| ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

ব্যাটিং তাণ্ডবে রুশোর রেকর্ড ভাঙলো উসমান, ভিডিও সহ

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ মার্চ ১২ ১০:১৩:৫৮
ব্যাটিং তাণ্ডবে রুশোর রেকর্ড ভাঙলো উসমান, ভিডিও সহ

কিছুদিন আগে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া লিগ বিপিএলের দুর্দান্ত ব্যাটিং তান্ডব দেখিয়ে 10 চুরি করেছিলেন এই ব্যাটসম্যান। বিপিএল শেষে চলে যায় পাকিস্তান সুপার লিগের সেখানেও ব্যাটিং তাণ্ডব চালায় এই পাক বেটার।

এই বেতনের ব্যাটিংয়ের এত ধার তার পরেও এখনো জাতীয় দলের জার্সি গায়ে কখনো মাঠে নামতে পারেনি। এতক্ষণে যার কথা বললাম তিনি অন্য কেউ নয় তিনি পাকিস্তানের একজন ব্যাটসম্যান ওসমান খান।

পাকিস্তানের এই জনপ্রিয় ঘরোয়া আসর পিএসএলে মাত্র একদিন আগে সতীর্থ রাইলি রুশোর গড়া রেকর্ড ভেঙে ফেলেছেন এই পাক ব্যাটার উসমান। অবিশ্বাস্য ভাএব ২৭৯ স্ট্রাইকরেটে মূলত প্রতিপক্ষ বোলারদের কচুকাটা করেছেন এঈ ব্যাটসম্যান।

পাকিস্তানের এই আসরে এর আগের ম্যাচে মুলতান সুলতান্সের আরেক আফ্রিকান ক্রিকেটার রুশো ৪১ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ড টিকল না ২৪ ঘন্টাও। তারই সতীর্থ সেই রেকর্ড ভেঙেছেন মাত্র ৩৬ বলে। একইসঙ্গে আগের দিন গড়া আরও বেশ কয়েকটি রেকর্ড এই ম্যাচে নতুন করে তৈরি হয়েছে।

শনিবার (১১ মার্চ) রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে নেমেছিল মুলতান সুলতান্স। সেই ম্যাচে আগে ব্যাট করে তারা টুর্নামেন্টটির সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে। উসমানের ঝড়ো সেঞ্চুরি, মোহাম্মদ রিজওয়ানের ফিফটি ও টিম ডেভিডের ৪৩ রানে বিধ্বংসী ইনিংসে তারা রান তোলে ২৬২। অভিজ্ঞ পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ছাড়া কোনো বোলারই পাত্তা পাননি মুলতানের ব্যাটারদের সামনে।

এদিন ওপেনিংয়ে নেমে রিজওয়ানের সঙ্গে ১৫৭ রানের জুটি গড়েন উসমান। এই ম্যাচে তিনি ব্যক্তিগত দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। প্রথম সেঞ্চুরি করেছিলেন বিপিএলে খুলনা টাইগার্সের বিপক্ষে। পিএসএলে দ্রুততম সেঞ্চুরির তালিকায় প্রথম তিনটিই মুলতানের ব্যাটসম্যানদের। তবে ২০ ওভারের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ক্রিস গেইলের। ২০১৩ আসরের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৩০ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন ক্যারিবিয়ান তারকা।

এদিন ম্যাচের তৃতীয় ওভারে আইমল খানকে টানা তিন চারে হাত খুলেন উসমান। ফিফটি পেতে ২২ বল খেললে পরের মাত্র ১৪ ডেলিভারিতেই তিনি সেটিকে সেঞ্চুরিতে রূপ দেন। তার আগ্রাসী ব্যাটিংয়ের চিত্র এই পরিসংখ্যানেই ফুটে ওঠে। তার সঙ্গে তাল মেলান রিজওয়ান এবং শেষদিকে দুর্দান্ত ফিনিশিংয়ে বড় রানের টার্গেট দাঁড় করায় মুলতান।

যদিও তাদের এই রানও যেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সামনে যথেষ্ট ছিল না। উমর ইউছুফ ও ইফতিখার আহমেদের ফিফটির সঙ্গে উমর আকমলের ঝড়ো ব্যাটিং কোয়েটাকে প্রায় জয়ের বন্দরে নিয়ে যায়। তবে শেষ পর্যন্ত তাদের এই দৌড় থামে মাত্র ৯ রান দূরত্বে থেকে। এজন্য অবশ্য মুলতান বোলার আব্বাস আফ্রিদির অনন্য ভূমিকা রয়েছে। ওভার প্রতি ১১ গড়ে রান দিলেও তিনি তুলে নিয়েছেন ৫টি উইকেট।

এই ম্যাচে টুর্নামেন্টে দু’দল মিলে সর্বোচ্চ রানের রেকর্ডও হয়ে গেছে। ব্যাটিংয়ে ৫১৫ রান তুলে নিয়েছে। তবে অল্পের জন্য হার না মানলে কোয়েটা সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডও গড়ে ফেলতে পারত। এর আগে রুশোর সেঞ্চুরি করা ম্যাচে দু’দলের ব্যাটিংয়ে টুর্নামেন্ট সর্বোচ্চ ৪৮৭ রান এসেছিল।

ক্রিকেট

শেষ হলো বাংলাদেশ বনাম পার্থ স্কর্চার্সের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল

শেষ হলো বাংলাদেশ বনাম পার্থ স্কর্চার্সের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ডারউইনের উইকেটে শুরু থেকেই ব্যাটিং ছিল ভীষণ কঠিন। টপ অর্ডারের একের পর এক ...

বাংলাদেশ-আফগানিস্তান দ্বিপাক্ষিক সিরিজের সময়সূচি ঘোষণা

বাংলাদেশ-আফগানিস্তান দ্বিপাক্ষিক সিরিজের সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ শেষ হতেই আবারও মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দল। ...

ফুটবল

এভারটন বনাম লিডস ইউনাইটেড: একাদশ, প্রিভিউ, প্রেডিকশন ও ম্যাচ শুরুর সময়

এভারটন বনাম লিডস ইউনাইটেড: একাদশ, প্রিভিউ, প্রেডিকশন ও ম্যাচ শুরুর সময়

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দুই বছর পর আবারও প্রিমিয়ার লিগে ফিরেছে লিডস ইউনাইটেড। নিজেদের মাঠে নতুন ...

ব্রাজিল তারকার জোড়া গোলে শেষ হলো আজকের ফুটবল ম্যাচ

ব্রাজিল তারকার জোড়া গোলে শেষ হলো আজকের ফুটবল ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: নতুন মৌসুমের প্রথম ম্যাচেই দুর্দান্ত সূচনা করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পার। ...

Scroll to top

রে
Close button