মাঠে নেমে হৃদয়ের সাথে যে পরিকল্পনা করেছিল শান্ত

সদ্য শেষ হয়ে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তিন সেরা পারফর্মার ছিলে নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয় ও অ দেশের অন্যতম তারকা ক্রিকেটার রনি তালুকদার। ঈই ঘরোয়া লিগে দারুণ পারফর্ম করে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের দলে জায়গা করে নেন এই তারকা ব্যাটার হৃদয় ও রনি। শান্ত বাংলাদেশের তিন ফরম্যাটের সেটআপেরই গুরুত্বপূর্ণ অংশ।
অবশ্য শান্তর ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন ছিল অনেকদিন ধরেই। বিপিএলের সেই রান বন্যা ইংল্যান্ডের বিপক্ষেও টেনে এনেছেন তিনি। প্রথম টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে এসেছে ৩০ বলে ৫১ রানের ইনিংস। এই ইনিংসেই বাংলাদেশ ৬ উইকেটের বড় জয় তুলে নিতে পেরেছে।
৮ বছর পর জাতীয় দলে ফেরা রনিকে নিয়ে ওপেনিংয়ে দারুণ শুরু করেছিলেন লিটন। তারা যোগ করেছিলেন ৩৩ রান। এই দুই ওপেনার ফেরার পর শুরুতে পাওয়া ছন্দ হারাতে দেননি শান্ত হৃদয়রা। তারা দুজনে গড়েছেন ৩৯ বলে ৬৫ রান। সিলেট স্ট্রাইকার্সে একসঙ্গে খেলায় দুজনের বোঝাপড়াটাও ছিল দারুণ। শান্ত জানিয়েছেন তারাও চেয়েছিলেন বিপিএলের মতো করেই ব্যাটিং করতে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, 'আমরা ভালো শুরু পেয়েছিলাম। শুধু এই মোমেন্টামটা ধরে রাখার চেষ্টা করেছি। আমাদের সাধারণ পরিকল্পনাই ছিল। বল দেখেছি আর এভাবে খেলেছি। আমারা যারাই খেলেছি আজকে বিপিএলে আমরা যেভাবে ব্যাটিং করেছি, যে প্ল্যানিং ছিল বা যেমন মানসিকতা ছিল সেটাই আজকে এপ্লাই করার চেষ্টা করেছি। আমরা ভিন্ন কিছু করতে চাইনি। আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না।'
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহেও ক্রিকেটারদের কাছ থেকে বিপিএলের ব্যাটিংটাই চেয়েছিলেন। তিনি বলেছিলেন, 'তারা দলে যেভাবে খেলে জায়গা পেয়েছে সেভাবেই খেলুক, আমি চাই। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে খেলে নিজেদের যাচাই করে নেয়ার একটা ভালো সুযোগ। আমরা তাদের চেয়ে এই কন্ডিশনে ভালো নাকি তারাই ভালো এটা বুঝবার সুযোগ। টি-টোয়েন্টিতে আমাদের স্কিল যাচাইয়ের সুযোগ। বিপিএলে যেভাবে খেলেছে, সেভাবেই খেলুক।'
৫১ রানের ইনিংস খেলার পথে ৮টি চার মেরেছেন শান্ত। এর মধ্যে মার্ক উডের এক ওভারেই টানা চারটি। সেই ওভারে নিজের পরিকল্পনা নিয়ে শান্ত বলেন, 'বল দেখেছি আর ওইভাবেই খেলার চেষ্টা করেছি। ওরকম কিছু ছিল না। গ্যাপটা কাজে লাগানোর চেষ্টা করেছি। তাই হয়তো বাউন্ডারিগুলো মারতে পেরেছি।'
এদিকে অভিষেক ম্যাচ হলেও ব্যাট হাতে শুরু থেকেই সবলীল ছিলেন হৃদয়। যদিও ইনিংস লম্বা করতে পারেননি তিনি। হৃদয়ের ব্যাট থেকে এসেছে ১৭ বলে ২৪ রান। শান্ত জানিয়েছেন হৃদয়ের আত্মবিশ্বাসী ব্যাটিং প্রেরণা দিয়েছে তাকেও। সেই সঙ্গে বিপিএলের এক সঙ্গে খেলার অভিজ্ঞতাও কাজে লেগেছে এই ম্যাচে।
তিনি বলেন, 'প্রথম ম্যাচ হিসেবে ওর যে এপ্রোচটা ছিল, যে ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করেছে, ওইটা দেখেই আমি আত্মবিশ্বাস পেয়েছি। ওকে দেখে কখনও নার্ভাস মনে হয়নি এরকম একটা বড় দলের বিপক্ষে। আমাদের ওই আত্মবিশ্বাসটা ছিল কারণ বিপিএলে আমাদের কিছু বড় বড় জুটি ছিল। যখন ও এভাবে শুরু করেছে আমরা শুধু স্বাভাবিক ব্যাটিং করছিলাম।'
বিপিএলে নিয়মিতই রান করেন শান্ত। এবারের বিপিএলে ১৫ ম্যাচে ৫১৬ রান এসেছে তার ব্যাট থেকে। গত বিপিএলে তিনি ১০ ম্যাচে তিনি করেছেন ১৮৮ রান। এর আগে বিপিএলের আদলে হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাত্র ৮ ইনিংসে ৩০১ রান করেছিলেন শান্ত। আগের রানগুলোর সঙ্গে অবশ্য এবার বেশ ভিন্নতা পাচ্ছেন তিনি।
শান্ত বলেছেন, 'অবশ্যই ভিন্নতা আছে। আমি ধারাবাহিক রান করেছি। একজন ব্যাটার হিসেবে যখন ধারাবাহিক রান করবো ভিন্ন একটা আত্মবিশ্বাস তো থাকেই। খেলা সম্পর্কেও অনেক ধারণা আসে। আমার কাছে মনে হয়েছে আমি কিভাবে ইনিংস বড় করবো এই ব্যাপারে আমার ধারণা ভালো ছিল। ওইটাই শুধু প্রয়োগ করার চেষ্টা করেছি।'
- দেশের রাজনীতিতে নতুন মোড়: সেনাপ্রধানের আশঙ্কা কি সত্যি হতে চলেছে
- দারুন সুখবর : বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভিসা
- শেষ হলো বাংলাদেশ বনাম পার্থ স্কর্চার্সের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- চরম দু:সংবাদ : বন্ধ হলো ভিসা
- ডলফিন ‘জেসিকা’ হত্যার ভিডিও ভাইরাল, জেনেনিন আসল খবর
- সৌদি আরবের জন্য কঠিন সতর্কবার্তা
- ২১ ক্যারেট, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দাম: ১৭ আগস্ট ২০২৫
- ৬,৬,৬,৬,৬,৬,৬,৬, ২৯ বলে, ১০ ছক্কায় গড়লেন ইতিহাস
- ঘণ্টায় ২৬০ কিমি: বেগে ধেয়ে আসছে হ্যারিকেন অ্যারিন, বিপদের আশঙ্কায় সতর্কতা জারি
- হাসনাত-সারজিসদের শোকজ নিয়ে এইমাত্র পাওয়া গেলো নতুন খবর
- খালি পেটে ভেজানো বাদাম খেলে যে ৭ অবিশ্বাস্য উপকার পাবেন
- আজকের টাকার রেট: ১৭ আগস্ট ২০২৫ – প্রবাসী ও ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট
- বেড়েছে সিঙ্গাপুর ডলারের রেট, আজ ১৭/৮/২০২৫ তারিখ
- মেসির দুর্দান্ত ম্যাজিকের পর শেষ হলো ইন্টার মায়ামির ম্যাচ
- সোহান-বিজয়কে বাদ দিয়ে অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল বিসিবি