মাঠে নামার আগেই সর্বনাশ কেকেআরের, হারাতে যাচ্ছে আরও এক তারকা ক্রিকেটার

হাতেগোনা আর কয়েকদিন পর থেকে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বের সব থেকে বড় জনপ্রিয় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। এই আসরে মাঠে নামার আগে আবারও চরম ধাক্কা খেলো কলকাতা নাইট রাইডার্স। কয়েকদিন আগে ইনজুরির মুখে পড়েছে দলের অন্যতম তারকা ক্রিকেটার শ্রেয়াস আইয়ার।
তারপরে আবারও এক ক্রিকেটারের ইনজুরিতে চরমভাবে ভোগাচ্ছে কেকেআর কে। কলকাতা নাইট রাইডার্স দলের ক্ষেত্রে যেন আসছে আকের পর এক দুঃসংবাদ। মাঠে নামার আগেই ব্যাকফুটে শাহরুখ খানের দল। আবার একটা খারাপ খবর তাদের জন্য। এমনটা আশা করেননি কেউ। লকি ফার্গুসনের গতবারের মরসুমটা দারুণ কেটেছে। ১৪ ম্যাচে ১২টি উইকেট নিয়েছিলেন। গত মরসুমের দ্রুততম ডেলিভারির পাশে তাঁর নাম রয়েছে।
গুজরাতকে আইপিএল চ্যাম্পিয়ন করার পেছনে তার অবদান ছিল অনেকটা। তিন মরসুম কলকাতায় কাটানোর পর ২০২২ সালে গুজরাতের হয়ে খেলেছিলেন কিউয়ি পেসার। শুধু পাওয়ার প্লে-তেই নয়, কিউয়ি স্পিডস্টার ডেথ ওভারেও সমান কার্যকরী। ২০২৩ আইপিএলে ফের একবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামার কথা রয়েছে ফার্গুসনের।
প্রথম শ্রেণির ক্রিকেটে খেলতে গিয়ে চোট পেয়েছেন ওই ক্রিকেটার। আইপিএল শুরুর আগেই চোট আঘাতে জর্জরিত দলটি। শ্রেয়স আইয়ারকে সামনে রেখে তৃতীয় আইপিএল ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে দল গড়েছে কিং খানের। তার এখন অস্ত্রোপচার করা হবে কিনা তাই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তার মধ্যে লকির চোটের ব্যাপারটা কেকেআর ব্রিগেডের অনেক পরিকল্পনা ভেস্তে দিতে পারে।
তবে নাইট রাইডার্স দলের ফিজিওর সঙ্গে নিউজিল্যান্ডের ওই পেসারকে দেখাশোনা করা ফিজিওর কথা হচ্ছে। সেরকম হলে ফার্গুসনকে ভারতে চলে আসতে বলা হবে। তার রিহ্যাব ব্যাপারটা দেখবে কেকেআর শিবির। তবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র নেবেন লকি নিজেই।
তিনি নিজেও জানেন এবার কেকেআর দলে প্যাট কামিন্স নেই। তার ওপর কতটা নির্ভর করে থাকেন কেকেআর শিবির। ব্যাট হাতেও অবদান রাখতে পারেন তিনি। কেকেআর কোচ চন্দ্রকান্ত পন্ডিত এবং সাপোর্ট স্টাফরা এই ব্যাপারটা কিভাবে সামলান সেটাই এখন দেখার।
- সেপ্টেম্বর মাসের সরকারি ও ঐচ্ছিক ছুটির তারিখ একসাথে দেখেনিন
- ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি: সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ
- ক্রিকেট ম্যাচে রক্তাক্ত ট্র্যাজেডি: ওভার নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১
- তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসারে আক্রান্ত, যে আদেশ দিলো আদালত
- ক্রিকেট বিশ্বে নতুন আলোড়ন, অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন দ:আফ্রিকার সাবেক অধিনায়ককে
- যেদিন থেকে ভিসা চালু করবে ওমান, জানালো সময়
- হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ আখ্যায় রুমিন ফারহানা, তীব্র বাকযুদ্ধে দুই নেতা
- ২০২৫ সালে আর কয়টি সরকারি ছুটি বাকি, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- সেনাবাহিনীর গাড়িতে ধাক্কা দিয়ে উড়িয়ে দিলো ট্রাক, আহত ৮ সেনাসদস্য
- সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত
- আইপিএলে ফেরার ইচ্ছে আছে এবি ডি ভিলিয়ার্সের, তবে শর্তও রেখেছেন তিনি
- এশিয়া কাপ খেলতে ভারতে পা রাখলো বাংলাদেশ দল
- এনসিপিতে পদত্যাগের হিড়িক: আরও চার নেতার একযোগে পদত্যাগ
- নির্বাচনে সেনাবাহিনী থাকবে কিনা সরাসরি জানালো নির্বাচন কমিশনার
- জাতিসংঘে বড় কূটনৈতিক লড়াই: একই দিনে ভাষণ দেবেন ইউনূস, মোদি ও শেহবাজ