| ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আজ হারিস কি পারবে ৯২’র ইনজামাম হতে

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ নভেম্বর ০৯ ১০:২৫:১২
আজ হারিস কি পারবে ৯২’র ইনজামাম হতে

ইনজামাম পাকিস্তান ক্রিকেটের সবসময়ের অন্যতম সেরা তারকা। বিশ্ব ক্রিকেটের অন্যতম নামী ও সফল ব্যাটার। ক্রিকেটের সবচেয়ে কুলীন ফরম্যাট টেস্টে ১১৯ ম্যাচে ৮৮২৯ রান করে ইনজামাম পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এই ফরম্যাটে তার অবস্থান ইউনুস খান (১১৮ টেস্টে ১০০৯৯) আর জাভেদ মিয়াঁদাদের (১১৯ টেস্টে ৮৮৩২) পরই।

ওয়ানডেতে তো আরও সমৃদ্ধ ক্যারিয়ার। ৩৭৫ ম্যাচে ১১৭০১ রান করে ইনজামাম এই ফরম্যাটে পাকিস্তানের টপ স্কোরার। সেখানে মোহাম্মদ হারিস এখনো টেস্ট অভিষেকই হয়নি। সবে ৪টি ওয়ানডে খেলেছেন। আর একটি মাত্র ম্যাচ (২২ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে করাচিতে ১৩ বলে ৭) খেলার অভিজ্ঞতা নিয়ে অস্ট্রেলিয়ায় এসেছেন প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। এক কথায় অনভিজ্ঞ। এমন এক আনকোরা তরুণের সঙ্গে ইনজামামের মত কিংবদন্তির তুলনা করা কেন?

এটা বাড়াবাড়ি মনে হতেই পারে। কিন্তু আগামীকাল ৯ নভেম্বর নিউজিল্যান্ড-পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের আগে ইনজামাম উল হকের প্রসঙ্গ ঠিক চলে আসছে।

কারণ এক ও অভিন্ন। ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই সেমিফাইনালে পাকিস্তানকে টেনে তুলেছিলেন ইনজামাম উল হক। ৫০ ওভারের বিশ্বকাপের সেমির যুদ্ধে ২০ বছরের যুবার উত্তাল উইলোবাজির (৩৭ বলে ৬০ রান) মুখে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল ড্যানি মরিসন, উইলি ওয়াটসন, গেভিন লারসেন, ক্রিস হ্যারিস আর দীপক প্যাটেলের সাজানো কিউই বোলিং।

আমির সোহেল, রমিজ রাজা, সেলিম মালিক, ইমরান খান, জাভেদ মিঁয়াদাদ, ওয়াসিম আকরাম, আকিব জাভেদ ও মঈন খানের মত নামী তারকাদের পেছনে ফেলে পাকিস্তানের জয়ের রূপকার ও নায়ক বনে গিয়েছিলেন মুলতানের ইনজি।

৩০ বছর পর এবার ভিন্ন ফরম্যাটে আবারও সেমিফাইনালে নিউজিল্যান্ডের সামনে পাকিস্তান। এবার সেমির যুদ্ধে পাকিস্তানিদের তরুপের তাস হতে পারেন ২১ বছরের মোহাম্মদ হারিস।

এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা (১১ বলে ৩ ছক্কা ২ বাউন্ডারিতে ২৮) আর বাংলাদেশের বিপক্ষে (১৮ বলে ১ ছক্কা আর ৩ বাউন্ডারিতে ৩১) মাত্র দুটি ম্যাচ খেলেছেন পেশোয়ারের এ তরুণ। তাতেই রেখেছেন প্রতিশ্রুতির ছাপ। প্রমাণ হয়েছে এ তরুণের বুক ভরা সাহস। ডরভয় কম। হাত খুলে মারতে পারেন। উইকেটের সামনে ও দুদিকে আক্রমণাত্মক ‘বিগ শটস’ খেলার পর্যাপ্ত সামর্থ্যও আছে।

দুই ম্যাচে এরই মধ্যে চারটি ছক্কা বেরিয়ে এসেছে হারিসের ব্যাট থেকে। এমনকি ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচে ইনিংস বড় করতে না পারা হারিস ৮ বলে ৭ রান করার পথেও এক ছক্কা হাঁকিয়েছিলেন। আর তাই ভাবা হচ্ছে, যে কোনো বোলিংয়ের বিপক্ষে বড় শট খেলার সামর্থ্য ও সাহস আছে এ ছোটখাটো গড়নের ব্যাটারের।

অনেক বড় বিশেষজ্ঞও বুধবারের ম্যাচে হারিসকে পাকিস্তান ব্যাটিংয়ের অন্যতম সম্ভাবনা বলে ভাবছেন। এ তরুণ আগের দুই ম্যাচেই হাত খুলে খেলতে খেলতে তিরিশের আশপাশে আউট হয়েছেন। বুধবার তার ব্যাট থেকে একটি উত্তাল ও বড় ইনিংস বেরিয়ে আসলে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, লুকি ফার্গুসন, ইশ সোধি ও মিচেল স্যান্টনারের সাজানো কিউই বোলিং হয়ে যেতে পারে এলোমেলো।

হারিস কি সেটা পারবেন? দেখতে হালকা পাতলা আর ছোট গড়নের মনে হলেও ‘ইয়া’ বড় বড় ছক্কা হাঁকাতে পারেন এ পেশোয়ারের তরুণ। কিন্তু বড় ইনিংস খেলার সামর্থ্য কি আছে? সে প্রশ্নও কিন্তু উঠছে।

কারণ ইতিহাস জানাচ্ছে, ১৯৯২‘র বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনাল জয়ের নায়ক হওয়ার আগেই ইনজামাম উল ওয়ানডেতে নিজেকে মেলে ধরেছিলেন। বিশ্বকা খেলতে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড যাওয়ার আগে পাকিস্তানের মাটিতে ৭ ওয়ানডেতে হয়ে শ্রীলঙ্কার সঙ্গে পরপর দুটি সেঞ্চুরি এবং দুটি ৬০ ও ৪৮ রানের ইনিংস উপহার দিয়েছিলেন।

হারিসের ওসব কিছুই নেই। ৪ ওয়ানডেতে ৩ ইনিংস ব্যাট করে করেছেন মোটে ১০। টি-টোয়েন্টিতে ৩ ম্যাচে সর্বোচ্চ ইনিংসটি ৩১ রানের। তবে টি-টোয়েন্টিতে যা সবচেয়ে বেশি দরকার, সেটি কিন্তু ঠিকই আছে হারিসের। এখন পর্যন্ত তিনি রান করেছেন ১৭৮.৩৭ স্ট্রাইকরেটে। ইনিংসটা বড় করতে পারলে এই স্ট্রাইকরেটে যে কোনো প্রতিপক্ষকেই দুমড়ে মুচড়ে দিতে পারেন ২১ বছরের তরুণ।

ক্রিকেট

টিভিতে আজকের খেলার সূচি ও কোন খেলা দেখবেন কোন চ্যানেলে

টিভিতে আজকের খেলার সূচি ও কোন খেলা দেখবেন কোন চ্যানেলে

নিজস্ব প্রতিবেদক: খেলাধুলার আসর মানেই সবার মধ্যে আলাদা এক উত্তেজনা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ...

এশিয়া কাপ : ভারত পাকিস্থান ম্যাচ নিয়ে এইমাত্র পাওয়া গেলো নতুন খবর

এশিয়া কাপ : ভারত পাকিস্থান ম্যাচ নিয়ে এইমাত্র পাওয়া গেলো নতুন খবর

নিজস্ব প্রতিবেদক: ভারত-পাকিস্তান ক্রীড়ার ভবিষ্যৎ নিয়ে অবশেষে আনুষ্ঠানিক অবস্থান জানালো ভারত সরকার। যুব ও ক্রীড়া ...

ফুটবল

ভারত বনাম বাংলাদেশ লাইভ: শেষ হলো প্রথমার্ধের খেলা,জেনেনিন সর্বশেষ ফলাফল

ভারত বনাম বাংলাদেশ লাইভ: শেষ হলো প্রথমার্ধের খেলা,জেনেনিন সর্বশেষ ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ ...

পিএসজি বনাম অ্যাঞ্জার্স: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য লাইনআপ ও ম্যাচ প্রেডিকশন

পিএসজি বনাম অ্যাঞ্জার্স: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য লাইনআপ ও ম্যাচ প্রেডিকশন

নিজস্ব প্রতিবেদক: ফ্রেঞ্চ লিগ ওয়ানের আসরে জমজমাট এক লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেই ...

Scroll to top

রে
Close button