| ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ভারতকে হারাবে নেদারল্যান্ডস

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ নভেম্বর ০৯ ১১:২৯:১৮
ভারতকে হারাবে নেদারল্যান্ডস

এবারের বিশ্বকাপে ভারত সবচেয়ে ধারাবাহিক দল। দলটি আটটি ম্যাচ খেলে সবকটিতেই জিতেছেন। গোটা টুর্নামেন্টের পারফরম্যান্স বিচার করলে, টিম ইন্ডিয়া মাত্র কয়েক ওভারের জন্য চাপে ছিল। চাপ থেকে বেরিয়ে আসতেও কোনো সমস্যা হয়নি। বিশ্বকাপে ভারতীয় ব্যাটিং সবচেয়ে বেশি ধারাবাহিক। ইংল্যান্ড ম্যাচে সাময়িক চাপে ছিলেন ব্যাটসম্যানরা। স্কোর বোর্ডে কোন বিশাল রাউন্ড ছিল না। বিধ্বংসী বোলিংয়ে সেই ম্যাচ সহজেই জিতে নেয় ভারত। লিগে ভারতের শেষ ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে। নেদারল্যান্ডস কি আগেই ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিল?

তেইশের বিশ্বকাপে চমক নেদারল্যান্ডস। দীর্ঘ এক যুগ পর ওয়ান ডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। ২০১১ সালে ভারতেই শেষ বার খেলেছিল। সে বার অবশ্য একটিও ম্যাচ জিততে পারেনি ডাচরা। তেইশের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটন নেদারল্যান্ডসের। ইডেন গার্ডেন্সে তারা হারিয়েছিল বাংলাদেশকে। প্রথম আট ম্যাচে নেদারল্যান্ডসের সাফল্য এটুকুই। তাদের নিরিখে অনেকটাই বেশি। তাই বলে অপ্রতিরোধ্য ভারতকে হারানো সম্ভব?

ক্রিকেটে অঘটন হয়, নানা মজার ঘটনাও! আফগানিস্তানের বিরুদ্ধে ৯১ রানে ৭ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। ৯৯ শতাংশ ক্রিকেট প্রেমীই ধরে নিয়েছিলেন আফগানিস্তানই জিতবে। এমনকি আগাম সেলিব্রেশনও শুরু হয়ে যায় আফগান ড্রেসিংরুমে। গ্লেন ম্যাক্সওয়েল অতিমানবীয় একটা দ্বি-শতরানের ইনিংসে সব হিসেব পাল্টে দেন। বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল নেদারল্যান্ডস। টানা হারতে থাকা ইংল্যান্ডকে সাময়িক চাপে ফেললেও ১৬০ রানের বিশাল ব্যবধানে হেরেছে ডাচরা। ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচ প্রসঙ্গে ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার কিন্তু বিশ্বাস করছেন, বিধ্বংসী ফর্মে থাকা ভারতকে হারানো সম্ভব।

নেদারল্যান্ডসের অলরাউন্ডার তেজা নিদামানুরু। হায়দরাবাদের নিকটবর্তী শহর বিজয়ওয়াড়ায় জন্ম। ভারতীয় বংশদ্ভূত তেজা খেলেন নেদারল্যান্ডসের হয়ে। বিশ্বকাপেও খেলছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে দলের ভরাডুবিতেও অপরাজিত ৪১ রান করেছেন। ভারতের বিরুদ্ধে রবিবারের ম্যাচ প্রসঙ্গে বলছেন, ‘পয়েন্ট টেবলের শীর্ষে। তর্কাতীত ভাবেই বিশ্বকাপের সেরা দল ভারতই।’

এরপরই সাংবাদিকদের পাল্টা প্রশ্ন এবং বিস্তারিত বলেন, ‘তবে খেলাটা ক্রিকেট, তাই না? সুতরাং, ভারতকে হারানো সম্ভব। নিজেদের দক্ষতা অনুযায়ী খেলব। আমাদের দলে অনেকেই রয়েছে যারা স্পিনের বিরুদ্ধে ভালো খেলে। প্রতিপক্ষর উইকেট নেওয়ার মতো বোলারও রয়েছে। ভারতের মতো দলকে হারানোর জন্য ভাগ্য সঙ্গে থাকা প্রয়োজন। কোনও সন্দেহ নেই ভারত খুবই শক্তিশালী দল। ক্রিকেটে কিন্তু মজার ঘটনাও ঘটে। অপ্রত্যাশিত কিছু হতেই পারে।’

ক্রিকেট

এশিয়া কাপ অনিশ্চয়তায়: ঢাকায় সভা ইস্যুতে বয়কটের ঘোষণা দিলোভারত

এশিয়া কাপ অনিশ্চয়তায়: ঢাকায় সভা ইস্যুতে বয়কটের ঘোষণা দিলোভারত

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এশিয়া কাপ নিয়ে ফের তৈরি হয়েছে অনিশ্চয়তা। ঢাকায় অনুষ্ঠেয় এশিয়ান ক্রিকেট ...

বাংলাদেশ-পাকিস্তান টি-২০ খেলা কবে, জেনেনিন সময় ও একাদশ

বাংলাদেশ-পাকিস্তান টি-২০ খেলা কবে, জেনেনিন সময় ও একাদশ

নিজস্ব প্রতিবেদক : শ্রীলঙ্কা সফরের টেস্ট ও ওয়ানডেতে হারলেও টি-টোয়েন্টিতে স্বস্তির জয় নিয়ে দেশে ফিরেছে ...

ফুটবল

চরম দু:সংবাদ : এবার বাংলাদেশকেই সরিয়ে দিলো

চরম দু:সংবাদ : এবার বাংলাদেশকেই সরিয়ে দিলো

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে উত্তেজনা চূড়ায়। শনিবার ভুটানকে ৮-০ গোলে হারিয়ে গোল ...

একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার উত্তেজনাপূর্ণ ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন যেভাবে

একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার উত্তেজনাপূর্ণ ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় মাঠে নামছে ...

Scroll to top

রে
Close button