| ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

১২২ গড়ে ব্যাট করেও ভারতীয় দলে সুযোগ পান না সরফরাজ

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ জানুয়ারি ১৫ ১৬:৩৫:৪৬
১২২ গড়ে ব্যাট করেও ভারতীয় দলে সুযোগ পান না সরফরাজ

তখন মনে করা হচ্ছিল সরফরাজের ভারতীয় দলে খেলাটা সময়ের ব্যাপার। তবে সময়ের পালা বদলে এখন ভারতীয় দলের বিবেচনারই বাইরে এক সময় ভারতের ভবিষ্যৎ মনে করা ক্রিকেটারটি। সরফরাজকে কেন বা কি কারনে দৃশ্যপটের বাইরে রাখা হয়েছে তা সাধারণ ভক্ত সমর্থকদের কাছে অজানা।

তবে নিজের পারফরমেন্স দিয়ে খবরের পাতা ঠিকই গরম করে চলছেন এই ক্রিকেটার। সাম্প্রতিক সময় অস্ট্রেলিয়া সিরিজেও সরফরাজ উপেক্ষিত থাকায় এই বিষয়ে আলোচনা আবার উঠেছে। অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রথম শ্রেণীর ক্রিকেটের রেকর্ড দিয়েছেন সরফরাজ।

ভারতীয় সাবেক ক্রিকেটার এবং বিখ্যাত ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া মনে করেন সরফরাজের দল না পাওয়াটা তার সাথে অন্যায় করার মতো। ২০১৯-২০ রঞ্জি থেকেই অতি মানবীয় ফর্মে রয়েছেন সরফরাজ। সেই মৌসুমে নিজের খেলা ছয়টি ম্যাচে ১৫৪.২২ গড়ে তিন সেঞ্চুরি এবং দুই ফিফটিতে ৯২৮ রান করেছিলেন সরফরাজ। ২০২১-২২ মৌসুমেও এই ধারা অব্যাহত রেখেছিলেন সরফরাজ। ১২২.২১ গড়ে ৪ সেঞ্চুরি এবং দুই ফিফটিতে ৯৮২ রান করেন মিডল অর্ডার এই ব্যাটসম্যান। এই মৌসুমেও রানের ফোয়ারা ফোটানো অব্যাহত রেখেছেন।

মৌসুমের শুরুতেই খেলেন ৪৩১ রানের অবিস্মরণীয় এক ইনিংস। সরফরাজের ইনিংসকে অনেকেই ভারতীয় রঞ্জি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ইনিংসের তকমাও দিয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত মৌসুমে ১০৭ গড়ে দুই সেঞ্চুরি এবং এক ফিফটি করেন সরফরাজ। এই ধরনের অবিশ্বাস্য পারফরমেন্সের পর সরফরাজের প্রথম শ্রেণীর গড় এখন ৮০.৭৫। কমপক্ষে ৫০ ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ।

সরফরাজের উপরে আছেন শুধুই অলটাইম গ্রেট স্যার ডন ব্র্যাডম্যান (৯৯.৯৫)। জাতীয় দলে ফেরার জন্য সরফরাজ যেসব কীর্তি করছেন তার চেয়ে বেশী বোধ হয় আর কিছু করা সম্ভব নয়। ক্রিকেট মাঠে নিজের সর্বোচ্চটুকু দিয়েও যখন কাঙ্খিত সুযোগটি আসেনা তখন একটি ক্রিকেটারের পক্ষে আর কিছুই করার থাকেনা। যেকোনো ক্রিকেটারকেই মানসিকভাবে ভেঙ্গে দেওয়ার জন্য তাকে এভাবে উপেক্ষিত করাটা যথেষ্ট। জাতীয় দলে কমপক্ষে একটি সুযোগ অবশ্যই পাওনা রয়েছে সরফরাজের।

একটি সুযোগই হয়তো বদলে দিতে পারে তার ক্যারিয়ারের গতিপথ। সবে ২৫শে পা দিয়েছেন সরফরাজ, হাতে রয়েছে অটেল সময়। ভারতীয় ক্রিকেট নির্ধারকদের কাছ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা পেলে এখনো ভারতের ভবিষ্যৎ হতে পারেন সরফরাজ। জাতীয় দলে তিনি সুযোগ পাবেন কিনা তা সময় বলে দিবে, তবে ইতিমধ্যেই যা অর্জন করেছেন তাতেই বাহবার দাবিদার তরুণ এই তুর্কি।

ক্রিকেট

টিভিতে আজকের খেলা (২২ আগস্ট ২০২৫)

টিভিতে আজকের খেলা (২২ আগস্ট ২০২৫)

নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) টিভি পর্দায় রয়েছে ব্যস্ততম খেলার দিন। ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ...

এই হলোটাইগারক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়

এই হলোটাইগারক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে গঠিত দল নিয়ে এবারো বড় প্রত্যাশা ছিল। ...

ফুটবল

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

নিজস্ব প্রতিবেদক: আজ রাত ১টায় সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হচ্ছে রিয়াল মাদ্রিদের নতুন লা লিগা মরশুম। ...

শেষ হলো বাংলাদেশ বনাম ভুটানের সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ, শেষ জানুন ফলাফল

শেষ হলো বাংলাদেশ বনাম ভুটানের সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ, শেষ জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচেই ৩-১ ...

Scroll to top

রে
Close button