আরেক একটি নতুন রেকর্ড গড়লেন রোনালদো

বাদের আল মুতাওয়াকে ছাড়িয়ে পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো এখন সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার।রোববার রাতে লিচেনস্টাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে কুয়েত তারকার রেকর্ড ছাড়িয়ে যান পর্তুগাল সুপারস্টার ফুটবলার। রেকর্ড উদযাপন করেছেন জোড়া গোলে, যার মাধ্যমে ৩৮ বছর বয়সী এ তারকা একাধিক বার্তাও দিয়েছেন।
এক সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে ক্ষোভ নিংড়ে দেওয়া সংক্রান্ত বিতর্ক নিয়েই গতবছরের শেষে দিকে শেষ হয়ে যাওয়া কাতার বিশ্বকাপ খেলতে যান রোনালদো। আসর শুরুর আগেই তার সঙ্গে চুক্তি বাতিল করে ম্যানইউ। বিশ্বকাপটাও ভালো যায়নি সাবেক রিয়াল মাদ্রিদ তারকার। নকআউটের দুই ম্যাচে এ ফুটবলারকে বেঞ্চেই রাখেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস।
ওখানেই রোনালদোর ক্যারিয়ারের শেষ দেখা হচ্ছিল। সান্তোসের জায়গায় দায়িত্ব নিয়েছেন রবার্তো মার্তিনেজ। এ কোচ রোনালদোর ওপর আস্থা রাখলেন, যার প্রতিদানও পেলেন। ম্যাচের পর রোনালদোর অভিজ্ঞতা কাজে লাগানোর কথা বললেন পর্তুগাল কোচ মার্তিনেজ, ‘সম্পূর্ণ নতুন একটা চক্র শুরু করেছি আমরা। এখানে একজন খেলোয়াড়ের নিবেদন দেখানো গুরুত্বপূর্ণ।
আমরা ক্রিশ্চিয়ানোর অভিজ্ঞতা ব্যবহার করতে পারি। ক্রিশ্চিয়ানো নিজের সামর্থ্যও দেখিয়েছে।’ লিসবনে আয়েশি জয়ে বাছাই শুরু করার পর সামাজিক মাধ্যমে স্বস্তি প্রকাশ করে রোনালদো লিখেছেন, ‘জাতীয় দলে আবারও খেলা, গোল করতে পারাটা দারুণ অনুভূতির। এ ভেন্যু আমার জন্য বিশেষ। সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পেরে আমি গর্বিত।’
অথচ মাস তিনেক আগে খোদ রোনালদোই নিজের ক্যারিয়ার নিয়ে সন্দিহান ছিলেন। পরিবারের সঙ্গে আলোচনার পর হার না মেনে লড়াই জারি করার সিদ্ধান্ত নিয়েছেন এ তারকা। এ সম্পর্কে তিনি বলেন, ‘ক্যারিয়ার নিয়ে পরিবারের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছি— আর যাই হোক, হার মানতে পারি না। পুরো ঘটনা পর্যালোচনার পর নতুনভাবে শুরুর সিদ্ধান্ত নিয়েছি।
পর্তুগালকে আমি শীর্ষ স্তরে নিতে চাই।’ জোড়া গোল করে দলের জয়ে ভূমিকা রাখার পর রোনালদো বলেছেন, ‘জাতীয় দলে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। কোচ রবার্তো মার্তিনেজ দেখিয়েছেন তিনি আমার ওপর আস্থা রাখছেন। আমি সব সময় খেলতে চাই। দল-সংশ্লিষ্ট সবার সঙ্গে এবং আমার সঙ্গেও কথা বলেছেন কোচ।
জাতীয় দলকে এখনো অনেক কিছু দেওয়ার বাকি আছি—এটা আমি বুঝতে পারছি। আমি এটা অনুভব করছি।’ ম্যানচেস্টার ইউনাইটেডের তিক্ত ওই অধ্যায় সম্পর্কেও কথা বলেছেন রোনালদো, ‘কঠিন সময়ে বোঝা যায় কে আপনার প্রকৃত বন্ধু। আমার ক্যারিয়ারে বাজে সময় গেছে। তা বলতে দ্বিধা নেই। এ নিয়ে আমার কোনো অনুশোচনাও নেই। ভালো করি বা না করি, জীবন এগিয়ে যাবে।’
- ঢাকার আসন গুলোতে বিএনপির মনোনয়ন দৌড়, সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো পাকিস্তান শাহিন ও বাংলাদেশের ম্যাচ
- আজ ১৪ আগস্ট ২০২৫- বাংলাদেশ পাকিস্থান ম্যাচ সহ টিভিতে সকল খেলার সময়সূচি
- কমলো স্বর্ণের দাম, আজ ১৪/৮/২০২৫ তারিখ, জেনেনিন আজকের দাম
- দারুন সুখবর : চালু হলো ১১টি পেশায় নতুন ভিসা
- ফিফা নতুন র্যাঙ্কিং প্রকাশ, জেনেনিন ব্রাজিল আর্জেন্টিনা ও বাংলাদেশের অবস্থান
- ৭২ ঘণ্টায় ভয়াবহ বন্যায় প্লাবিত হতে পারে ২০ জেলা
- অস্ট্রেলিয়ায় আজ মাঠে নামছে সোহানরা! খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- হঠাৎ যে কারনে ঢাকায় আসছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান
- প্রবাসী শ্রমিকদের দারুন সুখবর দিলেন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব
- এশিয়া কাপ খেলবে না পাকিস্তান, থাকছে বাংলাদেশ
- একলাফে তেলের দাম লিটারে ১৯ টাকা কমলো , জানুন নতুন মূল্য
- শিক্ষায় বড় পরিবর্তন, চালু হলো নতুন বিভাগ
- এইমাত্র পাওয়া : চালু হলো ভিসা
- বাংলাদেশী প্রবাসীদের নিয়ে প্রশ্ন উঠলো মালয়েশিয়ার সংসদে