনদীপ সিংহ (১২), রিঙ্কু সিংহ (৬), সুনীল নারিনরা (৪) চূড়ান্ত ব্যর্থ। জেসন একা চেষ্টা করে গেলেন রান করার, কিন্তু কোনও ব্যাটারই সাহায্য করতে পারলেন না তাঁকে। আন্দ্রে রাসেলের অপরাজিত ৩৮ (৩১ বলে) কিছুটা অক্সিজেন। বাকিরা তথৈবচ। ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১২৭ রান করে কেকেআর। দিল্লির ইশান্ত শর্মা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, এনরিখ নরকিয়া ২টি করে উইকেট নিয়েছেন। মুকেশ কুমার ১টি উইকেট নিয়েছেন।

রান তাড়া করতে নেমে দিল্লিও যে আহামরি ব্যাটিং করেছেন, সেটা একেবারেই নয়। তবে ডেভিড ওযার্নারের ৫৭ (৪১ বলে), মণিশ পাণ্ডের ২১ (২৩ বলে) এবং অক্ষর প্যাটেলের অপরাজিত ১৯ (২২ বলে) দিল্লিকে জয় এনে দিতে সাহায্য করে। ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে জয় পায় দিল্লি। কলকাতার বরুণ চক্রবর্তী, নীতিশ রানা, অনুকূল রায় ২টি করে উইকেট নিয়েছেন।

ক্রিকেট

নাইম-আফিফ-সোহানের ঝড়, চমক দেখালো বাংলাদেশ

নাইম-আফিফ-সোহানের ঝড়, চমক দেখালো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: নাইম শেখের আগ্রাসী শুরু, আফিফ ও সোহানের দারুণ জুটি এবং মাহফুজুর রহমান রাব্বির ...

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড প্রায় চূড়ান্ত। একাধিক ...

ফুটবল

এশিয়া কাপের উত্তেজনার মাঝেই লিগস কাপ ২০২৫: কে এগিয়ে, সর্বশেষ পয়েন্ট তালিকা

এশিয়া কাপের উত্তেজনার মাঝেই লিগস কাপ ২০২৫: কে এগিয়ে, সর্বশেষ পয়েন্ট তালিকা

নিজস্ব প্রতিবেদক : লিগস কাপ ২০২৫-এর গ্রুপ পর্ব এখন জমজমাট। মেক্সিকোর Liga MX এবং যুক্তরাষ্ট্রের ...

ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন

ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন

নিজস্ব প্রতিবেদক : লিগস কাপ ২০২৫-এর গ্রুপ পর্বে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। শনিবার রাতে মুখোমুখি ...

Scroll to top

রে
Close button