টি-২০ তে পাওয়ার প্লে এবং পাওয়ার হিটিং নিয়ে সোহান অভিনব কৌশল

টি-২০ ইনিংসের শুরুতে পাওয়ার প্লের ৬ ওভারে ফিল্ডিংয়ের বিধিবদ্ধতা কাজে লাগানোর মত দক্ষতা থাকতে হয়। যার ওপর নির্ভর করে প্রতিপক্ষ ফিল্ডারদের মাথার ওপর দিয়ে হাত খুলে ব্যাট চালিয়ে রানের গতি বাড়ানোর দারুন সুযোগ থাকে। এই সুযোগটা কাজে লাগাতে প্রাণপন চেষ্টা থাকে সব দলের।
এমনিতে ওভার পিছু রান তোলার গতি যেমনই থাকুক না কেন, টি-টোয়েন্টি ফরম্যাটে বেশিরভাগ দলের লক্ষ্য থাকে পাওয়ার প্লে‘র ৬ ওভারে অন্তত ৮ রান করে তুলে রানকে পঞ্চাশের আশপাশে নিয়ে যাওয়া। তাহলে পরের ১৪ ওভারে সাড়ে ৬ আর ৭ রান করে তুললেও ২০ ওভার শেষে দেড়শো পেরিয়ে চ্যালেঞ্জিং স্কোর দাঁড়িয়ে যায়। এ কারণে পাওয়ার প্লে কাজে লাগানোটা এখন প্রতিটি দলের গেম প্ল্যানেই থাকে।
পাশাপাশি বিগ ও পাওয়ার হিটিং নেয়াটাও টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং সাফল্যের পূর্বশর্ত বলে ধরা হয়। ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান এবং ইংল্যান্ড এই পাওয়ার প্লে‘তে বেশ সিদ্ধহস্ত।
কিন্তু সে তুলনায় পাওয়ার প্লে‘র মত পাওয়ার হিটিংয়েও রাজ্যের দুর্বলতা বাংলাদেশের ব্যাটারদের। এই দুই জায়গার ঘাটতিটাই দিনকে দিন টি-টোয়েন্টি ফরম্যাটে পিছিয়ে দিচ্ছে টাইগারদের।
শুরুতে পাওয়ার প্লে কাজে লাগিয়ে ৬ ওভারে ৪৮ থেকে ৫০ রান তোলা বহুদুর, ওই সময়ের মধ্যে বেশিরভাগ ম্যাচে ৩০-৩৫ রানে ৩ থেকে ৪ উইকেট খুইয়ে উল্টো খাদের কিনারায় পড়ে যায় বাংলাদেশ। যে কারণে শেষ দিকে যে কেউ ১৫০ প্লাস থেকে ২০০ স্ট্রাইকরেটে ঝড়ো ব্যাটিং করে স্কোরবোর্ডটাকে একটু মোটা তাজা করবেন, সে কাজটাও হয় না। তাই ঘুরেফিরে বাংলাদেশের স্কোর থাকে জীর্ন-শীর্ণ।
জিম্বাবুয়ে সফরে সে দুই ঘাটতি পোষাতে কী ভাবছেন নতুন অধিনায়ক নুরুল হাসান সোহান? পাওয়ার প্লে আর পাওয়ার হিটিং নিয়ে ভারপ্রাপ্ত অধিনায়কের ভাবনা কী?
আজ রোববার মধ্যাহ্নে অফিসিয়াল প্রেস মিটেও উঠলো প্র্শ্ন। জবাব দিতে গিয়ে সোহান অকপটে স্বীকার করেছেন , টি-টোয়েন্টিতে অবশ্যই পাওয়ার প্লে‘র অনেক বড় গুরুত্ব থাকে। আমরা এই জায়গায় উন্নতির অনেক চেষ্টা করছি। আশা করছি, আমরা ভালো করতে পারব। ’
এর বাইরে আরও যোগ করে সোহান বলেন , একটা প্রক্রিয়ার ভেতরে অবশ্যই থাকবে। ওয়েস্ট ইন্ডিজ থেকে আমরা মাত্রই এসেছি, সবার সঙ্গে সামনের সিরিজ নিয়ে কথা হয়নি। জিম্বাবুয়ে গেলে নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা হবে। ’
পাওয়ার হিটিং নিয়ে সরাসরি কোন মন্তব্যে না গিয়ে সোহান ভীতিহীন ক্রিকেট খেলা কথা বলেন। তার অনুভব, টি টোয়েন্টি ফরম্যাটে ভয় ডরহীন ক্রিকেট খেলাটা খুব জরুরি।
তাই মুখে এমন সংলাপ, ‘আমার কাছে মনে হয়, ভীতিহীন ক্রিকেট খেলাটা খুব গু রুত্বপূর্ন। অবশ্যই চেষ্টা থাকবে, সেটা যেন করতে পারি। ফল নিয়ে আগে থেকে চিন্তা অনেক সময় প্রক্রিয়া ঠিক থাকে না। প্রক্রিয়টিও খুব গুরুত্বপূর্ণে। ফল নিয়ে খুব বেশি কিছু চিন্তা করছি না। ভীতিহীন ক্রিকেট খেললে ইতিবাচক কিছু হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
- বিসিবির বড় চমক, এশিয়া কাপে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা
- ‘ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি’—ড. ইউনূস ঘোষণা
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের সম্ভাব্য ১৫ সদস্যের দলে রয়েছে চমক
- শেষ সময় ২৩ আগস্ট, বন্ধ হয়ে যাবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন
- গোলাম মাওলা রনির মুখোশ খুললেন ফারজানা
- ট্রাইব্যুনালে এসে যা বললেন সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি
- সুখবর! ভিসা ছাড়াই এবার যে দুই দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
- প্রবাসীদের জন্য দারুন সুখবর : টিকিটে অর্ধেক ছাড় ঘোষণা করলো সৌদি এয়ারলাইন্স
- পিনাকী দাদা প্রমাণ করলেন ‘কাটা দিয়ে কাটা তুলতে হয়’: রাশেদ খান
- এই হলো টাইগার ক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়
- মাদ্রাসাপ্রধানদের জন্য কঠোর নির্দেশনা: একটু ভুলেই হতে পারে এমপিও বাতিল
- আজকের সকল দেশের টাকার রেট (২২ আগস্ট ২০২৫)
- বেড়েছে সিঙ্গাপুর ডলারের রেট, আজ ২২/৮/২০২৫ তারিখ
- টিভিতে আজকের খেলা (২২ আগস্ট ২০২৫)
- বাংলাদেশী প্রবাসীদের সতর্কবার্তা দিলো দূতাবাস