| ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

বার্সেলোনায় থাকলে নেইমার ব্যালন ডি’অর জিততে পারতো: সুয়ারেজ

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ মার্চ ০৫ ১৭:০১:২৭
বার্সেলোনায় থাকলে নেইমার ব্যালন ডি’অর জিততে পারতো: সুয়ারেজ

ফুটবলের তিন সুপারস্টার নেইমার সুয়ারেজ ও মেসি একবার বার্সেলোনার হয়ে খেলেছেন। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের পাশাপাশি বার্সেলোনার আক্রমণভাগকে অবিচ্ছেদ্য করে তোলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। 'MSN' ত্রয়ী হিসাবে স্বীকৃত, বার্সার একা আক্রমণই বিশ্বের যে কোনও রক্ষণকে চূর্ণ করার জন্য যথেষ্ট ছিল।

কিন্তু ২০১৭ সালে সবকিছু বদলে গেছে। রেকর্ড পারিশ্রমিকে নেইমার পিএসজি চলে গেলে এই ত্রয়ী বিচ্ছেদ হয়। নেইমারের পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সুয়ারেজ। নেইমার বলেছেন, বার্সেলোনায় থাকলে তিনি ব্যালন ডি’অর জিততেন।

বার্সেলোনায় মেসি-সুয়ারেজদের সঙ্গে উড়ে বেড়াচ্ছিলেন নেইমার। পিএসজি ছাড়ার পর আর ফিরে আসেননি ব্রাজিলিয়ান তারকা। ইনজুরিও বারবার নেইমারের অগ্রগতি ব্যাহত করেছে।

নেইমারের অবস্থানটা কেমন ছিল বার্সেলোনায়, জানাতে গিয়ে সুয়ারেজ বলেছেন, ‘আমাদের কাছে মেসি ছিল বিশ্বসেরা। আর আমার কাছে নেইমার ছিল দ্বিতীয় সেরা। তারা আমাকে গোল্ডেন বুট জিততে সহায়তা করেছে। আমি সব সব সময় তাদের কাছে কৃতজ্ঞ। এটা আরও প্রমাণ করেছে যে, তিনজন তারকা ব্যক্তিগত অর্জনের জন্য না খেলে একসঙ্গে দলীয় সাফল্যের জন্য খেলতে পারে। আমার মনে হয়, এটাই আমাদের সেরা বানিয়েছে। সঙ্গে ভালো সতীর্থও বানিয়েছে।’

বার্সেলোনায় নিজের লক্ষ্য কী ছিল, তা নিয়ে সুয়ারেজ আরও বলেছেন, ‘আমি তাদের দুজনকে বলেছি, আমি জিততে এসেছি এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো অর্জন করতে চাই। আমার জন্য বিষয় ছিল না যে পেনাল্টি কে নেবে, তা নিয়ে নেইমারের সঙ্গে কিংবা মেসির সঙ্গে ফ্রি-কিক নেওয়া নিয়ে তর্ক করব। আর মাঠের বাইরে আমরা যখন পান করতে বসতাম (নেইমার করত না), নেইমারও পাশে এসে বসত। আমরা তখন সব ধরনের বিষয় নিয়ে কথা বলতাম।’

নেইমারের বার্সেলোনা ছাড়ার কারণ হিসেবে সে সময় মেসির ছায়া থেকে বেরিয়ে এসে আলাদা সত্তা তৈরির কথাটি বারবার বলা হচ্ছিল। অনেকেই তখন বলেছিলেন, পিএসজিকে ইউরোপিয়ান সাফল্য এনে দিয়ে ব্যালন ডি’অর জিততে চান এ ব্রাজিলিয়ান তারকা। তবে সে লক্ষ্য এখনো পূরণ হয়নি। এমনকি এখন মেসিও পিএসজিতে খেলছেন।

সুয়ারেজ মনে করেন, নেইমার বার্সেলোনায় থাকলে সবকিছুই পেতেন, ‘ আমি তাকে বলেছিলাম, তুমি বার্সেলোনায় থাক সবকিছু জিততে পারবে। যদি নেইমার বার্সেলোনায় থাকত, তাহলে সে নিশ্চিতভাবে ব্যালন ডি’অর জিততে পারত।’

ক্রিকেট

শেষ হলো বাংলাদেশ বনাম পার্থ স্কর্চার্সের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল

শেষ হলো বাংলাদেশ বনাম পার্থ স্কর্চার্সের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ডারউইনের উইকেটে শুরু থেকেই ব্যাটিং ছিল ভীষণ কঠিন। টপ অর্ডারের একের পর এক ...

বাংলাদেশ-আফগানিস্তান দ্বিপাক্ষিক সিরিজের সময়সূচি ঘোষণা

বাংলাদেশ-আফগানিস্তান দ্বিপাক্ষিক সিরিজের সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ শেষ হতেই আবারও মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দল। ...

ফুটবল

এভারটন বনাম লিডস ইউনাইটেড: একাদশ, প্রিভিউ, প্রেডিকশন ও ম্যাচ শুরুর সময়

এভারটন বনাম লিডস ইউনাইটেড: একাদশ, প্রিভিউ, প্রেডিকশন ও ম্যাচ শুরুর সময়

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দুই বছর পর আবারও প্রিমিয়ার লিগে ফিরেছে লিডস ইউনাইটেড। নিজেদের মাঠে নতুন ...

ব্রাজিল তারকার জোড়া গোলে শেষ হলো আজকের ফুটবল ম্যাচ

ব্রাজিল তারকার জোড়া গোলে শেষ হলো আজকের ফুটবল ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: নতুন মৌসুমের প্রথম ম্যাচেই দুর্দান্ত সূচনা করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পার। ...

Scroll to top

রে
Close button