| ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কলকাতার একাদশে সাকিবের খেলা না খেলা নিয়ে এইমাত্র পাওয়া নতুন খবর

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২১ মার্চ ০১ ১৭:২০:৩৬
কলকাতার একাদশে সাকিবের খেলা না খেলা নিয়ে এইমাত্র পাওয়া নতুন খবর

বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ৭৪ লাখ টাকা। টুর্নামেন্টটি খেলতে মুখিয়ে আছেন সাকিব নিজেও। পুরো আসরে খেলতে ছুটি নিয়েছেন বাংলাদেশের খেলা থেকেও। তবে বিদেশি তারকায় ঠাসা কলকাতা নাইট রাইডার্স দলের একাদশে নিয়মিত জায়গা পাবেন তো সাকিব?

এর আগে ৭ মৌসুম নাইট রাইডার্সে খেলেছেন সাকিব। দুই মৌসুম আগে তাকে ছেড়ে দেয় শাহরুখ খানের দল। এরপর সাকিব সানরাইজার্স হায়দরাবাদে খেলেছিলেন। আইসিসির নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি গত আসরে। এবার সাকিব কলকাতায় আসায় খুশি দলটি। নিলামের পর স্বাকিবকে স্বাগত জানিয়ে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘স্বাগত ময়না’। কেকেআর তাদের টুইটার পেজে বাংলায় লিখেছে, ‘আমাদের ময়না ঘরে ফিরে আসছে।’

আইপিএলের নিয়ম অনুযায়ী এক ম্যাচে সর্বোচ্চ চারজন বিদেশি (অভারতীয়) খেলোয়াড় খেলতে পারেন। কলকাতা স্কোয়াডে বিদেশি তারকাদের মেলা। দলটির অধিনায়কও একজন বিদেশি।

কলকাতা একাদশে জায়গা পেতে যাদের সঙ্গে লড়তে হবে সাকিবের তাদেরকে নিয়ে আলোচনা করা হল: ইয়ন মরগান: ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগানকে গত আসরের মাঝপতে কলকাতার অধিনায়ক করা হয়েছে। এবারো তিনিই থাকবেন নেতৃত্বে। তাই অধিনায়ক মরগান সব ম্যাচেই খেলবেন এমনটা ধরাই যায়।

প্যাট কামিন্স: আইপিএল ইতিহাসের অন্যতম ব্যয়বহুল খেলোয়াড় অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। গতবার তাকে প্রায় ১৫ কোটি রুপিতে কিনেছে কলকাতা। দলের পেস বিভাগের নেতৃত্ব দেন তিনিই। এতো দামি খেলোয়াড়কে বসিয়ে রাখতে চাইবে না কলকাতা।

আন্দ্রে রাসেল: বিশ্বের সেরা কয়েকজন হার্ডহিটারের মধ্যে রাসেল একজন। বিশ্বের যেকোনো টি-টোয়েন্টি দলই সবার আগে তাকে দলে নিতে চাইবে। কলকাতাকে অনেক হারা ম্যাচও জিতিয়েছেন এই অলরাউন্ডার। ২০১৯ সালের আইপিএলের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। তাকে বসিয়ে সাকিবকে সুযোগ দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

সুনীল নারিন: কলকাতাকে দুইবার শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ক্যারিবীয় স্পিনার সুনীল নারিন। জিতেছেন আইপিএল সেরার পুরস্কারও। তবে গত আসরটি ভালো কাটেনি তার। এই জায়গাটাতে সাকিবের সুযোগ দেখছেন অনেকে।

এছাড়া কলকাতা স্কোয়াডে রয়েছে গত আসরে আইপিএল মাতানো নিউজিল্যান্ডের লুকি ফার্গুসন, অস্ট্রেলিয়ার বেন কাটিং, নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান টিম সেইফার্স। এই টি-টোয়েন্টি স্পেশালিস্টদের মধ্য থেকে প্রতি ম্যাচে খেলবেন মাত্র চার জন। সেখানে কলকাতা তাদের ময়না সাকিবকে নিয়মিত সুযোগ দিয়ে উড়তে দিবে ? নাকি বেশিরভাগ সময় খাঁচায় বন্দি থাকতে হবে। আইপিএলে শুরুর আগে তা বলা মুশকিল।

ক্রিকেট

শ্রীলঙ্কার কাছে হেরে আইসিসি থেকে দুঃসংবাদ পেল টাইগাররা

শ্রীলঙ্কার কাছে হেরে আইসিসি থেকে দুঃসংবাদ পেল টাইগাররা

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানে ...

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির নতুন উচ্চতায় সৈকত

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির নতুন উচ্চতায় সৈকত

প্রথম বাংলাদেশি রেফারি হিসেবে, শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত আইসিসির অভিজাত প্যানেলে জায়গা পান। আইসিসি আজ ...

ফুটবল

অবশেষে নিজের অবসরের সময় জানিয়ে দিলেন মেসি

অবশেষে নিজের অবসরের সময় জানিয়ে দিলেন মেসি

লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার। তার বয়স এখন প্রায় ৩৭ বছর। অনেকেই তার অবসরের কথা ...

র‍্যাকিংয়ে ৫৪ নম্বর দলকে হারিয়ে যা বললেন আর্জেন্টিনার কোচ

র‍্যাকিংয়ে ৫৪ নম্বর দলকে হারিয়ে যা বললেন আর্জেন্টিনার কোচ

দুই জয়ের মাধ্যমে কোপা আমেরিকার জন্য ড্রেস রিহার্সেল শেষ করল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোপা আমেরিকায় ...



রে