সাংবাদিকদের সামনে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অদ্ভুত জবাব দিল মিরাজ

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে ব্যর্থতার গ্লানি কাটিয়ে উঠতে পারছে না বাংলাদেশ দল। এই আসরে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে কাজ শুরু করলেও পরপর ছয় ম্যাচে হেরেছে টাইগাররা। পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে প্রথম বিদায় নেয় সাকিব বাহিনী।
এদিকে বাংলাদেশের হারের গল্প দেখে হতাশ টাইগার ভক্তরা। প্রত্যাশিতভাবে পারফর্ম করতে না পারা ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে৷ ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যোগ্যতা অর্জনের জন্য তাদের শেষ দুটি ম্যাচ জিততে হবে এবং পয়েন্ট তালিকার শেষ ৮ এর মধ্যে থাকতে হবে৷
পাকিস্তানের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলের এই অলরাউন্ডার জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে স্বপ্নের কথা। পাশাপাশি খারাপ লাগার কথাও, ‘চ্যাম্পিয়নস ট্রফি যদি না খেলতে পারি তাহলে আমাদের সবার জন্যই খারাপ লাগবে। আমাদের বলেন বা আপনাদের (সাংবাদিকদের)! কারণ আপনারাও তো আমাদের মত কভার করতে পারবেন না...।’
এবার পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাটে–বলে কোনো পারফরম্যান্সই করতে পারেনি বাংলাদেশিরা। অথচ ২০২৩ সালের শুরুটা ছিল স্বপ্নের মতো। তবে বিশ্বকাপে এসে বদলে গিয়েছে সবকিছু। মিরাজ অবশ্য এ জন্য পারফরম্যান্সের সঙ্গে ভাগ্যকেও দুষছেন, ‘দিন শেষে আমাদের ভাগ্যটাও কাজ করছে না... আমরা চেষ্টা করছি, কেউ তো খারাপ খেলার চেষ্টা করছে না... দিন শেষে সবাই চেষ্টা করছে, ভাগ্য সহায় হচ্ছে না।’
‘ব্যাটাররা শট খেললেই হাতে চলে যাচ্ছে, এরকম তো কখনওই হয়নি। শেষ ৩ বছরে ওয়ানডে আমরা খেলেছি, আমার মনে হয় ভাগ্য কম কাজ করছে। আমার বিশ্বাস আমরা ঘুরে দাঁড়াব। এরকম কখনই হয়নি, আমাদের ভাগ্য সহায় হচ্ছে না। আমরা অনুশীলন করছি, পরিকল্পনা করছি। ভাগ্য থাকা লাগবে, তা না হলে সম্ভব না। আল্লাহ'র রহমত থাকা লাগবে। এমন বেশীদিন যাবে না, আমরা ঘুরে দাঁড়াব।’ -যোগ করেন মিরাজ।
টুর্নামেন্টের বাকি ২ ম্যাচে ভালো কিছু করার আশার কথা শুনিয়েছেন মিরাজ। তিনি বলেছেন, ‘হতাশ আমরা সবাই হচ্ছি। আমরা যারা খেলছি তারা প্রত্যাশামতো খেলতে পারছি না। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি কীভাবে ভালো খেলতে পারি। বিশ্বকাপের দুটি ম্যাচ আছে, আমরা সেভাবেই প্রস্তুতি নেব।’
- চরম দু:সংবাদ : ৩০ জুনের মধ্যে চিরতরে বাতিল হয়ে যাবে ৬ শ্রেণির দলিল
- গোপালগঞ্জের ঘটনা নিয়ে যা বলছে ভারত
- ৭৯ রানে ধস, তবুও অপরাজিত থেকে ফাইনালে রংপুর
- ঋতুপর্ণা-সাবিনার ডাবল হ্যাটট্রিকে ফুটবল ইতিহাসে নজির, ২২-০ গোলে শেষ হলো বাংলাদেশের ম্যাচ
- আজ অধিনায়ক হিসেবে সাকিবের নতুন মিশন শুরু
- বাংলাদেশ-পাকিস্তান টি-২০ খেলা কবে, জেনেনিন সময় ও একাদশ
- তৃষ্ণার জোড়া গোলে এইমাত্র শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ
- বেড়ে গেলো আজকের সৌদি রিয়াল রেট (১৮ জুলাই ২০২৫): জেনেনিন কিভাবে টাকা পাঠালে বেশি টাকা পাবেন
- বাংলাদেশে আসন্ন নির্বাচন নিয়ে যা বললো ভারত
- আজ মাঠে তিন টি-টোয়েন্টি লড়াই, দেখবেন কোন চ্যানেলে
- বাংলাদেশিদের ভিসা দেয়া নিয়ে মুখ খুললো ভারত
- টি-টোয়েন্টির রেকর্ডবুকে মুস্তাফিজ, ইতিহাস গড়লেন কাটার মাস্টার
- আজ ১৮ জুলাই, ২০২৫ তারিখ : দেখেনিন আজকের সকল দেশের টাকার রেট
- ৮ বিভাগে ৮ দিনে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব
- বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত শিগগিরই