| ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

বিশ্বকাপের মধ্যেই অস্ট্রেলিয়ার অধিনায়কের অবসর ঘোষণা

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ নভেম্বর ০৯ ১৮:৫৯:২১
বিশ্বকাপের মধ্যেই অস্ট্রেলিয়ার অধিনায়কের অবসর ঘোষণা

ভারতে অনুষ্ঠিত হচ্ছে ওডিআই বিশ্বকাপের ১৩তম আসর। এদিকে টুর্নামেন্টের তৃতীয় দল হিসেবে অস্ট্রেলিয়া সেমিফাইনালে তাদের জায়গা নিশ্চিত করেছে। ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার। আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন পাঁচবারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া অধিনায়ক। পেশাগত এই কঠিন সিদ্ধান্ত ঘোষণা করতে গিয়ে মিডিয়ার সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি।

অস্ট্রেলিয়ার মহিলা জাতীয় দলের অধিনায়ক এবং পাঁচবারের বিশ্বকাপজয়ী মেগ ল্যানিং ছিলেন দুর্দান্ত ফর্মে। বয়স তেমন বেসিও না। তার বয়স মাত্র ৩১ বছর। আগামী বছরের মার্চে তার বয়স 32 হবে। এর আগে, ব্যাট প্যাড সরানোর ঘোষণা পুরো অস্ট্রেলিয়ান ক্রিকেট সার্কিটে বজ্রপাতের মতো পরিস্থিতি তৈরি করেছে। কেউ জানত না যে ল্যানিং তার অবসর ঘোষণা করবেন। এমনকি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না বেশি সাংবাদিকরাও।

নিজের বিদায় বেলায় ল্যানিং জানান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়া কঠিন ছিল। কিন্তু আমি মনে করি এখনই আমার জন্য উপযুক্ত সময়। আমি ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারকে খুব ভালোভাবে উপভোগ করতে পেরে আমি সৌভাগ্যবান বলে মনে করছি।

ল্যানিংয়ের এই অবসর অস্ট্রেলিয়া ক্রিকেটের একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। তিন ফরমেট মিলিয়ে অস্ট্রেলিয়ার জার্সি পরে ২৪১টি ম্যাচ খেলেছেন তিনি। যার মধ্যে ১০৩টি ওয়ানডে, ১৩২টি টি-টোয়েন্টি এবং ৬টি টেস্ট রয়েছে। যথাক্রমে ৪ হাজার ৬০২ রান, ৩৪৫ রান ও ৩ হাজার ৪০৫ রান করেছেন। বল হাতে যথাক্রমে ১ ও ৪ উইকেট তুলে নিয়েছেন। ওয়ানডেতে ১৫টি সেঞ্চুরির ইনিংস ও টি-টোয়েন্টিতে দুইটি সেঞ্চুরির ইনিংস রয়েছে।

অধিনায়ক হিসেবেও তার সাফল্য বেশ ঈষর্ণীয়। দেশকে একাধিক গুরুত্বপূর্ণ ট্রফি এনে দিয়েছেন তিনি। যার মধ্যে রয়েছে ৫টি বিশ্বকাপ ট্রফি। যার মধ্যে ২০২২ ওয়ানডে বিশ্বকাপ ছাড়াও ২০১৪, ২০১৮, ২০২০ এবং ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে।

৩১ বছর বয়সী ল্যানিং শুধু পাঁচটি বিশ্বকাপই এনে দেননি। সেই সঙ্গে ঐতিহাসিক টুর্নামেন্ট অ্যাশেজও দেশকে জিতিয়েছেন। তার নেতৃত্বে ২০১৫, ২০১৯ এবং ২০২২ মহিলাদের অ্যাশেজ ঘরে তোলে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল অধিনাক ল্যানিং।

ক্রিকেট

এশিয়া কাপ অনিশ্চয়তায়: ঢাকায় সভা ইস্যুতে বয়কটের ঘোষণা দিলোভারত

এশিয়া কাপ অনিশ্চয়তায়: ঢাকায় সভা ইস্যুতে বয়কটের ঘোষণা দিলোভারত

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এশিয়া কাপ নিয়ে ফের তৈরি হয়েছে অনিশ্চয়তা। ঢাকায় অনুষ্ঠেয় এশিয়ান ক্রিকেট ...

বাংলাদেশ-পাকিস্তান টি-২০ খেলা কবে, জেনেনিন সময় ও একাদশ

বাংলাদেশ-পাকিস্তান টি-২০ খেলা কবে, জেনেনিন সময় ও একাদশ

নিজস্ব প্রতিবেদক : শ্রীলঙ্কা সফরের টেস্ট ও ওয়ানডেতে হারলেও টি-টোয়েন্টিতে স্বস্তির জয় নিয়ে দেশে ফিরেছে ...

ফুটবল

চরম দু:সংবাদ : এবার বাংলাদেশকেই সরিয়ে দিলো

চরম দু:সংবাদ : এবার বাংলাদেশকেই সরিয়ে দিলো

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে উত্তেজনা চূড়ায়। শনিবার ভুটানকে ৮-০ গোলে হারিয়ে গোল ...

একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার উত্তেজনাপূর্ণ ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন যেভাবে

একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার উত্তেজনাপূর্ণ ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় মাঠে নামছে ...

Scroll to top

রে
Close button