| ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

মেসি-রোনালদো দ্বৈরথের এক টিকিটের মূল্য যত কোটি টাকা

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ জানুয়ারি ১৬ ১৫:২৯:২৩
মেসি-রোনালদো দ্বৈরথের এক টিকিটের মূল্য যত কোটি টাকা

আগামী ১৯ জানুয়ারি সৌদি আরবের রাজধানী রিয়াদের ৬৮ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন কিং ফাহাদ স্টেডিয়ামে আল হিলাল ও আল নাসের ক্লাবের ফুটবলারদের নিয়ে গঠিত দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি।

ম্যাচটি দিয়ে আবারও বিশ্ব ফুটবল ‘মেসি-রোনালদো’ দ্বৈরথ দেখতে পাবে। হয়তো সময়ের অন্যতম সেরা দুই মহাতারকার এই সাক্ষাৎ হতে যাচ্ছে শেষবারের মতো! তাই ম্যাচটি গ্যালারিতে বসে দেখার জন্য অনলাইনে টিকেটের জন্য হুমড়ি খেয়ে নেমে পড়েছেন তাদের ভক্ত সমর্থকরা।

মরুর বুকে মেসি-রোনালদো দ্বৈরথ ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এরই মধ্যে টিকিটের জন্য প্রায় ২০ লাখ মানুষ আবেদন করেছেন। তবে প্রীতি এই ম্যাচটিকে ঘিরে সৌদি ক্লাব আল নাসর ও আল হিলাল কর্তৃপক্ষ কেবল একটি টিকিট নিলামে তুলেছে। যার দাম উঠেছে ২.২ মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি ২৯ কোটি টাকার সমান।

আরও পড়ুন- মেসি-রোনালদো ‘দ্বৈরথ’ দেখতে ২০ লাখের বেশি আবেদন

চাঞ্চল্যকর ওই খবরে বলা হয়েছে, সৌদি আরবের অন্যতম বড় ব্যবসায়ী মুশরেফ আল ঘামাদ মেসি-রোনালদোর ম্যাচ দেখার জন্য ২৯ কোটি টাকা খরচ করতেও রাজি। দেশটির রিয়েল এস্টেট কোম্পানি অ্যাকার ওয়ানের মালিক তিনি।

আগামীকাল মঙ্গলবার (১৭ জানুয়ারি) মেসি-রোনালদোর ম্যাচের সেই একমাত্র টিকিটটির নিলাম শেষ হবে। নিলামে বিজয়ী ব্যক্তির হাতেই বিরল সেই টিকিটটি তুলে দেওয়া হবে।

মেসি-রোনালদোর ম্যাচ শুধু গ্যালারিতে ভালো জায়গায় বসে দেখা নয়, দুই দলের খেলোয়াড়দের সঙ্গে ছবি তোলার সুযোগও পাবেন তিনি। ম্যাচের আগে কিংবা পরে ড্রেসিং রুমে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। অর্থাৎ মেসি, রোনালদো, নেইমার-এমবাপের সঙ্গে দেখা করার সুযোগ থাকছে।

উল্লেখ্য, সবশেষ ২০২০ সালের ডিসেম্বরে শেষবার মুখোমুখি হয়েছিল মেসি-রোনালদো। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেই ম্যাচে রোনালদোর জোড়া গোলে জুভেন্টাস ৩-০ ব্যবধানে হারিয়েছিল মেসির বার্সেলোনাকে।

ফুটবল

হামজা-সমিতকে পাওয়ার পর বাফুফের টার্গেট এখন সুলিভান

হামজা-সমিতকে পাওয়ার পর বাফুফের টার্গেট এখন সুলিভান

হামজা চৌধুরীর বাংলাদেশ দলে অভিষেকের পর থেকেই প্রবাসী ফুটবলারদের লাল-সবুজের প্রতিনিধিত্ব করার আগ্রহ ক্রমেই বাড়ছে। ...

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

ব্যালন ডি’অর ২০২৫ এর শীর্ষ ১০ ফুটবলার এর তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের বিজয়ী রদ্রির ইনজুরির কারণে ২০২৫ সালের ব্যালন ডি’অর প্রতিযোগিতা নতুন করে ...



রে