| ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

বদলে গেল কোহলির সঙ্গী

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ মার্চ ০৬ ১৩:৪২:২৩
বদলে গেল কোহলির সঙ্গী

গত ১ মার্চ থেকে শুরু হয়েছিল অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট। এই টেস্ট ৫ দিন হাওয়ার কথা থাকলেও তৃতীয় দিনের বিকাল পর্যন্তও যায়নি সেই ম্যাচ। পরবর্তী টেস্ট আগামী ৯ মার্চ। মাঝ খানে বেশ লনবা সময় পান ভারতীয় ক্রিকেটাররা।

এদিকে খেলার মাঝে সময় পেলেই ছুটি কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক বিরাট কোহলি। উত্তরাখণ্ড ভ্রমণ দিয়ে বছরটা শুরু করেছিলেন। তার পরে যান মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দিরে এই সাবেক অধিনায়ক। সেখানেই কোলে একটি কুকুরকে নিয়ে ছবি তুললেন বিরাট।

কোহলি নিজের টুইটারে একটি ছবি দিয়েছেন ভক্তদের জন্য। সেই ছবিতে দেখা গেছে , কোলে একটি কুকুরকে নিয়ে বসে তিনি। মুখে এক গাল হাসি। দেখে মনে হচ্ছে, কোনও মন্দিরের সিঁড়িতে বসে রয়েছেন বিরাট। ছবিতে অবশ্য স্ত্রী অনুষ্কা শর্মা বা কন্যা ভামিকাকে দেখা যায়নি। হতে পারে অনুষ্কাই বিরাটের ছবিটি তুলেছেন।

সোমবার ভোরে নিজের ছবি পোস্ট করেছেন বিরাট। তিনি এখনও ছুটি কাটাচ্ছেন, না কি ফিরে এসেছেন তা জানা যায়নি। কারণ, ৯ মার্চ থেকে আমদাবাদে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে সেই টেস্টে জিততেই হবে ভারতকে। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হতে পারে বিরাটকে। তার আগে মন কিছুটা ফুরফুরে করে নিতে চাইছেন তিনি।

মাসখানেক আগে হৃষীকেশের স্বামী দয়ানন্দ গিরির আশ্রমে গিয়েছিলেন অনুষ্কা ও বিরাট। সেখানে স্বামীজির সমাধিতে প্রণাম জানিয়ে আশীর্বাদ নেন দু’জনে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল সেই ছবি। হৃষীকেশের আশ্রমে গিয়ে সেখানকার একাধিক আধ্যাত্মিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন তারকা যুগল। তাঁদের তরফে আশ্রমে একটি ‘ভান্ডারা’র আয়োজনও করা হয়। শুধু হৃষীকেশেই নয়, বছরের শুরুতে মেয়ে ভামিকাকে নিয়ে বৃন্দাবনে নিম কারোলি বাবার আশ্রমেও গিয়েছিলেন বিরুষ্কা। সেখানে গিয়ে ধ্যান ও প্রার্থনা করেন যুগল। খবর, আশ্রমে গরিবদের কম্বল বিতরণও করেছিলেন তাঁরা।

মহাকালেশ্বর মন্দিরে অনুষ্কার পরনে ছিল হালকা গোলাপিরঙা শাড়ি। চোখেমুখে রূপটান প্রায় নেই বললেই চলে। বিরাটের পরনে ছিল ধুতি ও গলায় জড়ানো উত্তরীয়। মন্দিরে অন্য ভক্তদের সঙ্গে প্রার্থনারত অবস্থার দেখা যায় তাঁদের। মন্দিরের পুরোহিতদের সঙ্গে শিবলিঙ্গের মাথায় দুধ ঢালেন বিরুষ্কা। গ্ল্যামার জগতের কোনও চাকচিক্য নেই, নেই কোনও তারকাসুলভ আচরণ। আর পাঁচটা সাধারণ মানুষের মতোই মন্দিরে বসে প্রার্থনা করেন বিরাট ও অনুষ্কা।

ক্রিকেট

শেষ হলো বাংলাদেশ বনাম পার্থ স্কর্চার্সের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল

শেষ হলো বাংলাদেশ বনাম পার্থ স্কর্চার্সের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ডারউইনের উইকেটে শুরু থেকেই ব্যাটিং ছিল ভীষণ কঠিন। টপ অর্ডারের একের পর এক ...

বাংলাদেশ-আফগানিস্তান দ্বিপাক্ষিক সিরিজের সময়সূচি ঘোষণা

বাংলাদেশ-আফগানিস্তান দ্বিপাক্ষিক সিরিজের সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ শেষ হতেই আবারও মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দল। ...

ফুটবল

এভারটন বনাম লিডস ইউনাইটেড: একাদশ, প্রিভিউ, প্রেডিকশন ও ম্যাচ শুরুর সময়

এভারটন বনাম লিডস ইউনাইটেড: একাদশ, প্রিভিউ, প্রেডিকশন ও ম্যাচ শুরুর সময়

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দুই বছর পর আবারও প্রিমিয়ার লিগে ফিরেছে লিডস ইউনাইটেড। নিজেদের মাঠে নতুন ...

ব্রাজিল তারকার জোড়া গোলে শেষ হলো আজকের ফুটবল ম্যাচ

ব্রাজিল তারকার জোড়া গোলে শেষ হলো আজকের ফুটবল ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: নতুন মৌসুমের প্রথম ম্যাচেই দুর্দান্ত সূচনা করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পার। ...

Scroll to top

রে
Close button