| ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৮-০ গোলে জিতলেই নকআউট নিশ্চিত

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২২ ডিসেম্বর ০১ ১০:৩৬:৩৮
৮-০ গোলে জিতলেই নকআউট নিশ্চিত

কথাটা জার্মান শিবির থেকে আসেনি। বলেছেন এক জার্মান সাংবাদিক। গত মঙ্গলবার টমাস মুলারকে ‘সহজ’ কাজটা বুঝিয়ে বলার পর তা যে মোটেই সহজ নয়, মুলার আবার তা বুঝিয়ে বলতে গেছেন। ‌‘৮-০ গোলে জেতা সম্ভব, তবে বিশ্বকাপে তা বাস্তবসম্মত নয়’—সাংবাদিকের একটা ‘কোট’ পাওয়ার দরকার ছিল। তিনি তা পেয়ে গেছেন। ৮-০ নিয়ে আর কোনো প্রশ্ন করেননি।

কাল জার্মান কোচের সংবাদ সম্মেলনেও ৮-০ প্রসঙ্গটা উঠল। বিশ্বকাপে প্রতিটি ম্যাচের আগে বাধ্যতামূলক এই সংবাদ সম্মেলনে কোচকে তো আসতেই হয়, সঙ্গে অন্তত একজন খেলোয়াড়। স্পেনের বিপক্ষে ম্যাচের আগে কোনো খেলোয়াড়কে ছাড়া একা এসেছিলেন কোচ হান্সি ফ্লিক। সে জন্য ফিফা জরিমানা করেছে জার্মানি দলকে। সেটিকে পাত্তা না দিয়ে এদিনও ফ্লিক একা আসেন কি না, এ নিয়ে একটা কৌতূহল ছিল। ফ্লিক এলেন লুকাস ক্লস্টারমানকে সঙ্গে নিয়ে। সম্ভব হলে হয়তো আরও সঙ্গীসাথি নিয়ে আসতেন। এতটাই ক্লিষ্ট দেখাল জার্মান কোচকে।

ফুটবল কোচরা দুই প্রকার—কারও চাকরি গেছে, কারও যাবে। হান্সি ফ্লিকেরও তা অজানা থাকার কারণ নেই। তারপরও সরাসরি চাকরি নিয়ে প্রশ্ন শুনতে কার ভালো লাগে! তা-ও আবার বিশ্বকাপের মতো আসরে এসে। প্রশ্নটা কিন্তু সরাসরিই হলো, ‘মিস্টার ফ্লিক, কোস্টারিকার বিপক্ষে এই ম্যাচই কি জার্মানি দলের কোচ হিসেবে আপনার শেষ ম্যাচ?’

অনেক কোচ এসব প্রশ্নের কড়া পাল্টা জবাব দেন। ফ্লিকের সেই অবস্থা নয়। মিনমিন করে শুধু বললেন, ‌‘কেন, আমার চুক্তি তো ২০২৪ পর্যন্ত। তখন আমাদের দেশে ইউরো হবে। আমি যেটির জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।‌’ ফ্লিক অপেক্ষা করতেই পারেন। তবে টানা দ্বিতীয় বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে জার্মানি বিদায় নিয়ে নিলে নিশ্চিত ভূমিকম্প হবে জার্মান ফুটবলে। হান্সি ফ্লিক ধ্বংসস্তূপে চাপা না পড়লে সেটাই অবাক ব্যাপার হবে।

২০১৮ বিশ্বকাপে ফ্লিক ছিলেন ইওয়াখিম লুভের সহকারী। সেই বিশ্বকাপের সঙ্গে মিলটা তাঁর টের না পাওয়ার কথা নয়। সেবার প্রথম ম্যাচেই মেক্সিকোর কাছে হারার পর সুইডেনের বিপক্ষে জিতে অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল জার্মানি। শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়া, জার্মানি তো জিতবেই। ওই ম্যাচে কারা জিতেছিল, তা সবাই জানে। এখানে জাপানের কাছে হারার পর স্পেনের বিপক্ষে ড্র জার্মানিকে একটা লাইফলাইন দিয়েছে। লাইফলাইনটা আসলে কোস্টারিকার উপহার। তারা জাপানকে হারিয়ে দিয়েছে বলেই না...।

জার্মানির এই দলের সবচেয়ে চেনা মুখ টমাস মুলার। চতুর্থ বিশ্বকাপ খেলছেন। বিশ্বকাপে গোল মেসি-রোনালদোর চেয়েও বেশি। গত বিশ্বকাপের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলছেন, ‌‘গতবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচেও তো আমরাই ফেবারিট ছিলাম। জিতেছি? এবারও কোস্টারিকাকে সহজ ভাবার কোনো কারণ নেই।‌’

তারপরও ৮-০ নিয়ে বেশ চর্চা হচ্ছে। এতটাই যে বিশ্বকাপে এত বড় ব্যবধানে কয়টা জয় আছে, সেই রেকর্ড ঘাঁটাঘাঁটি করতে দেখলাম অনেক সাংবাদিককে। ৮-০ আছে তিনটি, যার একটি আবার জার্মানির কীর্তি। ২০০২ বিশ্বকাপের যে ম্যাচে হ্যাটট্রিক করে মিরোস্লাভ ক্লোসার রেকর্ড–যাত্রার শুরু।

স্পেন-জাপান ম্যাচে স্পেন জিতলে হিসাবটা খুব সহজ হয়ে যায়। জার্মানিকে জিতলেই চলবে। কিন্তু জাপান এই বিশ্বকাপে আবারও একটা অঘটন ঘটিয়ে ফেললেই সমস্যা। ৮-০ প্রাসঙ্গিক তখনই। যেটির মূলে এই বিশ্বকাপের সবচেয়ে একতরফা ম্যাচে কোস্টারিকার বিপক্ষে স্পেনের ৭-০ গোলে জয়। হান্সি ফ্লিক যদিও ওই ৭-০ না দেখে দেখছেন সেখান থেকে কোস্টারিকার ফিরে আসার মানসিক শক্তিকে, ‘৭ গোলে হারার ধাক্কা সামলে জাপানকে হারানোটা সোজা কথা নয়। কোস্টারিকাকে সম্মান করা উচিত। ৮-০ জয়ের কথা বললে ওদের অসম্মান করা হয়।’

তা তো করা হয়ই। হচ্ছেও। জার্মানিকে নিয়ে তুমুল আলোচনায় কোস্টারিকারও যে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আছে, তা যেমন চাপাই পড়ে যাচ্ছে। স্পেনের সঙ্গে ম্যাচটায় কোনো ভূত আসর করে থাকবে, নয়তো কোস্টারিকা দলটা এত খারাপ তো নয়। বড় কোনো তারকা নেই সত্য, কিন্তু দল হিসেবে খেলে মধ্য আমেরিকান দেশটি কী করতে পারে, তার প্রমাণ তো ২০১৪ বিশ্বকাপই। গ্রুপ পর্বে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ও উরুগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে যাওয়া সেই বিশ্বকাপের সবচেয়ে রোমান্টিক গল্প হয়ে আছে।

কোস্টারিকা দলে বড় তারকা নেই, কথাটা অবশ্য ঠিক নয়। কেইলর নাভাস তো আছেন। তারকা বলতে যা বোঝায়, তা অবশ্য ওই একজনই। সংবাদ সম্মেলনে ফ্লিকের সঙ্গী লুকাস ক্লস্টারমানকে কোস্টারিকার এক সাংবাদিক মজার একটা প্রশ্ন করলেন। লাইপজিগের এই ডিফেন্ডারকে কোস্টারিকায় সবাই চেনে। কারণ, লাইপজিগের হয়ে ক্লস্টারমান যে বুন্দেসলিগায় খেলেন, কোস্টারিকায় তা খুব জনপ্রিয়। তা ক্লস্টারমান কোস্টারিকা দলে কেইলর নাভাস ছাড়া আর কাকে চেনেন? কোস্টারিকা দল সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলে ক্লস্টারমানকে স্বীকার করতে হলো, নাভাসকে ছাড়া আসলে তিনি কাউকেই চেনেন না।

কাগজে-কলমে লড়াইটা এমনই অসম। কিন্তু জার্মানি-জাপানও কি তা-ই ছিল না! আল বায়ত স্টেডিয়ামে আজ তাই প্রবল উৎকণ্ঠা নিয়েই নামবে জার্মানি। যে ম্যাচ নতুন এক ইতিহাসকে বরণ করে নেওয়ার অপেক্ষায়। বিশ্বকাপ ফুটবলে এই প্রথম বাঁশি বাজাবেন একজন নারী রেফারি। ফ্রান্সের স্তেফানি ফ্রাপারের সঙ্গী দুজনও নারী। একজন ব্রাজিলের, আরেকজন মেক্সিকোর।

এমন একটা যুগান্তকারী ঘটনা কাতারেই ঘটছে। চাইলে এর অন্য তাৎপর্য খুঁজে নিতেই পারেন। জার্মানির ম্যাচ বলে আরও বেশি। প্রথম ম্যাচে গ্রুপ ছবি তোলার সময় মুখে হাত দিয়ে জার্মান খেলোয়াড়দের প্রতীকী ওই প্রতিবাদের কথা মনে নেই!

ক্রিকেট

শ্রীলঙ্কার কাছে হেরে আইসিসি থেকে দুঃসংবাদ পেল টাইগাররা

শ্রীলঙ্কার কাছে হেরে আইসিসি থেকে দুঃসংবাদ পেল টাইগাররা

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানে ...

টেস্টে মাত্র ২৬ রানে অল-আউট নিউজিল্যান্ড

টেস্টে মাত্র ২৬ রানে অল-আউট নিউজিল্যান্ড

টেস্ট ক্রিকেট এমন একটি খেলা যাতে ১ হাজার রানেও অল আউট হয় আবার ৫০ রানেও ...

ফুটবল

অবশেষে নিজের অবসরের সময় জানিয়ে দিলেন মেসি

অবশেষে নিজের অবসরের সময় জানিয়ে দিলেন মেসি

লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার। তার বয়স এখন প্রায় ৩৭ বছর। অনেকেই তার অবসরের কথা ...

র‍্যাকিংয়ে ৫৪ নম্বর দলকে হারিয়ে যা বললেন আর্জেন্টিনার কোচ

র‍্যাকিংয়ে ৫৪ নম্বর দলকে হারিয়ে যা বললেন আর্জেন্টিনার কোচ

দুই জয়ের মাধ্যমে কোপা আমেরিকার জন্য ড্রেস রিহার্সেল শেষ করল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোপা আমেরিকায় ...



রে