| ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাস্তায় গিয়ে পড়ল জাদেজার ছক্কা, বল নিয়ে পালালেন পথচারী ভিডিওসহ

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ অক্টোবর ১৮ ১০:২৭:৪২
রাস্তায় গিয়ে পড়ল জাদেজার ছক্কা, বল নিয়ে পালালেন পথচারী ভিডিওসহ

শারজাহর মাঠটি পুরোটা একদম শহরের ব্যস্ত রাস্তার ঠিক পাশেই। মাঠের দৈর্ঘ্যও একপাশ দিয়ে বেশ ছোট। যার ফলে ঐ পাশ দিয়ে মাঝারি আকারের ছক্কা হাঁকালেও সেটি গিয়ে পড়ে সোজা রাস্তায়। আর সেখানে থাকা দর্শক বা পথচারীরা পেয়ে যান ছক্কায় আসা সেই বলের দেখা।

সাধারণত মাঠের বাইরে যাওয়া এসব বল খুব দ্রুতই আবার মাঠে চলে আসে। কিন্তু শনিবার রাতে ঘটল উল্টোটা। চেন্নাই সুপার কিংসের বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার ছক্কার মারে বল গিয়ে পড়ল রাস্তায়, কিন্তু আর ফেরত এলো না। কেননা এক পথচারী পালিয়ে গেছেন সেই ছক্কার বলটি নিয়ে।

ঘটনাটি ঘটেছে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিট্যালসের মধ্যকার শনিবারের ম্যাচের প্রথম ইনিংসের সময়। চেন্নাইয়ের ইনিংসের ১৮তম ওভারে বোলিং করছিলেন দিল্লির পেসার তুষার দেশপান্ডে। সেই ওভারের পঞ্চম বলে স্ট্রাইকে ছিলে ৪ বলে ৩ রান করা জাদেজা।

দেশপান্ডের করা সেই বলটি ছিল লেগস্টাম্পের বাইরে জাদেজার পায়ের ওপর, অবলীলায় সেটিকে ডিপ স্কয়ার লেগ বাউন্ডারি দিয়ে ছক্কা মেরে দেন জাদেজা। ঐ পাশ দিয়েই বাউন্ডারির দৈর্ঘ্য ছিল ছোট। যার ফলে মাত্র ৭৯ মিটারের ছক্কাটিই চলে যায় মাঠের বাইরে।

তখনই ঘটে অদ্ভুত কাণ্ডটি। সাধারণত বল মাঠের বাইরে দর্শক বা পথচারীরা সেটি আবার মাঠে পাঠিয়ে দেন। যেমনটা হয়েছিল কয়েকদিন আগে এবি ডি ভিলিয়ার্সের বেলায়। কিন্তু জাদেজার ভাগ্য হয়তো অতোটা সুপ্রসন্ন ছিল না। তাই রাস্তায় যাওয়া সেই বলটি কুড়িয়ে নিয়ে উল্টো পথে দৌড় দেন এক পথচারী।

সেই বল আর ফেরত পাওয়া যায়নি। তাই বলে থেমে যায়নি জাদেজার ছক্কার মার। সেই ছক্কার পর আরও তিনবার সরাসরি উড়িয়ে বলকে সীমানা ছাড়া করেন চেন্নাইয়ের এ অলরাউন্ডার। দলকে ১৭৯ রানের সংগ্রহ এনে দেয়ার পথে ১৩ বলে ৪ ছক্কার মারে ৩৩ রানে অপরাজিত থাকে জাদেজা।

পরে অবশ্য ম্যাচটি জিততে পারেনি চেন্নাই। শেষ ওভারে গিয়ে হেরেছে তারা। এ পরাজয়ের কিছুটা দায় নিতে হবে জাদেজাকেও। কেননা শেষ ওভারে দিল্লির জয়ে জন্য প্রয়োজন ছিলো ১৭ রান। সেই ওভারে বোলিং করতে এসে ৫ বলে ২২ রান দিয়ে বসেন জাদেজা। যার সুবাদে এক বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় দিল্লি।

ব্যাট হাতে ১৩ বলে ৩৩ রান করা জাদেজা, বল হাতে মাত্র ১.৫ ওভার অর্থাৎ ১৩ বলে খরচ করেন ৩৫ রান। এমন পারফরম্যান্সের পর নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়ার শিকার জাদেজা। অনেকে বাহবা দিচ্ছেন বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য। অনেকে আবার বলছেন, ব্যাটসম্যান জাদেজাক ২ রানে হারিয়ে দিয়েছেন বোলার জাদেজা

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট


আজ লখনউয়ের বিপক্ষে টিকে থাকার মিশনে দুই পরিবর্তন নিয়ে শক্তিশালী একাদশ ঘোষণা করলো চেন্নাই

আজ লখনউয়ের বিপক্ষে টিকে থাকার মিশনে দুই পরিবর্তন নিয়ে শক্তিশালী একাদশ ঘোষণা করলো চেন্নাই

আজ ২৩ এপ্রিল রাত ৮ টায় (বাংলাদেশ সময়) লখনউয়ের মুখোমুখি হবে চেন্নাই। লখনউয়ে বিপক্ষে শেষ ...

হাথুরুর সাথে প্রধান নির্বাচকের বিশেষ বৈঠক শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল চূড়ান্ত করলো বিসিবি

হাথুরুর সাথে প্রধান নির্বাচকের বিশেষ বৈঠক শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল চূড়ান্ত করলো বিসিবি

জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে ঢাকায় ফিরতে শুরু করেছেন জাতীয় দলের বিদেশি কোচরা। সব জল্পনা-কল্পনার অবসান ...

ফুটবল

অবশেষে নিজের অবসরের সময় জানিয়ে দিলেন মেসি

অবশেষে নিজের অবসরের সময় জানিয়ে দিলেন মেসি

লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার। তার বয়স এখন প্রায় ৩৭ বছর। অনেকেই তার অবসরের কথা ...

ব্রেকিং নিউজ ; বাংলাদেশে আসছেন মেসি

ব্রেকিং নিউজ ; বাংলাদেশে আসছেন মেসি

লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলারদের একজন। বিশ্বকাপজয়ী ফুটবলারের বাংলাদেশে আগমনের সম্ভাবনা দেখছেন বাংলাদেশের যুব ও ...



রে