| ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

হোটেলের খাবার প্রত্যাখ্যান, বাংলাদেশ ম্যাচের আগে নতুন সমালোচনায় পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ অক্টোবর ৩১ ১২:০৩:৪২
হোটেলের খাবার প্রত্যাখ্যান, বাংলাদেশ ম্যাচের আগে নতুন সমালোচনায় পাকিস্তান

দুঃস্বপ্নের বিশ্বকাপ অভিযানে নামে পাকিস্তান। ছয় ম্যাচের মধ্যে চারটিতে হেরে সেমিফাইনালে কার্যত বিদায় নিয়েছে বাবর আজমের দল। আজ ৩১ অক্টোবার মঙ্গলবার ইডেন গার্ডেনে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে সবুজের পুরুষরা। এই ম্যাচটি দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু পাকিস্তান হেরে গেলে আনুষ্ঠানিকভাবে সেমিফাইনালের রেস থেকে ছিটকে যাবে, তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনের জন্য এই ম্যাচে জয়টাও গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের গ্রুপ পর্বের শীর্ষ আট দল খেলবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স কাপে, যা পাকিস্তানে অনুষ্ঠিত হবে। নবম ও দশম অবস্থানে থাকা বাংলাদেশ ও ইংল্যান্ডের অংশগ্রহণ অনেক অনিশ্চয়তার জন্ম দিয়েছে।

এমন পরিস্থিতিতে কলকাতার ম্যাচটি দুই দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তবে মঙ্গলবারের ম্যাচকে সামনে রেখে ভালো মেজাজে আছে পাকিস্তান। জানা গেছে, হোটেলে পাকিস্তানি ক্রিকেটারদের জন্য খাবার প্রত্যাখ্যান করেছিলেন বাবর আজমারা। পরিবর্তে, তারকারা একটি ফুড ডেলিভারি অ্যাপের সাহায্যে টেকআউটের অর্ডার দিয়েছেন।

স্পোর্টস টক-এর প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলের খাবার না খেয়ে জোম্যাটোর মাধ্যমে কলকাতার বিখ্যাত বিরিয়ানি অর্ডার করেছেন পাক তারকারা। সেই সঙ্গে চিকেন চাপ, ফিরনি, কাবাব এবং শাহি টুকদাও নিয়ে এসেছেন পাক তারকারা।

View this post on Instagram

A post shared by ICC (@icc)

এমনিতেই পাক তারকারা বিশ্বকাপে খেলতে আসার পর থেকেই তাঁদের খাবারের মেন্যু বারবার শিরোনামে উঠে এসেছে। হায়দরাবাদে নাকি ডায়েটের তোয়াক্কা না করে বিরিয়ানি খেয়েছেন ইমাম-উল হকরা। হায়দরাবাদে এসে আতিথেয়তায় মুগ্ধ হয়েছিল পাক দল। হায়দরাবাদি বিরিয়ানিতে মজেছিলেন পাক তারকারা। অনেক পাক তারকা আবার করাচির বিরিয়ানির থেকেও হায়দরাবাদের বিরিয়ানিকে এগিয়ে রেখেছিলেন।

এমনকি হায়দরাবাদে জোড়া ওয়ার্ম আপ ম্যাচের পর হার হজম করতে হয় পাক দলকে। সেই সময় দলের হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে শাদাব খান হর্ষ ভোগলেকে কিছুটা মজা করেই বলে দিয়েছিলেন, “আমরা প্রত্যেক দিনই হায়দরাবাদি বিরিয়ানি খাচ্ছি। এই কারণেই মাঠে হয়ত একটু স্লো হয়ে পড়ছি।”

হায়দরাবাদে টানা বিরিয়ানি খেয়ে ‘ক্লান্ত’ হয়ে পড়েছিলেন পাক তারকারা। এমনটাই একাধিক প্রচারমাধ্যমে বলা হয়েছিল এর আগে। নবভারত টাইমস-এর রিপোর্ট অনুযায়ী, টানা বিরিয়ানি খেয়ে খেয়ে পাক তারকারা আপাতত আর বিরিয়ানি খেতে চাইছেন না। পাক দলের সঙ্গে আসা ম্যানেজার উমর ফারুখ কালসন জানিয়েছেন, সকলেই তাঁদের ‘আদর’ করে বিরিয়ানি খাওয়াচ্ছে। কালসন সাংবাদিকদের মজা করে বলেছেন, অনেক বিরিয়ানি খাওয়া হয়েছে। তাঁরা আপাতত চাপাতি খেতে চান।

ঘটনা হল, পাক তারকাদের এরকম বেহিসেবি ডায়েট ফিটনেসে থাবা বসিয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বয়ং ওয়াসিম আক্রম। তিনি বাবরদের শোচনীয় পারফরম্যান্সের পর ফিটনেস ইস্যুতে কটাক্ষ করে বলেছিলেন, “পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস লেভেল দেখো! আগেই বলেছি, গত দুই বছর ধরে কোনও ফিটনেস টেস্ট-ই নেওয়া হয়নি জাতীয় দলের প্লেয়ারদের। মুখ ফুলে গিয়েছে। মনে হচ্ছে রোজ আট-আট কিলো নেহারি, খেয়েই ওঁদের এই দশা।”

সবমিলিয়ে ফের একবার কলকাতায় এসে বিরিয়ানির লোভে ডায়েট ভুললেন পাকিস্তানি তারকারা। তা-ও আবার এরকম শোচনীয় পরিস্থিতি স্বত্ত্বেও।

ক্রিকেট

বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত শিগগিরই

বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত শিগগিরই

নিজস্ব প্রতিবেদক: ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে চতুর্থ ম্যাচে জাসপ্রিত বুমরাহকে খেলানো হবে কি না, ...

বাংলাদেশ-পাকিস্তান টি-২০ খেলা কবে, জেনেনিন সময় ও একাদশ

বাংলাদেশ-পাকিস্তান টি-২০ খেলা কবে, জেনেনিন সময় ও একাদশ

নিজস্ব প্রতিবেদক : শ্রীলঙ্কা সফরের টেস্ট ও ওয়ানডেতে হারলেও টি-টোয়েন্টিতে স্বস্তির জয় নিয়ে দেশে ফিরেছে ...

ফুটবল

বার্সেলোনায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, নতুন মৌসুমেই আসতে পারে বড় সিদ্ধান্ত

বার্সেলোনায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, নতুন মৌসুমেই আসতে পারে বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: বার্সেলোনার জার্সিতে এক দশক পার করে দেওয়া জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান এবার ...

ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে নাটকীয় এক ম্যাচে শেষ মুহূর্তে গোল করে নেপালকে ৩–২ ...

Scroll to top

রে
Close button