| ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

আনুষ্ঠানিক ঘোষণার আগেই ফিফা বর্ষসেরা ফুটবলারের নাম ফাঁস

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ ফেব্রুয়ারি ২৬ ১৯:৪৭:৫০
আনুষ্ঠানিক ঘোষণার আগেই ফিফা বর্ষসেরা ফুটবলারের নাম ফাঁস

এই বছর ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা এবার বর্ষসেরাদের বেছে নিতে চলেছে। আগামিকাল অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি সোমবার প্যারিসে অনুষ্ঠিত হাওয়ার কথা রয়েছে 'ফিফা দ্য বেস্ট' অনুষ্ঠান। ভারতীয় সময়ে দ্য বেস্ট অ্য়াওয়ার্ডস দেওয়া শুরু হবে দুপুর দেড়টা থেকে এমন টা জানা যায়।

বর্ষসেরা ফুটবলার হিসেবে মনোনীত হয়ছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও করিম বেঞ্জেমা। চলতি মাসের শুরুর দিকেই ফিফা মনোনীতদের নাম ঘোষণা করে দিয়েছিল। তবে অনুষ্ঠানের আগের দিনই ফাঁস হয়ে গেল বিজয়ীর নাম!

আর্জেন্টাইন সাংবাদিক ফ্রান্সেস আগুইলার জানিয়েছেন যে, "পিএসজি-র অ্যাটাকার ও বিশ্বকাপ জয়ী মেসিই এবার এই ট্রফি স্পর্শ করবেন। এল'ইকুইপ ও ফ্রান্স ফুটবলের মুখের ওপর ঝামা ঘষে দিতে চলেছে ফিফা। এই দুই সংস্থাই ব্যালন ডি'অরের জন্য মনোনীত করে ফুটবলারদের। তারা মেসির নাম ব্যালন ডি'অরের জন্য মনোনীত করেনি।

রিয়াল মাদ্রিদের ফরাসি মহাতারকা করিম বেঞ্জেমার হাতেই তুলে দেওয়া হয় ব্যালন ডি'অরে। বায়ার্ন মিউনিখের সাদিও মানে ও ম্যাঞ্চেস্টার সিটির কেভিন ডি ব্রুইনদের, পিছনে ফেলে এই ঐতিহ্যবাহী ট্রফি জেতেন বেঞ্জেমা। ব্যালন ডি'অরের পাল্টা হিসাবেই ফিফা মেসির হাতে তুলে দেবে 'ফিফা দ্য বেস্ট'। "

মেসির হাতে যদি ফিফার বর্ষসেরা ফুটবলারের ট্রফি ওঠে, তাহলে ২০১৯ সালের পর তিনি দ্বিতীয়বারের জন্য পাবেন এই পুরস্কার। কাতারে মেসি কাঙ্খিত বিশ্বকাপটি হাতে তোলেন। সাতটি গোল ও তিনটি অ্যাসিস্ট করে হাতে তুলেছিলেন সোনার বল।কাতারে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই, একটা কথা বারবার সকলে বলছিলেন,মেসির তে কাপ না উঠলে সম্ভবত 'পোয়েটিক জাস্টিস' হবে না। আর ফুটবল বিধাতা সেটাই করেন।

মেসির মাথায় রাজমুকুট পরিয়ে মারাদোনার আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন করলেন। লুসেল স্টেডিয়ামে মহাকাব্যিক ফাইনালের ফয়সলা হয়েছে পেনাল্টি শ্যুটআউটে। সেখানে আর্জেন্টিনা ৪-২ গোলে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে শেষ হাসি হাসে। মেসি ম্য়াজিকে মোহিত সারা বিশ্ব।

ফুটবল

শেষ মিনিটে সব ওলটপালট, বার্সাকে স্তব্ধ করেদিলো ইন্টার

শেষ মিনিটে সব ওলটপালট, বার্সাকে স্তব্ধ করেদিলো ইন্টার

২০২৪-২৫ উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের সবচেয়ে নাটকীয় মুহূর্তের সাক্ষী হলো ইতালির ঐতিহাসিক স্টেডিয়াম সান সিরো। ...

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের বিজয়ী রদ্রির ইনজুরির কারণে ২০২৫ সালের ব্যালন ডি’অর প্রতিযোগিতা নতুন করে ...



রে