| ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

এমবাপ্পে কিংবা নেইমার নয়, মেসির জন্য সবাইকে নতুন আহবান জানালেন পিএসজি কোচ

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ ফেব্রুয়ারি ০৫ ১২:৪৪:৫৯
এমবাপ্পে কিংবা নেইমার নয়, মেসির জন্য সবাইকে নতুন আহবান জানালেন পিএসজি কোচ

আর এই একটি কারণে দুই সতীর্থ না থাকলেও জয় পেতে কোনো সমস্যা হচ্ছে না পিএসজির। সামনে থেকে নেতৃত্ব দিয়ে পিএসজিকে ঠিকই জয় এনে দিচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা।

ফুটবল বিশ্বে লিগ ওয়ানে ম্যাচে মঁপেলিয়ের বিপক্ষে দুইবার পেনাল্টি মিস করার পর ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন পিএসজির অন্যতম প্রান ভোমর এমবাপ্পে। এরপর দারুণ নৈপুণ্যে মেসিই দলকে পথ দেখিয়ে জয় ছিনিয়ে এনেছিলেন। গতকাল ৩ ফেব্রুয়ারি রাতেও তুলুজের বিপক্ষে দারুণ এক গোলে পিএসজিকে জিতিয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা।

এই ম্যাচের পর আর্জেন্টাইন মহাতারকার এমন পারফরম্যান্সে মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন পিএসজির কোচ ক্রিস্তোফ গালতিয়ের। এ সময় মেসিকে খেলানোর কৌশল নিয়েও কথা বলেছেন পিএসজি কোচ। বলেছেন, তিনি মেসির জন্য পুরো দলকে খেলার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মেসিকে রক্ষণাত্মক কাজ থেকে মুক্ত রাখার কথাও বলেছেন গালতিয়ের।

তুলুজের বিপক্ষে ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল পিএসজি। ২০তম মিনিটে ব্রাঞ্চো ভ্যান ডার বৌমেনের গোলে হতাশায় পুড়েছিল স্বাগতিকরা। তবে ৩৮তম মিনিটে আশরাফ হাকিমির গোলে সমতায় ফেরে পিএসজি। তবে বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত প্লেসিংয়ে জয়সূচক গোলটি করেন মেসি।

এই জয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরেকটু শক্ত করল। ২২ ম্যাচ শেষে ১৭ জয়ে প্যারিসের দলটির পয়েন্ট এখন ৫৪। দুইয়ে থাকা মার্শেইয়ের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে তারা। এক ম্যাচ কম খেলে তাদের সংগ্রহ ৪৬।

ম্যাচের পর সাংবাদিকরা মেসিকে কীভাবে খেলাচ্ছেন বলে প্রশ্ন করেন পিএসজি কোচের কাছে। তা জানাতে গিয়ে গালতিয়ের বলেছেন, ‘মেসি দলের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। আমি দলকে মেসির জন্য খেলতে এবং তাকে ঘিরে কাজ করতে বলেছি।’

মেসিকে রক্ষণাত্মক কাজ থেকে মুক্ত করে তাঁর ওপর থেকে চাপ কমানো প্রসঙ্গে গালতিয়ের বলেছেন, ‘তাকে অবশ্যই কিছু কাজ থেকে মুক্ত করতে হবে। বল পুনরুদ্ধার এবং গতি আনতে তার সতীর্থদের দ্বিগুণ কাজ করতে হবে। এর ফলে সে পাস খুঁজে পাবে, এই ধরনের ছোট পাস এই সময়ের ফুটবলে দুর্লভ।’

প্রসঙ্গত, পিএসজি তাদের পরের ম্যাচ খেলবে দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের বিপক্ষে। আগামী বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ফরাসি লিগের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়েও পিএসজির হয়ে বড় ভূমিকা নিতে হবে মেসিকে। এমবাপ্পে-নেইমার না থাকায় এই ম্যাচের আগেই শিষ্যদের বার্তা দিয়ে রাখলেন গালতিয়ের।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

নাইম-আফিফ-সোহানের ঝড়, চমক দেখালো বাংলাদেশ

নাইম-আফিফ-সোহানের ঝড়, চমক দেখালো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: নাইম শেখের আগ্রাসী শুরু, আফিফ ও সোহানের দারুণ জুটি এবং মাহফুজুর রহমান রাব্বির ...

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড প্রায় চূড়ান্ত। একাধিক ...

ফুটবল

এশিয়া কাপের উত্তেজনার মাঝেই লিগস কাপ ২০২৫: কে এগিয়ে, সর্বশেষ পয়েন্ট তালিকা

এশিয়া কাপের উত্তেজনার মাঝেই লিগস কাপ ২০২৫: কে এগিয়ে, সর্বশেষ পয়েন্ট তালিকা

নিজস্ব প্রতিবেদক : লিগস কাপ ২০২৫-এর গ্রুপ পর্ব এখন জমজমাট। মেক্সিকোর Liga MX এবং যুক্তরাষ্ট্রের ...

ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন

ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন

নিজস্ব প্রতিবেদক : লিগস কাপ ২০২৫-এর গ্রুপ পর্বে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। শনিবার রাতে মুখোমুখি ...

Scroll to top

রে
Close button