এইমাত্র শেষ হলো অস্ট্রেলিয়া ও পাকিস্থানের সেমি ফাইনাল ম্যাচের টস

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের লড়াই শুরু হবে। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
টি-২০ বিশ্বকাপের এবারের আসরে দুর্দান্ত পারফরমেন্স করা এক দল পাকিস্তান। অপরাজিত থাকা দলটি সুপার টুয়েলভে প্রতিপক্ষকে বিধ্বস্ত করা, হাতের মুঠো থেকে ম্যাচ কেড়ে নেয়া এ পর্যন্ত সবই প্রদর্শন করেছে।
বিশ্বকাপ মঞ্চে প্রথমবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে বিশ্বকাপ শুরু হয় পাকিস্তানের। ১০ উইকেটে ব্যবধানে কোহলি-রোহিতদের উড়িয়ে দেয় বাবর আজম-রিজওয়ানরা।
ভারতকে হেসেখেলে হারালেও, নিউজিল্যান্ড ও আফগনিস্তানের বিপক্ষে শেষদিকে চমক দেখিয়ে ম্যাচ জিতে পাকিস্তান। প্রতিপক্ষের হাতের মুঠো থেকে ম্যাচ বের করে নেয় তারা। দুই ম্যাচেই ব্যাট টর্নেডো ইনিংস খেলেন আসিফ আলি।
শেষ দুই ম্যাচে পুচকে নামিবিয়া ও স্কটল্যান্ডকে হারাতে মোটেও বেগ পেতে হয়নি পাকিস্তানকে। তাই সুপার টুয়েলভে পাঁচ ম্যাচে সবক’টিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠে বাবররা।
২০০৭ সালে প্রথম আসরের ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। তবে ২০০৯ সালে ঠিকই শিরোপা ঘরে তুলে তারা। এরপর চার আসরে দু’বার সেমিফাইনাল খেললেও, ফাইনালে উঠতে পারেনি পাকিস্তান।
অন্য দিকে টি-২০ বিশ্বকাপে একবারই ফাইনাল খেলার সৌভাগ্য হয়েছে অস্ট্রেলিয়ার। সেটি ২০১০ সালের আসরে। কিন্তু ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপের তৃতীয় আসরটি স্মরনীয় করে রাখতে পারেনি অজিরা। তবে এবার সেই খরা কাটাতে চায় অস্ট্রেলিয়া।
সেই লক্ষ্যে সুপার টুয়েলভে ৫ ম্যাচেই ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিফাইনালে নাম লেখায় অস্ট্রেলিয়া। অবশ্য গ্রুপ-১ এ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার পয়েন্টও সমান ৮ ছিলো। কিন্তু নেট রান রেটে সুবিধাজনক অবস্থায় থাকায় সেমিতে উঠে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
টি-২০ ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পাল্লা ভারী পাকিস্তানের। ২৩ লড়াইয়ে পাকিস্তানের জয় ১২টি। অসিদের জয় ৯টি। ১টি করে টাই ও পরিত্যক্ত হয়।
তবে বিশ্বকাপের মঞ্চের পরিসংখ্যান মতে সমান জয় ও হার পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। ছয়বারের দেখায় তিনটি করে সমান জয় পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। এরমধ্যে ২০১০ সালে তৃতীয় বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছিলো অস্ট্রেলিয়া।
পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।
অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, জস ইংলিস, মিচেল মার্শ, গেøন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কুস স্টোয়িনিস, মিচেল সুয়েপসন, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং এডাম জাম্পা।
- গোল, গোল,গোল, গোল বন্যায় শেষ হলো বাংলাদেশ ও শ্রীলংকার ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: শেষ হলো ৮৫ মিনিটের খেলা, সর্বশেষ ফলাফল
- চরম দু:সংবাদ : এবার বাংলাদেশকেই সরিয়ে দিলো
- ব্রেকিং নিউজ : স্ট্রোক করে জামায়াত নেতার মৃ‘ত্যু
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু আজ! কোথায় ও কীভাবে সরাসরি দেখবেন ম্যাচগুলো
- বাংলাদেশ না নেপাল কে হচ্ছে আসল চ্যাম্পিয়ন : জানুন কোন সমীকরণে কে চ্যাম্পিয়ন
- দারুণ সুখবর : সরকারের এক ঘোষণাতেই কপাল খুলে গেলো দুবাইয়ের কর্মীদের
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার উত্তেজনাপূর্ণ ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- দুর্দান্ত মেসির অবিশ্বাস্য কান্ড, হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ইন্টার মায়ামির ম্যাচ
- কিডনির সমস্যা চেনার লক্ষণ: অবহেলা করলেই বাড়তে পারে মৃত্যুঝুঁকি! সতর্ক থাকুন এখনই
- সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ: প্রথমার্ধের খেলা শেষে শ্রীলঙ্কাকে চেপে ধরলো বাংলাদেশ
- ওমান প্রবাসীরা সাবধান : সবাইকে সতর্ক থাকার আহ্বান
- বার্সার ইতিহাসে ১০ নম্বর জার্সি পরে মাঠ কাঁপানো সেরা ১০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি
- কলেজ ভর্তি ২০২৫: তিন ধাপে হবে একাদশে ভর্তি, জেনেনিন ক্লাস শুরুর সময়