| ঢাকা, শনিবার, ৩ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০

পাকিস্তান ক্রিকেটে শুরু হল নতুন নাটকীয়তা, দায়িত্ব নেওয়ার আগেই সরে দাঁড়ালেন ইউসুফ

২০২৩ মার্চ ২৩ ১২:২০:০৯
পাকিস্তান ক্রিকেটে শুরু হল নতুন নাটকীয়তা, দায়িত্ব নেওয়ার আগেই সরে দাঁড়ালেন ইউসুফ

পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা পিসিবি দেশটির অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে মোহাম্মদ ইউসুফের নাম ঘোষণার পরদিনই মত পাল্টিয়ে ফেলেন। তবে তাকে একেবারে পিসিবি থেকে সরিয়ে দেননি, সাবেক এই ব্যাটারকে ব্যাটিং কোচের দায়িত্বে বহাল রাখা হয়।

তবে টি সাবেককে সরিয়ে দলের নতুন প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় আব্দুর রেহমানকে। কয়েক দিন বাদেই শুরু হতে যাওয়া আফগানিস্তানকে সামনে রেখেই এই দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই ইউসুফ সরিয়ে নিয়েছেন নিজেকে।

আচমকাই এই সিদ্ধান্ত জানিয়েছেন প্রধান কোচ হতে চাওয়া ইউসুফ। জানা যায় যে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আফগান সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। তার স্থলাভিষিক্ত করা হয়েছে অন্য সাবেক আব্দুর রেহমানকে। প্রধান কোচের পাশাপাশি ব্যাটারদের দায়িত্বও সামলাবেন এই কোচ।

এর আগে থেকেই পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেন ইউসুফ। পাকিস্তানের বয়স ভিত্তিক বিভিন্ন দলের পরামর্শক হিসেবেও ছিলেন তিনি। তার আকস্মিক সরে যাওয়ার কারণ অবশ্য জানা যায়নি। এর আগে প্রধান কোচ বানিয়ে আবার মতবদলের বিষয়ে পিসিবি প্রধান নাজাম শেঠি জানিয়েছিলেন, আগেরদিনের ঘোষণা ভুল ছিল।

আসন্ন এই সিরিজকে ঘিরে পিসিবির একের পর এক সিদ্ধান্তে সমলোচনা দেখা দিচ্ছে। দলের নিয়মিত অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদিকে বিশ্রামে রেখে দল ঘোষণা করে বোর্ড। যদিও তাদের সঙ্গে আলোচনা ছাড়াই সেই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সেই ঘটনাকে কেন্দ্র করে সাবেক পাক ক্রিকেটার রশিদ লতিফ তো বলেই দিয়েছেন যে, শেঠি পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছেন।

দুবাইয়ের সারজাহতে অনুষ্ঠিত হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে আগামী ২৪, ২৬ ও ২৭ মার্চ। শাদাব খানকে অধিনায়ক বানিয়ে দল ঘোষণা করেছে পাকিস্তান। একইসঙ্গে দল দিয়েছে আফগানিস্তানও।

পাঠকের মতামত:

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর



রে