| ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

হাসান মাহমুদের সেই ৫ উইকেট নিয়ে আবার মুখ খুললেন বোলিং কোচ অ্যালান ডোনাল্ড

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ মার্চ ২৫ ১২:০৭:৪৮
হাসান মাহমুদের সেই ৫ উইকেট নিয়ে আবার মুখ খুললেন বোলিং কোচ অ্যালান ডোনাল্ড

গত কয়েকদিন আগে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। এই ম্যাচে আয়ারল্যান্ডকে এক টাইগার প্রেসার হাছান মাহমুদ দিশেহারা করে তোলেন। একে একে তুল এনয় পাঁচটি উইকেট। হাছান মাহমুদের অসাধারণ পারফরম্যান্সের পরে একে একে প্রশংসা করতে থাকে বাংলাদেশ ক্রিকেটেরা।

মুলাত দারুণ প্রতিভা নিয়েই বাংলাদেশ জাতীয় দলে এসেছিলেন তরুণ পেসার হাসান মাহমুদ। তবে প্রথম দিকে সেই প্রতিভা ধোপে টেকেনি। অবশ্য এর পেছনে বড় কারণ ছিল হাসানের ইনজুরি। কোমরের নিচের ইনজুরিতে বেশ কয়েক মাস তাকে মাঠের বাইরে থাকতে হয়েছিল। পরবর্তীতে গত বছরের এশিয়া কাপ দিয়ে আবারও জাতীয় দলে ফেরেন এই তারকা ক্রিকেটার।

এরপরও হাসানের সুযোগ মিলছিল না। বাংলাদেশের এই তারকার ক্রিকেটারের ইনজুরিতে এক ম্যাচ খেলতেন তো দুই ম্যাচ মাঠের বাইরে। কয়েক সপ্তাহ সবশেষ বিপিএলে দারুণ পারফর্ম করে হাসান আবারও সবার নজর কাড়েন। এরপর ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে বল হাতে হাসান হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। যেখানে ইংলিশ ব্যাটার জস বাটলারকেও তিনি নাকানিচুবানি খাইয়েছেন যা ক্রিকেট বিশ্ব দেখেছেন। হাসানের এমন পারফরম্যান্সে তার বোলিং গুরু অ্যালান ডোনাল্ড দারুণ খুশি।

কয়েক দিন আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে হাসান প্রথমবারের মতো অসাধারন ৫ উইকেট শিকারের কীর্তি গড়েছেন। এই ক্রিকেটারের অধাধারন কৃতী নিয়ে ডোনাল্ডকে প্রশ্ন করা হলে এই তারকা কোচ ঢাকা পোস্টকে বলেন, ‘কয়েক মাস আগেই বলেছিলাম হাসান খুব ক্লাসি পারফরমার। তার ক্লাসের প্রমাণ সে আবারও দেখিয়ে দিল। আশা করি এটি তার সামনের যাত্রায় দারুণ আত্মবিশ্বাস যোগাবে।’

শিষ্যদের দারুণ পারফর্ম করায় কোচ ডোনাল্ডকে অভিনন্দন জানানো হয়েছিল ঢাকা পোস্টের পক্ষ থেকে। যদিও দিন কয়েক আগেই তিনি জানিয়েছিলেন, এখানে বাহবা পেতে আসেননি। কাজ করতে এসেছেন। পরে অভিনন্দনের জবাবে ধন্যবাদ জানিয়েছেন পেসারদের কোচ, ‘আমার মতে কোনো কোচ ততটা ভাল, ঠিক যতটা তার ছাত্ররা মাঠে ভালো করবে। আমি তাদের জন্য খুব গর্বিত এবং এটি দীর্ঘস্থায়ী হোক।’

এর আগে আইরিশদের বিপক্ষে ৫ উইকেট নেওয়ার পর সব কৃতিত্ব কোচকে দিয়েছিলেন হাসান, ‘আমি সবার কাছে কৃতজ্ঞ। এই প্রথম আমি একটি ফাইফার পেয়েছি এবং আমি বেশ উত্তেজিত। ফাস্ট বোলারদের জন্য সিলেটের আবহাওয়া খুব ভালো এবং আমরা অনেক উপভোগ করেছি। তবে সবই একজন ব্যক্তির (অ্যালান ডোনাল্ড) কারণে। তার অধীনে ফাস্ট বোলিং ইউনিট কঠোর পরিশ্রম করছে এবং আমরা তার সুফল পাচ্ছি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিপিএল কেলেঙ্কারির রিপোর্টেই বিসিবিবসের পতন! অবাক করা তথ্য ফাঁস

বিপিএল কেলেঙ্কারির রিপোর্টেই বিসিবিবসের পতন! অবাক করা তথ্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় দলের সাবেক ক্রিকেটার সভাপতি হয়েছিলেন ...

T-10 ক্রিকেট : লন্ডন স্পিরিট বনামট্রেন্ট রকেটস শেষ হলো দাপুটে ম্যাচ

T-10 ক্রিকেট : লন্ডন স্পিরিট বনামট্রেন্ট রকেটস শেষ হলো দাপুটে ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: ১৪ আগস্ট ২০২৫, লন্ডন: ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিট ...

ফুটবল

রিভার প্লেট বনাম লিবার্তা : হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ

রিভার প্লেট বনাম লিবার্তা : হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: পারাগুয়েরিতে অনুষ্ঠিত কোপা লিবার্টাডোরেসের অষ্টম অংশের প্রথম লেগে রিভার প্লেটের রক্ষক ফ্রাঙ্কো আর্মানি ...

১৩ সেকেন্ডে গোল! শেষ হলো ব্রাজিলের ক্লাব বোটাফোগো vsইকুয়েডরের ম্যাচ

১৩ সেকেন্ডে গোল! শেষ হলো ব্রাজিলের ক্লাব বোটাফোগো vsইকুয়েডরের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক : মাত্র ১৩ সেকেন্ড! এর মধ্যেই গোল পেয়ে গেল ব্রাজিলের ক্লাব বোটাফোগো। কোপা ...

Scroll to top

রে
Close button