| ঢাকা, শনিবার, ৩ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০

রেকর্ড গড়া সেঞ্চুরি করে আইসিসি থেকে বিশাল সুখবর পেল মুশফিক

২০২৩ মার্চ ২২ ১৬:১৮:৩৯
রেকর্ড গড়া সেঞ্চুরি করে আইসিসি থেকে বিশাল সুখবর পেল মুশফিক

দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট দলের সাথে খেলে আসা মুশফিকুর রহিম সাম্প্রতিক কয়েকটা ম্যাচে নিজেকে খেয়ে হারিয়েছিলেন । তার ব্যাটে একটা সময় দল জিয়ের দেখা পেত। কিন্তু সেই দলের নির্ভরযোগ্য ব্যাটিং গত কয়েক ম্যাচে তেমন ভালো করে দেখাতে পারেনি।

বাংলাদেশ ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছিল হয়তো মুশফিকুর রহিমের ক্যারিয়ারের শেষ সময়ে এসে পৌঁছে গেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছিল হয়তো মুশফিকুর রহিমের ক্যারিয়ারের শেষ সময়ে এসে পৌঁছে গেছেন তিনি।

এ সময় সমালোচকরা নানাভাবে এই নির্ভরযোগ্য ব্যাটিংকে সমালোচনা করতে থাকেন। কিন্তু মুশফিকুর রহিম এইসব সমালোচকদের জবাবদাঁতভাঙ্গা জবাব দিলেন তাঁর ব্যাট এর মাধ্যমে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসা সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে তাকে খুব দাপুটে ব্যাটিং করতে দেখা গেছে।

এই সিরিজ থেকে মুশফিকুর রহিম আবারও প্রমাণ করলেন তিনি দলের কতটা গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করে ফেলেন মিস্টার ডিফেন্ডার।

বাহারি সব শটের পসরা বসিয়ে আগের ম্যাচেই ব্যাটিং তাণ্ডব দেখিয়েছিলেন মুশফিকুর রহিম। তবে সেটির পূর্ণতা দিতে পারেননি তিনি। প্রথম ওয়ানডের আক্ষেপ মিটিয়েছেন পরের ম্যাচে। আইরিশ বোলারদের তুলোধুনো করে চোখ ধাঁধানো সব শটে তুলে নেন সেঞ্চুরি। মাত্র ৬০ বলে একশ ছুঁয়ে ছাড়িয়ে যান সাকিব আল হাসানকে।

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি তুলে নেয়ার ফল পেয়েছেন আইসিসির ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও। বুধবার আইসিসির হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়েছেন মুশফিক। রেকর্ড সেঞ্চুরির পর অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার উঠে এসেছেন ১৮তম স্থানে।

পাঠকের মতামত:

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর



রে