| ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

কাতার বিশ্বকাপে পাকিস্তান

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ জুন ২৪ ১৯:২৬:০৩
কাতার বিশ্বকাপে পাকিস্তান

সম্প্রতি বিশ্বকাপের বল তৈরির বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের শিয়ালকোট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সহ-সভাপতি শেখ জোহাইব রফিক শেঠি। তিনি জানিয়েছেন, শিয়ালকোটে বানানো আল রিহলা ফুটবল দিয়েই কাতার বিশ্বকাপে খেলা হবে। এই বলের কারণে পাকিস্তানের এই শহরের মর্যাদা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে বলেও মনে করেন তিনি।

শেখ জোহাইব রফিক শেঠি জানান, ‘ফরোয়ার্ড স্পোর্টস’ নামে একটি প্রতিষ্ঠান এ নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপে বল সরবরাহ করবে। পরিবেশ রক্ষার স্বার্থে বলে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়নি বলেও নিশ্চিত করেছেন তিনি।

ঐতিহ্যগতভাবে আগে বিশ্বকাপের বল তৈরির সময় হাতে সেলাই করা হতো। তবে ২০১৪ বিশ্বকাপ থেকে এই পদ্ধতি থেকে সরে এসেছে আয়োজক দেশগুলো। এরই ধারাবাহিকতায় এবারও সেই পথে হাঁটছে কাতার।

কাতার বিশ্বকাপের অফিশিয়াল বল আল রিহলা, আরবিতে যার অর্থ দাঁড়ায় ভ্রমণ। কাতারের সংস্কৃতি, স্থাপনা, ঐতিহ্যবাহী নৌকা ও পতাকা থেকে অনুপ্রাণিত হয়ে এই নামকরণ করা হয়েছে। বলটির সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম অ্যাডিডাস। সেই ১৯৭০ সালের আসর থেকে ফুটবল বিশ্বকাপে বল যোগান দিয়ে আসছে তারা।

ফিফা বলছে, বিশ্বকাপ ইতিহাসে বাতাসে সবচেয়ে দ্রুতগতির বল হবে আল রিহলা। ম্যাচে গতি আরও বাড়ানোর উদ্দেশ্যকে সামনে রেখেই বলটির নকশা করা হয়েছে। তথ্যগত বিশ্লেষণের পর অ্যাডিডাসের পরীক্ষাগারে পুঙ্খানুপুঙ্খভাবে এই বল পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়েছে।

ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে এ নিয়ে সংগঠনটির মার্কেটিং বিভাগের পরিচালক জোঁ-ফ্রানকোইস পাথি বলেন, ‘দেখতে অসাধারণ, টেকসই ও উঁচু মানের এই বল অ্যাডিডাস দিচ্ছে। এই বল দিয়ে খেলোয়াড়রা কাতার বিশ্বকাপের মতো বড় মহাযজ্ঞে মাঠ মাতাবেন। পাশাপাশি বিশ্বজুড়ে তৃণমূল পর্যায়ের যে কোনো ফুটবলার চাইলেও এটি দিয়ে খেলা উপভোগ করতে পারবেন।’

ক্রিকেট

ওয়ানডে দুনিয়ায় নতুন রেকর্ড: প্রথম পাঁচ ম্যাচেই রেকর্ড

ওয়ানডে দুনিয়ায় নতুন রেকর্ড: প্রথম পাঁচ ম্যাচেই রেকর্ড

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং তারকা ম্যাথু ব্রিটস্কি ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লেখার পথে। অভিষেকের ...

ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, শেষ বলে শ্বাসরুদ্ধকর জয়ে টিকে রইল অ্যান্টিগা

ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, শেষ বলে শ্বাসরুদ্ধকর জয়ে টিকে রইল অ্যান্টিগা

নিজস্ব প্রতিবেদক : পাঁচ দিনের বিরতির পর মাঠে নেমেই যেন ছন্দ হারালেন সাকিব আল হাসান। ...

ফুটবল

অনেক বড় দুঃসংবাদ পেল ইন্টার মায়ামি, নিষিদ্ধ হলেন দলের সেরা দুই তারকা

অনেক বড় দুঃসংবাদ পেল ইন্টার মায়ামি, নিষিদ্ধ হলেন দলের সেরা দুই তারকা

ইন্টার মায়ামির জন্য এলো বড় ধাক্কা। লিগস কাপের ফাইনালে অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ে দলটির দুই তারকা ...

বিশ্বকাপ বাছাইয়ে ইতালির দাপট

বিশ্বকাপ বাছাইয়ে ইতালির দাপট

নিজস্ব প্রতিবেদক : শক্তি, সামর্থ্য কিংবা র‍্যাংকিং—সব দিক থেকেই এস্তোনিয়ার চেয়ে অনেক এগিয়ে ইতালি। শুক্রবার ...

Scroll to top

রে
Close button