আইপিএলে সফল হতে লিটোনকে দারুন এক টিপস দিল সাকিব

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম আসরে তিন বাংলাদেশি দেখার সুযোগ ছিল সবার সামনে। যদিও এই ঘরোয়া আসর থেকে সাকিব আল হাসান নিজেই তার নাম প্রত্যাহার করে নেয়ায় সেই সুযোগ হয়নি টাইগার দলপতির। অবশ্য আইপিএলে খেলতে গেছেন বাকি দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও লিটন দাস।
এর মধ্যে টাইগার দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন খেলবেন সাকিবের পুরোনো দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ইতিমধ্যে দলটির সঙ্গে যোগও দিয়েছেন এই টাইগার তারকা লিটন। তবে সতীত্ব ক্রিকেটার সাকিব জানিয়েছেন লিটন লিটনের মতো খেললেই আইপিএলে সফল হবেন। তার আইপিএলের অভিজ্ঞতা বিশ্বকাপেও কাজে লাগতে পারে বলে মনে করেন।
এ প্রসঙ্গে দলপতি সাকিব বলেছেন, 'লিটন যদি লিটনের মতো করে খেলতে পারে তাহলে অবশ্যই সফল হবে। কোনো পরামর্শ দেইনি। এ বিষয়ে কোনো কথাও হয়নি। তবে আমি নিশ্চিত লিটন এখন অনেক অভিজ্ঞ। ওখানে গিয়ে ওর যে অভিজ্ঞতা হবে, সেটি বিশ্বকাপে কাজে লাগবে।'
সবকিছু ঠিক থাকলে সাকিব-লিটন একসঙ্গে খেলতেন কলকাতায়। যদিও পরিবারিক সমস্যার কারণে সেই সুযোগ হয়নি সাকিবের। তিনি না খেললেও লিটনের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। লিটনকে আইপিএলের সময়টা উপভোগের পরামর্শ দিয়েছেন তিনি।
সেই সঙ্গে নিজের মতো খেলতে পারলে তার সফল হওয়ার সুযোগ থাকবে। তিনি বলেন, 'একই সঙ্গে ও যদি সুযোগ পায়, আমি চাইবো ও যেন উপভোগ করে, এটা চাপ হিসেবে না নিয়ে যদি উপভোগ করতে পারে, ওর মতো খেলতে পারে তাহলে সফল হবে।'
কদিন আগেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজই জিতেছে বাংলাদেশ। মে মাসের শুরুতে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। সেই সিরিজেও পারফরম্যান্স ধরে রাখার আশ্বাস দিয়েছেন সাকিব।
নিজেদের পরিকল্পনা নিয়ে সাকিব বলেছেন, 'আগে তো ওদের সঙ্গে খেলেছি ওখানে ৩-০ তে জিতেছি আমরা। চেষ্টা থাকবে একই ফল করার জন্য। যদিও ভিন্ন কন্ডিশন, ইংল্যান্ডে খেলা হবে। যেভাবে আমরা ওয়ানডে খেলছি, ওভাবেই খেলতে চেষ্টা করবো।'
- বাংলাদেশিদের জন্য চালু হলো নতুন ভিসা
- টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথমবার ঘটলো এমন বিশ্বরেকর্ড
- ক্লাব থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা, বাদ পড়লেন যারা
- জিম করতে গিয়ে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু, শোকস্তব্ধ ক্রিকেট জগৎ
- শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- ব্রেকিং নিউজ : দেশের সব ব্যাংকে ছুটি ঘোষণা
- হার্টের রিংয়ে রেকর্ড দাম কমালো সরকার, সর্বোচ্চ কমেছে ৮৮ হাজার টাকা
- এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়কের নাম ঘোষণা, দলে রয়েছে বড় চমক
- আগামী ১০ তারিখ থেকে ভারতীয় ভিসা ইস্যুতে আসছে বড় পরিবর্তন
- বেড়েছে আজকের সৌদি রিয়ালের রেট, জেনেনিন আজকের রেট
- ব্রাজিলে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন নেইমার
- মাত্র ২ দিন ছুটি নিলেই মিলবে আগস্টে ৫ দিনের লম্বা ছুটি
- শাকিব খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য জয়-এর: “দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব ”
- আজকের সোনা ও রুপার দাম জেনেনিন