| ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

ভারত নয়, বাংলাদেশের জয়ের পথে বাঁধা হয়েছিল যে বিষয়

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ নভেম্বর ০২ ১৯:২৯:৪৫
ভারত নয়, বাংলাদেশের জয়ের পথে বাঁধা হয়েছিল যে বিষয়

ডিএল মেথডে বাংলাদেশের লক্ষ্য যেমন হতে পারে

অ্যাডিলেডের বৃষ্টি আপাতত কিছুটা কমেছে। তবে এখনও খেলা শুরু হওয়ার মতো অবস্থা নেই। বাংলাদেশ সময় বিকাল ৪ টা ৫৮ মিনিটের পর খেলা শুরু হলে প্রত্যেক ৪ মিনিটের জন্য ১ ওভার করে কমবে। সেক্ষেত্রে খেলা যদি ১০ ওভারে হয় তাহলে বাংলাদেশ লক্ষ্য হবে ৮৯ রানের। ১২ ওভার হলে ১১২ রানের, ১৫ ওভার হলে ১৪২ রানের, ১৭ ওভার হলে ১৬০ রানের এবং ১৯ ওভার হলে টাইগারদের জন্য লক্ষ্য দাঁড়াবে ১৭৭ রানের।

লিটনের ঝড়ের পর অ্যাডিলেডে বৃষ্টি

সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাই প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। তবে অধিনায়কের এই সিদ্ধান্তের প্রতিদান বোলাররা তেমন দিতে পারেননি। বিরাট কোহলি ও লোকেশ রাহুলের হাফ সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৫ রান তুলতে সক্ষম হত রোহিত শর্মার দল। জবাবে পাওয়ার প্লে'তে দারুন করেছে বাংলাদেশ। লিটন দাসের ২১ বলে হাফ সেঞ্চুরিতে ৬ ওভারে ৬১ রান স্কোরবোর্ডে তুলেছে বাংলাদেশ। এর এক ওভার পরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। ৭ ওভারে দলীয় সংগ্রহ বিনা উইকেটে ৬৪। বৃষ্টি আইনে ১৭ রানে এখনও এগিয়ে সাকিবরা।

রাহুল-কোহলির হাফ সেঞ্চুরিতে ভারতের বড় সংগ্রহ

টস হেরে বোলিংয়ে নেমে বাংলাদেশেকে দারুণ শুরু এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ। কোন উইকেট না পেলেও তাকে খেলতে বেগ পেতে হচ্ছিলো রোহিত শর্মা এবং লোকেশ রাহুলকে। দারুণ বোলিং করা তাসকিনের পাতা ফাঁদে পা দিয়েছিলেন রোহিত। তবে সুযোগ লুফে নিতে পারেনি বাংলাদেশ। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দাঁড়িয়ে সহজ ক্যাচ ছাড়েন হাসান মাহমুদ। মাত্র ১ রানে জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি ভারতের অধিনায়ক।

পরের ওভারে বোলিংয়ে এসে রোহিতকে আউট করেন হাসান। ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের বল আপার কাট করতে চেয়েছিলেন রোহিত। তবে ব্যাকওয়ার্ড পয়েন্ট দাঁড়িয়ে দারুণ এক ক্যাচ লুফে নেন ইয়াসির আলি রাব্বি। তাতে ভারতের অধিনায়ক ফেরেন মাত্র ২ রানে।

রোহিত বিদায় নিলেও বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন রাহুল। দেখে শুনে পাওয়ার প্লে সামাল দিয়ে ৬ ওভারে দুজন মিলে স্কোরবোর্ডে তোলেন ৩৭। এরপর নিজের চতুর্থ ওভার ও ইনিংসের সপ্তম ওভারে ৭ দিয়ে ৪ ওভারে তাসকিন স্পেল শেষ করেন ১৫ রান দিয়ে। যার মধ্যে ডট বলই ছিল ১৬টি।

অষ্টম ওভারে এক বাউন্ডারি সহ ১০ রান স্কোরবোর্ডে যোগ করলেও নবম ওভারে শরিফল ইসলামের বিপক্ষে ২৪ রান নেয় এই জুটি। ৩১ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে দলকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যান রাহুল। তবে দশম ওভারে সাকিবকেই উইকেট ছুঁড়ে দেন এই ওপেনার। ৩২ বলে ৫০ রানে ফেরেন তিনি। মুস্তাফিজুর রহমানের হাতে তিনি ক্যাচ দিয়ে ফিরলে ক্রিজে এসেছেন সুর্যকুমার যাদব। ৩৬ বলে তাদের জুটি ছিল ৬৭ রানের।

রাহুলকে ফেরানোর পর অবশ্য ভারতকে চেপে ধরতে পারেনি বাংলাদেশ। ক্রিজে নেমে কোহলির সঙ্গে দ্রুতগতিতে স্কোরবোর্ডে রান তুলতে থাকেন সুর্য। তাদের ব্যাটে ১২ ওভারেই দলীয় ১০০ পার করে ভারত। তবে নিজের শেষ ওভারে আরও একটি উইকেট তুলে নেন সাকিব। ১৬ বলে ৩০ রান করা সুর্যকে বোল্ড করেন বাংলাদেশের অধিনায়ক।

খানিক পর হার্দিক পান্ডিয়াকেও ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরান হাসান। ৫ রানে তিনি ফিরলেও দীনেশ কার্তিককে সঙ্গে নিয়ে হাফ সেঞ্চুরি পুরণের সঙ্গে দলকে দেড়শোর ওপর নিয়ে যান কোহলি। ৭ রানে কার্তিক রান আউটে ফিরলে খানিক পর অক্ষরকেও বিদায় করেন হাসান।

সতীর্থরা বেশীক্ষণ ক্রিজে না থাকতে পারলেও রবিচন্দ্র অশ্বিনকে সঙ্গে নিয়ে দলকে ১৬০'র ঘরে নিয়ে যান কোহলি। ১৩ থেকে ১৮ ওভারে ৩ উইকেট হারালেও দল যোগ করে ৪০ রান। ১৯তম ওভারের শেষ বলে ছক্কা ও চার হাঁকিয়ে দলকে ১৭০'র ঘরে নেন কোহলি। শেষ ওভারের প্রথম ৪ বলে ১১ রান নিয়ে নিয়ে কোহলিকে স্ট্রাইক দেন অশ্বিন। পঞ্চম বলে ২ ও শেষ বলে সিঙ্গেল দিয়ে ১৮৪ রানে ইনিংস শেষ করে ভারত। ৪৪ বলে ৬৪ রানের অপরাজিত থাকেন কোহলি।

ভারত - ১৮৪/৬ (২০ ওভার) (কোহলি ৬৪*, রাহুল ৫০) (হাসান ৩/৪৭)

বাংলাদেশ- ১৪৫/৬ (১৬ ওভার) (লিটন ৬০*, সোহান ২৫*)

ক্রিকেট

টিভিতে আজকের খেলা (২২ আগস্ট ২০২৫)

টিভিতে আজকের খেলা (২২ আগস্ট ২০২৫)

নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) টিভি পর্দায় রয়েছে ব্যস্ততম খেলার দিন। ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ...

এই হলোটাইগারক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়

এই হলোটাইগারক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে গঠিত দল নিয়ে এবারো বড় প্রত্যাশা ছিল। ...

ফুটবল

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

আজ শুরু হচ্ছে রিয়ালের লা লিগা মিশন

নিজস্ব প্রতিবেদক: আজ রাত ১টায় সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হচ্ছে রিয়াল মাদ্রিদের নতুন লা লিগা মরশুম। ...

শেষ হলো বাংলাদেশ বনাম ভুটানের সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ, শেষ জানুন ফলাফল

শেষ হলো বাংলাদেশ বনাম ভুটানের সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচ, শেষ জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচেই ৩-১ ...

Scroll to top

রে
Close button