১৯০ রানের পর দুই ক্যাচ হাতছাড়া

ইংল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্টে মিচেল খেলেন ১৯০ রানের ইনিংস। শেষ দিকে আরেক প্রান্তে একের পর এক সঙ্গী হারিয়ে তিনি চেষ্টা করেন দ্রুত কিছু রান তুলে ডাবল সেঞ্চুরিতে পৌঁছানোর। শেষ ব্যাটসম্যান ট্রেন্ট বোল্ট যখন উইকেটে যান, মিচেলের রান তখন ১৭৩। সেখান থেকে ১৯০ রানে পৌঁছে যান বেশ দ্রুতই।
এরপর রান তোলার তাড়াতেই বেশ বাইরের বল খেলে তিনি আউট হয়ে যান। তবে নিউ জিল্যান্ডকে ৫৫৩ রানের উচ্চতায় পৌঁছে দেওয়ার মূল কারিগর তিনিই।
আগের টেস্টেও লর্ডসে তিনি করেছিলেন সেঞ্চুরি। ১১ টেস্টের ক্যারিয়ারে তিনটি সেঞ্চুরি করে ফেললেন। প্রথম শ্রেণির ক্যারিয়ারে আগের ৮৬ ম্যাচে সর্বোচ্চ ছিল ১৭০ রান।
একটুর জন্য ডাবল সেঞ্চুরি না হলেও দিন শেষে মিচেলের দাবি, আক্ষেপ তার খুব একটা নেই।
“সত্যি বলতে, ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি আমার কাছে অনেক বড় কোনো ব্যাপার নয়। দলকে টেস্ট জয়ে সহায়তা করার মতো স্কোর করতে পারাটাই দারুণ কিছু। সেঞ্চুরির ওপরে যে কোনো কিছুই বেশ ভালো। আমি তাই চেষ্টা করছিলাম দলের জন্য ভালো কিছু করার।”
ব্যাটিংয়ে নায়কোচিত ইনিংস খেলার পর ফিল্ডিংয়ে দেখা যায় তার ভিন্ন রূপ। এমনিতে তিনি দুর্দান্ত ফিল্ডার, স্লিপে বেশ নিরাপদ। কিন্তু এ দিন ফসকে যায় দুটি ক্যাচ।
টিম সাউদির বলে ১২ রানে ছাড়েন অ্যালেক্স লিসের ক্যাচ, একটু পর ব্যর্থ হন ৪১ রানে দেওয়া অলিভার পোপের সুযোগটি নিতে।
সেই লিস দিনশেষে অপরাজিত ৩৪ রানে, পোপ খেলছেন ৫১ রানে। ১ উইকেটে ৯০ রান নিয়ে দিন শেষ করে ইংল্যান্ড, যেথানে অনায়াসেই থাকতে পারত ৩ উইকেট।
বরাবরই ধীরস্থির মিচেল এখানেও খুব বেশি হাহুতাশ করছেন না সুযোগ হারিয়ে।
“খেলার ধরনটিই এরকম। যে ক্রিকেট খেলেছে, জীবনে একবার হলেও ক্যাচ ছেড়েছে। আমি যভাবে ভাবি, যা হয়ে গেছে, সেটিতে আর কিছু করার নেই। মনোযোগ দিতে পারি স্রেফ পরেরটায়, যেন আরেকবার সুযোগ এলে নিতে পারি।”
“এটাই ক্রিকেট। প্রথম যেটি হাতছাড়া হলো, ১০ বারের মধ্যে ৯ বারই হয়তো আমি নিয়ে ফেলব। দ্বিতীয়টি অবশ্য ছিল রিঅ্যাকশন ক্যাচ, হাতে আটকে গেলে রয়ে যায়, নয়তো ফসকে যায়। আমি অনুশীলন করি পাঁচদিন ধরে ভালো খেলা ও দায়িত্ব পালনের জন্যই। তবে খেলার ধরনটিই এমন যে এরকম হয়ে যায়।”
- বিসিবির বড় চমক, এশিয়া কাপে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা
- ‘ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি’—ড. ইউনূস ঘোষণা
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের সম্ভাব্য ১৫ সদস্যের দলে রয়েছে চমক
- শেষ সময় ২৩ আগস্ট, বন্ধ হয়ে যাবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন
- গোলাম মাওলা রনির মুখোশ খুললেন ফারজানা
- ট্রাইব্যুনালে এসে যা বললেন সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি
- সুখবর! ভিসা ছাড়াই এবার যে দুই দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
- প্রবাসীদের জন্য দারুন সুখবর : টিকিটে অর্ধেক ছাড় ঘোষণা করলো সৌদি এয়ারলাইন্স
- পিনাকী দাদা প্রমাণ করলেন ‘কাটা দিয়ে কাটা তুলতে হয়’: রাশেদ খান
- এই হলো টাইগার ক্রিকেটারদের অবস্থা, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি দলগুলোর কাছে হেরেই বিদায়
- মাদ্রাসাপ্রধানদের জন্য কঠোর নির্দেশনা: একটু ভুলেই হতে পারে এমপিও বাতিল
- আজকের সকল দেশের টাকার রেট (২২ আগস্ট ২০২৫)
- বেড়েছে সিঙ্গাপুর ডলারের রেট, আজ ২২/৮/২০২৫ তারিখ
- টিভিতে আজকের খেলা (২২ আগস্ট ২০২৫)
- বাংলাদেশী প্রবাসীদের সতর্কবার্তা দিলো দূতাবাস