| ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ফিফার ২০২২ সালের বর্ষসেরা পুরস্কার জয়ীদের নাম ও তালিকা প্রকাশ

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ ফেব্রুয়ারি ২৮ ১১:০১:৫৭
ফিফার ২০২২ সালের বর্ষসেরা পুরস্কার জয়ীদের নাম ও তালিকা প্রকাশ

গতকাল সোমবার রাতে ঘোষণা করা হয় ফুটবল বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বর্ষসেরা ফুটবলার, গোলকিপার, কোচদের নামসহ আর অনেক সেরাদের নাম প্রকাশ করা হয়। যেখানে যেমন কিছু চমক ছিল ঠিক তেমনি আগে থেকেই এক রকম জানাছিল এই ফুটবলারের হাতে উঠবে এই সেরার পুরুষ্কার।

ফিফা আয়োজিত সেরাদের পুরস্কার ঘোষণা করা হলেও ফুটবল বিশ্বের অনেক ভক্ত জানা ছিল এবারের সেরা ফুটবলারের পুরস্কার এবং সেরা গোলকিপার পুরস্কার কার হাতে উঠবে। তবে বিশেষ করে বর্ষসেরা ফুটবলার কে হবেন এইটা এক রকম সবার জানাই ছিল ঠিক তাই হয়েছে। লড়াইয়ে ছিলেন ব্যালন ডি'অর জয়ী করিম বেঞ্জেমা।

বর্ষসেরা হওয়ার যোগ্য দাবিদার ছিলেন বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক-সহ কাতারে গোল্ডেন বুট জেতা ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপেও। তবে তাঁদের টেক্কা দিয়ে বাজিমাত করেন মেসি। শেষমেশ ফিফার বর্ষসেরার খেতাব হাতে ওঠে আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের।

ছেলেদের বিভাগে ফিফার দ্য বেস্ট প্লেয়ারের পুরস্কার জেতেন লিওনেল মেসি। ২০২২ সালের সেরা মহিলা ফুটবলারের পুরস্কার জিতে নেন বার্সেলোনার স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুতেলা।

ফিফার বর্ষসেরা পুরস্কারের মঞ্চে আর্জেন্তিনার জয়জয়াকার। একা মেসির দখলেই নয়, একাধিক বিভাগে বর্ষসেরার খেতাব যায় আর্জেন্তিনায়। ছেলেদের বর্ষসেরা কোচের পুরস্কার জেতেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি। ছেলেদের বিভাগে বর্ষসেরা গোলকিপারের পুরস্কার জেতেন কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী এমিলিয়ানো মার্টেনেজ। তাছাড়া আর্জেন্তিনার সমর্থকদের বেস্ট ফ্যান হিসেবেও স্বীকৃতি দেয় আন্তর্জাতিক ফুটবল সংস্থা।

মেসি এই নিয়ে দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন। তিনি এর আগে ২০১৯ সালে এই খেতাব হাতে তোলেন। সেই সুবাদে লিও ছুঁয়ে ফেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও রবার্ট লেওয়ানডস্কিকে। ব্যালন ডি'অরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফিফা আলাদাভাবে নিজেদের বর্ষসেরা পুরস্কার দেওয়া শুরু করে ২০১৬ সাল থেকে। প্রথম দু'বছর (২০১৬ ও ২০১৭) এই পুরস্কার জেতেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এছাড়া লেওয়ানডস্কি ফিফার বর্ষসেরা হয়েছেন দু'বার। তিনি এই খেতাব জেতেন ২০২০ ও ২০২১ সালে। মাঝে ২০১৮ সালে ফিফার বর্ষসেরার খেতাব ওঠে লুকা মদ্রিচের হাতে।

এবার বর্ষসেরার দৌড়ে দ্বিতীয় স্থানে থাকতে হয় এমবাপেকে। তিনে থাকেন বেঞ্জেমা। লুকা মদ্রিচ থাকেন চারে। পাঁচে জায়গা করে নেন হালান্ড। ভোটের নিরিখে মেসির ক্লাব সতীর্থ নেইমার থাকেন তালিকার নবম স্থানে। লেওয়ানডস্কি থাকেন ১২ নম্বরে। মহম্মদ সালাহর স্থান হয় ১৪ নম্বরে।

ফিফার ২০২২ সালের বর্ষসেরা পুরস্কার জয়ীদের তালিকা:-

১. ছেলেদের বর্ষসেরা ফুটবলার: লিওনেল মেসি (পিএসজি/আর্জেন্তিনা)।

২. মেয়েদের বর্ষসেরা ফুটবলার: অ্যালেক্সিয়া পুতেলা (বার্সেলোনা/স্পেন)।

৩. ছেলেদের বর্ষসেরা কোচ: লিওনেল স্কালোনি (আর্জেন্তিনা)।

৪. মেয়েদের বর্ষসেরা কোচ: সারিনা উইগম্যান (ইংল্যন্ড)।

৫. ছেলেদের বর্ষসেরা গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা/আর্জেন্তিনা)

৬. মেয়েদের বর্ষসেরা গোলকিপার: ম্যারি এয়ারপস (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড/ইংল্যান্ড)

৭. পুসকাস অ্যাওয়ার্ড (বর্ষসেরা গোল): মার্সিন ওলেক্সি (ওয়ার্তা পোজনান/পোল্যান্ড)।

৮. ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: আর্জেন্তিনার সমর্থক।

৯. ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: লুকা লোচোশভিলি (ক্রেমনেস/জর্জিয়া)।

ক্রিকেট

সাকিব-শিশিরের বিবাহ বিচ্ছেদ, অবশেষে জানা গেলো আসল সত্য

সাকিব-শিশিরের বিবাহ বিচ্ছেদ, অবশেষে জানা গেলো আসল সত্য

বাংলাদেশ ক্রিকেটের বিশ্বস্ত অলরাউন্ডার সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে ঘিরে সম্প্রতি ...

কতটা নিচে নামবে শান্ত-মিরাজরা : রয়েছে লাইফ সাপোর্টে

কতটা নিচে নামবে শান্ত-মিরাজরা : রয়েছে লাইফ সাপোর্টে

প্রায় ১৯ বছর পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। এক সময়ের গর্বের ফরম্যাট, ...

ফুটবল

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

আরও সময় নিল ব্রাজিল, নীরব রয়েছেন রিয়াল বস

ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ করতে চেয়েও এখনও পর্যন্ত সফল হয়নি ...

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের বিজয়ী রদ্রির ইনজুরির কারণে ২০২৫ সালের ব্যালন ডি’অর প্রতিযোগিতা নতুন করে ...



রে