| ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

নিজেদের হারিয়ে খুঁজল লিভারপুল

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ জানুয়ারি ১৫ ১১:২২:৩১
নিজেদের হারিয়ে খুঁজল লিভারপুল

স্বাগতিকদের হয়ে জোড়া গোল করা সলি মার্চ পরে ড্যানি ওয়েলবেকের গোলেও অবদান রাখেন।

লিগে পরপর দুই ম্যাচে তিনটি করে গোল হজম করল ইয়ুর্গেন ক্লপের দল। গত রাউন্ডে ব্রেন্টফোর্ডের মাঠে ৩-১ গোলে হেরেছিল তারা।

এবার ব্রাইটনের মাঠে বিধ্বস্ত লিভারপুলএই নিয়ে স্রেফ দ্বিতীয়বার লিগ ম্যাচে ঘরের মাঠে লিভারপুলকে হারাল ব্রাইটন। প্রথমটি ছিল সেই ১৯৬১ সালে, দ্বিতীয় স্তরের ম্যাচে ৩-১ গোলে জিতেছিল তারা।

বল দখল, আক্রমণ, গোলে ও লক্ষ্যে শট- প্রতিটি ক্ষেত্রেই পুরো ম্যাচে লিভারপুলের চেয়ে অনেক এগিয়ে ছিল ব্রাইটন। স্বাগতিকদের ১৪ শটের ৮টি ছিল লক্ষ্যে, সফরকারীদের ৬ শটের কেবল ২টি লক্ষ্যে।

অষ্টম মিনিটে প্রথম সুযোগ পায় ব্রাইটন। মাক আলিস্তারের পাসে ডান দিক থেকে মার্চের নিচু শট আলিসনকে পরাস্ত করলেও গোললাইন থেকে ক্লিয়ার করেন ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড।

এরপর ব্রাইটনের ইভান ফার্গুসন ও মিতোমা দুটি সুযোগ পেলেও তাদের প্রচেষ্টা লক্ষ্যে ছিল না। বিরতির আগে মার্চকে ডি-বক্সে আলিসন ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিএআরের দেখা যায়, আগেই অফসাইডে ছিলেন মার্চ। পাল্টায় আগের সিদ্ধান্ত।

প্রথমার্ধে প্রতিপক্ষের গোলরক্ষকের কোনো পরীক্ষাই নিতে পারেনি লিভারপুল।

দ্বিতীয়ার্ধের প্রথম আট মিনিটের মধ্যে দুইবার লিভারপুলের জালে বল পাঠিয়ে ব্রাইটনকে চালকের আসনে বসিয়ে দেন মার্চ।

কাছ থেকে শটে প্রথম গোলটি করেন তিনি। দ্বিতীয়টি ছিল চমৎকার। ফার্গুসনের পাস ধরে বক্সে ঢুকে তার বাঁ পায়ের শটে বল দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।

প্রিমিয়ার লিগে প্রথম ১৫৬ ম্যাচে এই ইংলিশ মিডফিল্ডারের গোল ছিল ৪টি। সেখানে সবশেষ ৪ ম্যাচেই করলেন ৪টি। তার ৮ গোলই ম্যাচের দ্বিতীয়ার্ধে!

৫৫তম মিনিটে অ্যালেকজান্ডার-আর্নল্ডের ক্রসে গোলরক্ষক বরাবর হেড করেন অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন। ম্যাচে লক্ষ্যে লিভারপুলের প্রথম প্রচেষ্টা এটিই। ৭৮তম মিনিটে কোডি গাকপোর প্রচেষ্টা ঠেকিয়ে দেন ব্রাইটন গোলরক্ষক।

৮১তম মিনিটে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন ওয়েলবেক। সতীর্থের থ্রো-ইনে বল পেয়ে হেডে বাড়ান মার্চ। দারুণভাবে ফ্লিক করে জো গোমেজের মাথার ওপর দিয়ে বল পার করে শূন্যে থাকা অবস্থাতেই শটে আলিসনকে পরাস্ত করেন ইংলিশ ফরোয়ার্ড।

১৮ ম্যাচে ৯ জয় ও ৩ ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে এসেছে ব্রাইটন। সমান ম্যাচে ষষ্ঠ হারের স্বাদ পাওয়া লিভারপুল ২৮ পয়েন্ট নিয়ে আটে আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

সুযোগ পেয়েও ফিরিয়ে দিলেন নাহিদ রানা

সুযোগ পেয়েও ফিরিয়ে দিলেন নাহিদ রানা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের উদীয়মান পেস সেনসেশন নাহিদ রানা যখন ঘরোয়া ক্রিকেট ও ‘এ’ দলের ...

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ একাদশে ১৪ জন প্রায় চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড প্রায় চূড়ান্ত। একাধিক ...

ফুটবল

এশিয়া কাপের উত্তেজনার মাঝেই লিগস কাপ ২০২৫: কে এগিয়ে, সর্বশেষ পয়েন্ট তালিকা

এশিয়া কাপের উত্তেজনার মাঝেই লিগস কাপ ২০২৫: কে এগিয়ে, সর্বশেষ পয়েন্ট তালিকা

নিজস্ব প্রতিবেদক : লিগস কাপ ২০২৫-এর গ্রুপ পর্ব এখন জমজমাট। মেক্সিকোর Liga MX এবং যুক্তরাষ্ট্রের ...

ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন

ইন্টার মায়ামি বনাম নেকাক্সা: জেনেনিন ম্যাচের সময়,লাইভ দেখার উপায়, ও ম্যাচ প্রেডিকশন

নিজস্ব প্রতিবেদক : লিগস কাপ ২০২৫-এর গ্রুপ পর্বে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। শনিবার রাতে মুখোমুখি ...

Scroll to top

রে
Close button