চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়লো পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের শেষ ম্যাচে রোববার স্কটিশদের ৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। এই নিয়ে এই পর্বের ৫ ম্যাচের সবগুলোতেই জয় পেল দলটি। আর স্কটিশরা মূল পর্ব থেকে বিদায় নিল কোনো জয় ছাড়াই।
শুরুতে ব্যাটিংয়ে নেমে বাবর আজম ও শোয়েব মালিকের দুর্দান্ত ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৮৯ রানের পাহাড়ে চড়ে পাকিস্তান। জবাবে ৬ উইকেট হারিয়ে ১১৭ রানে শেষ স্কটল্যান্ডের ইনিংস।
এর আগে টস জিতে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। শুরুতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবরের ব্যাট থেকে আসে ৩৫ রানের জুটি। চলতি বিশ্বকাপে দারুণ ফর্মে থাকা রিজওয়ান অবশ্য আজ মাত্র ১৫ রান করেই বিদায় নিয়েছেন। তবে এর মধ্যেই ক্রিস গেইলকে ছাড়িয়ে একটি বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। এতদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টির এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন গেইল। ক্যারিবীয় এই ব্যাটিং দানব ২০১৫ সালে ১৬৬৫ রান করেছিলেন। আর রিজওয়ান চলতি বছর এখন পর্যন্ত রান করেছেন ১৬৭৬।
রিজওয়ান বিদায় নেওয়ার পর তিনে ফখর জামান বিদায় নেন ৮ রান করেই। তবে বাবরের দুর্দান্ত ফর্ম এই ম্যাচেও জারি ছিল। ৪০ বলে তিনি তুলে নিয়েছেন আসরে নিজের চতুর্থ ফিফটি। বাবর ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে চার ফিফটির রেকর্ড আছে সাবেক অজি ওপেনার ম্যাথু হেইডেন (২০০৭), বিরাট কোহলি (২০১৪) এর দখলে। তাছাড়া টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে এই নিয়ে বাবরের ফিফটির সংখ্যা দাঁড়ালো ১৩টিতে। এই তালিকায় দুইয়ে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি (১৩) এবং ১১টি করে ফিফটি নিয়ে যৌথভাবে তিনে আছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
বাবরের পাশাপাশি হাফিজ খেলেছেন গুরুত্বপূর্ণ এক ইনিংস। মাত্র ১৯ বলে ৩২ রানের ইনিংস খেলার পথে এই অভিজ্ঞ ব্যাটার ৪টি চার ও ১টি ছক্কা হাঁকানোর পাশাপাশি বাবরের সঙ্গে মাত্র ৩২ বলে ৫৩ রানের জুটি গড়েছেন। এরপর শোয়েব মালিক এসে দারুণ সঙ্গ দেন বাবরকে। তাদের ১৫ বলের জুটিতে আসে ৩০ রান। বাবর ৪৭ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৬ রানে বিদায় নিলেও শোয়েব মালিক রীতিমত স্কটিশ বোলারদের কচুকাটা করেছেন। মাত্র ১টি চার মারলেও এই ডানহাতি ছক্কা হাঁকিয়েছেন ৬টি! প্রথম ১৪ বলে ৩২ রান করার পরের চার বলে অর্থাৎ মাত্র ১৮ বলে তুলে নিয়েছেন দুর্দান্ত এক ফিফটি। ইনিংসের শেষ ওভারে মালিকের ৩ ছক্কা ও ১ চারে আসে ২৬ রান! শেষ বলে ছক্কা হাঁকিয়ে ফিফটি তুলে নেওয়া মালিক অপরাজিত থাকেন ৫৪ রানে।
বল হাতে স্কটল্যান্ডের ক্রিস গ্রিভস ২ উইকেট পেলেও ওভারপিছু খরচ করেছেন ১০.৭৫ রান করে। এছাড়া ১টি করে উইকেট গেছে হামজা তাহির ও সাফিয়ান শরিফের ঝুলিতে।
- গোল, গোল,গোল, গোল বন্যায় শেষ হলো বাংলাদেশ ও শ্রীলংকার ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: শেষ হলো ৮৫ মিনিটের খেলা, সর্বশেষ ফলাফল
- চরম দু:সংবাদ : এবার বাংলাদেশকেই সরিয়ে দিলো
- ব্রেকিং নিউজ : স্ট্রোক করে জামায়াত নেতার মৃ‘ত্যু
- বাংলাদেশ না নেপাল কে হচ্ছে আসল চ্যাম্পিয়ন : জানুন কোন সমীকরণে কে চ্যাম্পিয়ন
- এসএসসি,র বোর্ড চ্যালেঞ্জের ফল প্রকাশের তারিখ ঘোষণা ও কলেজে ভর্তির নির্দেশনা
- দারুণ সুখবর : সরকারের এক ঘোষণাতেই কপাল খুলে গেলো দুবাইয়ের কর্মীদের
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার উত্তেজনাপূর্ণ ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- দুর্দান্ত মেসির অবিশ্বাস্য কান্ড, হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ইন্টার মায়ামির ম্যাচ
- সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ: প্রথমার্ধের খেলা শেষে শ্রীলঙ্কাকে চেপে ধরলো বাংলাদেশ
- ওমান প্রবাসীরা সাবধান : সবাইকে সতর্ক থাকার আহ্বান
- কিডনির সমস্যা চেনার লক্ষণ: অবহেলা করলেই বাড়তে পারে মৃত্যুঝুঁকি! সতর্ক থাকুন এখনই
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু আজ! কোথায় ও কীভাবে সরাসরি দেখবেন ম্যাচগুলো
- বার্সার ইতিহাসে ১০ নম্বর জার্সি পরে মাঠ কাঁপানো সেরা ১০ ফুটবলারের তালিকা প্রকাশ
- দুর্দান্ত জয় থেকে ধস : চরম উত্তেজনায় শেষ হলো মিরাসল ও নেইমারের সান্তোসের ম্যাচ