| ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপের ঘটনার চরম শাস্তি পেলেন উরুগুয়ের এই চার ফুটবলার

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ জানুয়ারি ২৯ ১৭:৩৯:৪২
বিশ্বকাপের ঘটনার চরম শাস্তি পেলেন উরুগুয়ের এই চার ফুটবলার

গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা এবং ডিফেন্ডার হোসে মারিয়া জিমেনেজের উপর চার ম্যাচের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে দিয়েগো অধিনায় গোডিন এবং স্ট্রাইকার এডিনসন কাভানিকে একটি করে ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। উরুগুয়ের পরবর্তী ম্যাচগুলোতে এ শাস্তি কার্যকর হবে।

বোঝাই যাচ্ছে, কাতার ফুটবল বিশ্বকাপ শেষ হলেও তার রেশ এখনও রয়ে গেছে। ঘানার বিপক্ষে ম্যাচের শেষ দিকে রেফারির সঙ্গে অভদ্র আচরণ করেন এই চার ফুটবলবার। সে কারণেই শাস্তির মুখে পড়তে হল তাদের। শুধু ম্যাচের নিষেধাজ্ঞাও নয়, এই চার ফুটবলারের প্রতিজনকে ২০ হাজার সুইস ফ্রাঁ (২১ হাজার ডলার) করে জরিমানাও দিতে হবে।

শুধু ফুটবলারদেরই নয়, ফিফার পক্ষ থেকে উরুগুয়ে ফুটবল ফেডারেশনকেও শাস্তি দেয়া হয়েছে। ৫০ হাজার সুইস ফ্রাঁ (৫৪ হাজার ডলার) জরিমানা দেয়ার পাশাপাশি একটি হোম ম্যাচের জন্য কয়েকটি স্টেডিয়ামকে অবশ্যই বন্ধ রাখতে হবে।

ফিফার ডিসিপ্লিনারি জজ তার বক্তব্যে বলেন, ‘মাঠে উরুগুয়ে সমর্থকদের উগ্র আচরণ এবং খেলোয়াড়দের অভদ্র ব্যবহার এবং আচরণের জন্য অবশ্যই দায় রয়েছে দেশটির ফুটবল ফেডারেশনের।’

ঘটনার সূত্রপাত উরুগুয়ে বনাম ঘানার ম্যাচের সময়। আল জানুব স্টেডিয়ামে জার্মান রেফারি ড্যানিয়েল সিবার্ট পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত নেন। সে সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠেই অসন্তোষ প্রকাশ করতে থাকেন উরুগুয়ের ফুটবলাররা। ওই ম্যাচে উরুগুয়ে ২-০ গোলে জিতলেও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়। কারণ অন্য ম্যাচে উরুগুয়েকে ২-১ গোলে হারিয়ে দেয় দক্ষিণ কোরিয়া। ম্যাচ শেষে উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ বলেছিলেন, ‘ফিফার অবস্থান উরুগুয়ের বিরুদ্ধে।’

কিছুদিন আগে বিজ্ঞপ্তি জারি করে ফিফা জানায়, ঘটনার তদন্ত করা হবে। সেই তদন্ত শেষ করে ফিফা উরুগুয়ের চার ফুটবলারকে নিষেধাজ্ঞার নোটিশ দিলো।

অন্যদিকে বিশ্বকাপজয়ী দল আর্জেন্টিনার বিরুদ্ধেও তদন্ত চালাচ্ছে ফিফা। বিশ্বকাপ জয়ের আনন্দে বেলাগাম হয়ে ওঠেন আর্জেন্টিনার ফুটবলাররা। ড্রেসিংরুমে মাত্রা ছাড়া উদযাপন করেন তারা। সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার নিষেধাজ্ঞা থাকলেও তা অনেকে ভঙ্গ করেন। এছাড়াও গোলরক্ষক মার্টিনেজের অশ্লীল অঙ্গভঙ্গির কারণে বেকায়াদায় পড়তে হয়েছে আর্জেন্টিনাকে।

ফুটবল

হামজা-সমিতকে পাওয়ার পর বাফুফের টার্গেট এখন সুলিভান

হামজা-সমিতকে পাওয়ার পর বাফুফের টার্গেট এখন সুলিভান

হামজা চৌধুরীর বাংলাদেশ দলে অভিষেকের পর থেকেই প্রবাসী ফুটবলারদের লাল-সবুজের প্রতিনিধিত্ব করার আগ্রহ ক্রমেই বাড়ছে। ...

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের বিজয়ী রদ্রির ইনজুরির কারণে ২০২৫ সালের ব্যালন ডি’অর প্রতিযোগিতা নতুন করে ...



রে