দুর্দান্ত গোল করে মৌসুম শুরুর আগেই নতুন এক বার্তা দিলেন মেসি

কিন্তু সেই অভিযোগ সম্ভবত আর করার সুযোগ পাবে না সমালোচনাকারীরা। মৌসুম শুরুর আগেই গোল দিয়ে নিজের চেনা ছন্দে ফেরার বার্তা বাকি বিশ্বকে দিয়ে রাখলেন পিএসজির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
নতুন মৌসুম শুরুর আগে লিওনেল মেসি জানিয়েছিলেন, এই বছরে তিনি পিএসজি সমর্থকদের সব ইচ্ছা পূরণ করে দেবেন। সে ভাবেই তৈরি করেছেন নিজেকে। সে কথা রাখতেই যেন প্রাক মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচে গোল করলেন মেসি।
আজ বিকেলে টোকিওর নিউ জাপান ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্থানীয় ক্লাব কাওয়াসাকি ফ্রন্টালের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে মেসিদের ক্লাব পিএসজি। ক্লাবের হয়ে প্রথম গোলটি করেন মেসিই। দ্বিতীয় গোলটি করেন আর্নাউড কালিমুয়েন্দু। জাপানি ক্লাবটির হয়ে একমাত্র গোলটি করে ব্যবধান কমান কাজুইয়া ইয়ামামুরা।
গত মৌসুমে লিগ ওয়ানে মাত্র ৬টি গোল করেন মেসি। সব মিলিয়ে পিএসজির জার্সিতে করেছিলেন কেবল ১১টি গোল। পূর্ণাঙ্গ ক্যারিয়ার শুরুর পর এত কম গোল আর কোনো মৌসুমেই করেননি মেসি। তবে, এবার কাওয়াসাকি ফ্রন্টালের বিপক্ষে গোল করে সেই খরা কাটানোর ইঙ্গিতটা স্পষ্ট করেই দিয়ে রাখলেন তিনি।
নেইমার এবং এমবাপের সঙ্গেই মাঠে নামেন মেসি। তবে, ৪৫ মিনিটের সময় নেইমার ও এমবাপেকে মাঠ থেকে তুলে নেন কোচ। মেসিকে তুলে নেন ৬২ মিনিটের সময়।
প্রাক মৌসুম প্রস্তুতির জন্য জাপান সফরে এসেছে মেসি-নেইমারদের ক্লাব পিএসজি। দলের তিন তারকা মেসি, কিলিয়ান এমবাপে এবং নেইমারকে নিয়েই সবচেয়ে বেশি আগ্রহ জাপানের ফুটবলপ্রেমীদের।
সেখানে সংবাদ সম্মেলনে মেসি বলেছেন, ‘নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লেগে যায়। তাই পিএসজির জার্সিতে প্রথম মৌসুম তেমন উল্লেখযোগ্য ছিল না আমার কাছে; কিন্তু এখন প্যারিসের আবহাওয়ার সঙ্গে অনেকটাই পরিচিত হয়ে গেছি। সঙ্গে নেইমার এবং এমবাপের মতো দুই দুর্দান্ত তারকা রয়েছে। ফলে আমি নিজেকে পুরনো ছন্দে ফিরিয়ে আনতে পারব বলেই বিশ্বাস করি।’
সঙ্গে যোগ করেন, ‘আমি খুব ভাল করেই জানি, জাপানের মানুষ ফুটবল নিয়ে কতটা আবেগপ্রবণ। ফলে তারা যেমন দু’হাত উজাড় করে ভালবাসা দিতে পারেন, তেমনই খারাপ খেললে তার জবাব দিতেও সময় নষ্ট করেন না। আমরা সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে জাপান সফর শেষ করতে চাই।’
নিজের ফুটবল দর্শন নিয়ে প্রশ্ন উড়ে আসে মেসির দিকে। জবাবে আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘আমি এই খেলাটাকে ছোটবেলা থেকে ভালবেসে এসেছি। ফুটবল ছাড়া এখনো কিছু ভাবতেই পারি না। তাকে আঁকড়ে ধরেই সকলকে আনন্দ দিতে চাই।’
সঙ্গে যোগ করেন, ‘নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, ফুটবলকে প্রত্যেক মুহূর্তে উপভোগ করতে হবে। জীবনে সেরা হতে গেলে কঠোরতম অনুশীলনে ডুবিয়ে দিতে হবে নিজেকে। মাঠে নেনে বাড়তি দায়িত্ব নিতে হবে। তারই সঙ্গে দলের প্রতি দায়বদ্ধ এবং সতীর্থদের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আমি সে শিক্ষা নিয়েই নিজেকে এই উচ্চতায় নিয়ে এসেছি। তবে আমার কাজ এখনও শেষ হয়নি।’
- বাংলাদেশ ক্রিকেটে শোকের ছায়া ; মারা গেলেন সাবেক টাইগার ক্রিকেটার
- সবাইকে চমক দিয়ে আজকের ম্যাচ সেরা হলেন যে ক্রিকেটার
- ৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ, আয়োজক দেশের নাম ঘোষণা
- তাপস-সালমানকে দিয়ে শেখ হাসিনার গোপন পরিকল্পনা ফাঁস, আলজাজিরার প্রতিবেদন ঘিরে চাঞ্চল্য
- বিমান দুর্ঘটনা: এখনো খোঁজ না পাওয়া শিক্ষার্থী ও অভিভাবকের সংখ্যা জানালো : মাইলস্টোন কর্তৃপক্ষ
- চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও পাকিস্থানের শেষ টি-২০ ম্যাচ,জেনেনিন ফলাফল
- পাকিস্থানকে হোয়াইটওয়াশ করতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
- আজকের সৌদি রিয়াল রেট (২৪ জুলাই ২০২৫)
- চরম দু:সংবাদ : নিষেধাজ্ঞার মুখে লিওনেল মেসি
- সরকারি কর্মচারীদের জন্য সতর্কবার্তা : যে ভুল করলেই পাঠানো হবে বাধ্যতামূলক অবসরে
- আজ ২৪/৭/২০২৫ তারিখ,জেনেনিন দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- লড়াকু সংগ্রহের পথে পাকিস্তান, ফারহানের ঝড়ো ফিফটি,সর্বশেষ স্কোর
- মেসি ও আলবারকে নিয়ে এমএলএস কমিশনার বললেন সময়মতো সিদ্ধান্ত না নেওয়ার ভুল
- পরপর ৪ উইকেট হারালো বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
- বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ