| ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

আইরিশদের বিপক্ষে ম্যাচ জিতে দলের সকল ক্রিকেটারদের নিয়ে মুখ খুললেন সাকিব

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ মার্চ ২৮ ১১:০৮:৫২
আইরিশদের বিপক্ষে ম্যাচ জিতে দলের সকল ক্রিকেটারদের নিয়ে মুখ খুললেন সাকিব

পূর্বে ইংল্যান্ড সিরিজ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে টি-২০তে নতুন শুরুর বার্তা দিয়েছিল সাকিব বাহিনি। ইংলিশদের বিপক্ষে নিজেদের প্রথম পরীক্ষায় দারুন ভাবে নিজেদের প্রমান করেছেন স্বাগতিকরা। ফেয়ারলেস ক্রিকেটে টাইগারদের সামনে পাত্তাই পায়নি জস বাটলারের। এর পরে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষেও দেখা মিলেছে ইংলিশ সিরিজের মত একই চিত্র।

দলের অন্যতম সেরা ওপেনার রনি তালুকদার ও লিটন দাসের ব্যাটে বাংলাদেশের আক্রমণাত্বক শুরু করতে দেখা গেছে। এ ছাড়া বোলিং তাসকিন আহমেদ-হাসান মাহমুদরা ছিলেন স্পট অন। এমন দারুন ফর্মে আসার মাস কয়েক আগেও ধুঁকতে বাংলাদেশের হঠাৎ এমন পরিবর্তনের কারণে কি?দএল্র অধিনায়ক সাকিব আল হাসান জানালেন পেছনের রহস্য। বাংলাদেশের অধিনায়কের মতে, ক্রিকেটাররা এখন ঘাবড়ে যায় না এবং খুব বেশি চিন্তাও করে না।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘ছেলেরা যারা এসেছে তারা কেউ ঘাবড়ে যাচ্ছে না, খুব বেশি চিন্তাও করে না। পরিস্থিতির কারণেই এমনটা হচ্ছে। তারা তাদের ক্রিকেটটা খেলতে চায়, উপভোগ করতে চায়। সে কারণেই তারা ভালো করছে।’

টস হেরে ব্যাটিংয়ে নেমে ম্যাচের প্রথম ওভারে থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন রনি ও লিটন। প্রতি ওভারে চার-ছক্কা মেরে কে কার চেয়ে বেশি রান তুলতে পারেন এমন প্রতিযোগিতায় যেন নেমেছিলেন বাংলাদেশের দুই ওপেনার। তাতেই পাওয়ার প্লের ৬ ওভারে ৮১ রান আসে বাংলাদেশের।

যা টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে টাইগারদের সবচেয়ে বেশি রান তোলার রেকর্ড। লিটন-রনির উদ্বোধনী জুটি থেমেছে ৯১ রানে। অথচ উইকেট কেমন আচরণ সেটা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন সাকিব। ওপেনারদের ব্যাটিং ইন্টেন্ট নিয়ে খুশি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। তাদের জুটি ম্যাচের গতিপথ পাল্টে দিয়েছেন বলে জানান সাকিব।

তিনি বলেন, ‘আমার মনে হয় উভয় ওপেনার যেভাবে ব্যাটিং করেছে....। আমরা নিশ্চিত ছিলাম না উইকেট আসলে কেমন আচরণ করবে। শুরু থেকেই তারা ইতিবাচক ছিল, ইন্টেন্টও ভালো ছিল। আমরা ঠিক এটাই চাই। তাদের জুটিই আমাদের ম্যাচের গতি পথ তৈরি করে দিয়েছে।’

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৮ ওভারে আয়ারল্যান্ডের প্রয়োজন ছিল ১০৪ রান। শুরুর দুই ওভারে আইরিশরা ৩২ রান তুললেও তাদের লাগাম টেনে ধরেন হাসান ও তাসকিন। বিশেষ করে তাসকিন ছিলেন দুর্দান্ত। নিজের প্রথম ওভারে ৩ উইকেট নেয়া এই পেসার পরের ওভারে নিয়েছেন আরও ১ উইকেট।

তাতে ২ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে জেতান তাসকিন। এদিকে একাদশে জায়গা পাওয়াদের বাইরে পেসার হিসেবে রয়েছেন শরিফুল ইসলাম। এ ছাড়া স্কোয়াডের বাইরে রয়েছেন ইবাদত হোসেনের মতো পেসাররা। সাকিব মনে মনে করেন, সুযোগ না পাওয়ারা সুযোগ পেলে তারাও তাসকিনদের মতো পারফর্ম করবেন।

সাকিব বলেন, ‘তারা যেভাবে বোলিং করেছে সেটা দুর্দান্ত। আরও বেশ কয়েকজন ভালো ছেলে আছে হয়ত তারা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না। আমার মনে হয় তারা যখন সুযোগ পাবে তখন তারাও তাদের সমান পারফর্ম করবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিপিএল কেলেঙ্কারির রিপোর্টেই বিসিবিবসের পতন! অবাক করা তথ্য ফাঁস

বিপিএল কেলেঙ্কারির রিপোর্টেই বিসিবিবসের পতন! অবাক করা তথ্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় দলের সাবেক ক্রিকেটার সভাপতি হয়েছিলেন ...

CPL ২০২৫: ইমাদ ওয়াসিমের নেতৃত্বে ফ্যালকন্সের নতুন চ্যালেঞ্জ

CPL ২০২৫: ইমাদ ওয়াসিমের নেতৃত্বে ফ্যালকন্সের নতুন চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে নির্বাচিত করা হয়েছে অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকন্স দলের ...

ফুটবল

রিভার প্লেট বনাম লিবার্তা : হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ

রিভার প্লেট বনাম লিবার্তা : হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: পারাগুয়েরিতে অনুষ্ঠিত কোপা লিবার্টাডোরেসের অষ্টম অংশের প্রথম লেগে রিভার প্লেটের রক্ষক ফ্রাঙ্কো আর্মানি ...

১৩ সেকেন্ডে গোল! শেষ হলো ব্রাজিলের ক্লাব বোটাফোগো vsইকুয়েডরের ম্যাচ

১৩ সেকেন্ডে গোল! শেষ হলো ব্রাজিলের ক্লাব বোটাফোগো vsইকুয়েডরের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক : মাত্র ১৩ সেকেন্ড! এর মধ্যেই গোল পেয়ে গেল ব্রাজিলের ক্লাব বোটাফোগো। কোপা ...

Scroll to top

রে
Close button