| ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯

হুট করে যে কারনে ইংল্যান্ড দলের খেলোয়ারদের উপর ক্ষেপলেন বাটলার

২০২৩ ফেব্রুয়ারি ০৩ ১৯:৫৭:১৫
হুট করে যে কারনে ইংল্যান্ড দলের খেলোয়ারদের উপর ক্ষেপলেন বাটলার

মার্চের এক তারিখ মাঠে গড়াবে বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। এছাড়াও এরপরে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। তবে এই দুই সিরিজে নিজেদের সেরা দলটা পাচ্ছে না ইংল্যান্ড। মূলত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য এই সিরিজ খেলবেন না অ্যালেক্স হেলস, ডেভিড উইলি এবং স্যাম বিলিংসের মতো ক্রিকেটাররা। আর এজন্যই ক্ষোভ প্রকাশ করেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

তিনি বলেছেন, “এই যুগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কিংবা আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে। আমরা আমাদের দল সাজাতেই হিমশিম খাচ্ছি। আন্তর্জাতিক সিরিজের সময় সব খেলোয়াড় না পাওয়া আক্ষেপের ব্যাপার”

দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ওয়ানডে সিরিজে দলে ছিল না ইংল্যান্ডের বেশকিছু খেলোয়াড়। যার ফলে ২-১ এ সিরিজ হারে তারা।

পাঠকের মতামত:

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর



রে