সাকিব আল হাসানদের দলের অধিনায়কের নাম ঘোষণা

হাতে গোনা কয়েক দিন বাদেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশের অন্যতম ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এই আসরের আগে নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে আসরের অন্যতম শক্তিশালী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। যেখানে তারকা ক্রিকেটার সাকিব আল হাসানরা খেলবেন ইমরুল কায়েসের নেতৃত্বে।
আজ ১১ মার্চ শনিবার মোহামেডান কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে। সব কিছু থিক থাক থাকলে আগামী ১৫ মার্চ ডিপিএল মাঠে গড়াবে বলে জানা যায়। এদিকে এখনো শেষ হয়নি ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। বাকি আছে এখনো দুইটি ম্যাচ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার আগেই বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল।
সুতরাং ইংল্যান্ড সিরিজ শেষ করার পরপরই বাংলাদেশ ক্রিকেট দলের সামনে আয়ারল্যান্ড সিরিজ। মূলত প্রথমবারের মতো আয়ারল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে আসছে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। টি-টোয়েন্টি টেস্ট সিরিজ খেলবে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে।
এর ফলে সাকিব আল হাসান কিংবা মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞা ক্রিকেটাররা চাইলেও জাতীয় দল রেখে মোহামেডানকে পরিপূর্ণ সেবা দিতে পারবেন না। অর্থাৎ সব ম্যাচে নামা হবে না তাদের। যার কারণে অধিনায়ক হিসেবে জাতীয় দলের বাইরে থাকা ইমরুলকেই বেছে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
এর আগে গত বছরও সাকিবসহ একাধিক তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল মোহামেডান। এরপর গত আসরে সুপার লিগে পা রাখতে পারেনি ক্লাবটি। মূলত জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে সাকিবদের না পাওয়ায় আগেই বাদ পড়েছিল সাদা-কালোরা। এবারও প্রায় একই সমস্যার সামনে ক্লাবটি। জাতীয় দলের বাইরেও দেশের ক্রিকেটের বড় ব্র্যান্ড সাকিব ব্যস্ত থাকবেন আইপিএলেও। তবে যতই ব্যস্ত থাকেন না কেন টাইগার অলরাউন্ডার কথা দিয়েছেন, চেষ্টা করবেন মোহামেডানের হয়ে মাঠে নামার।
এ বিষয়ে গণমাধ্যমকে সাকিব বলেন, ‘চেষ্টা থাকবে সবগুলো ম্যাচ খেলার। জাতীয় দলের কমিটমেন্ট আছে, আইপিএল আছে। এর মাঝখানেই যথাসম্ভব দলের সঙ্গে থেকে ম্যাচগুলো খেলার চেষ্টা করব। মোহামেডান গত আসরে সুপার লিগে না যাওয়ার বড় কারণ হচ্ছে আমরা অনেকগুলো খেলোয়াড় ছিলাম যারা খেলতে পারিনি, সার্ভিস দিতে পারিনি। স্বাভাবিকভাবে জাতীয় দলের কমিটমেন্টের কারণে দিতে পারিনি। আশা করি, এবার আমরা দল হিসেবে খেলতে পারব এবং কাঙ্ক্ষিত ফল আনতে পারব; যেটা মোহামেডান অনেকদিন ধরেই চাচ্ছে।’
- দেশের রাজনীতিতে নতুন মোড়: সেনাপ্রধানের আশঙ্কা কি সত্যি হতে চলেছে
- দারুন সুখবর : বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভিসা
- শেষ হলো বাংলাদেশ বনাম পার্থ স্কর্চার্সের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- চরম দু:সংবাদ : বন্ধ হলো ভিসা
- ডলফিন ‘জেসিকা’ হত্যার ভিডিও ভাইরাল, জেনেনিন আসল খবর
- সৌদি আরবের জন্য কঠিন সতর্কবার্তা
- ২১ ক্যারেট, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দাম: ১৭ আগস্ট ২০২৫
- ৬,৬,৬,৬,৬,৬,৬,৬, ২৯ বলে, ১০ ছক্কায় গড়লেন ইতিহাস
- ঘণ্টায় ২৬০ কিমি: বেগে ধেয়ে আসছে হ্যারিকেন অ্যারিন, বিপদের আশঙ্কায় সতর্কতা জারি
- হাসনাত-সারজিসদের শোকজ নিয়ে এইমাত্র পাওয়া গেলো নতুন খবর
- খালি পেটে ভেজানো বাদাম খেলে যে ৭ অবিশ্বাস্য উপকার পাবেন
- বেড়েছে সিঙ্গাপুর ডলারের রেট, আজ ১৭/৮/২০২৫ তারিখ
- মেসির দুর্দান্ত ম্যাজিকের পর শেষ হলো ইন্টার মায়ামির ম্যাচ
- আজকের টাকার রেট: ১৭ আগস্ট ২০২৫ – প্রবাসী ও ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট
- সোহান-বিজয়কে বাদ দিয়ে অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল বিসিবি