সম্মান দেখিয়ে বাংলাদেশকে কঠিন হুঁশিয়ারি বার্তা দিলেন পাকিস্তান

ভারতে চলতি বিশ্বকাপে বাংলাদেশ যেন কোনভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না। নিজেদের শেষ ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে হারের দাগ জেনা জেতেই আবারও মাঠে নামবে সাকিব আল হাসানের দল। আগামীকাল ৩১ অক্টোবার মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। তবে স্বস্তিতে নেই পাকিস্তানি দলও। টানা চার পরাজয় নিয়ে বাবররে বিশ্বকাপের দ্বারপ্রান্তে। বাংলাদেশকে সম্মানের চোখে দেখছে ৯২ এর বিশ্ব চ্যাম্পিয়নরা।
ম্যাচের আগের দিন আজ (সোমবার) সংবাদ সম্মেলনে পাকিস্তান কোচ গ্র্যান্ড ব্র্যাডবার্ন কথা বলছেন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে। তার মুখে অবশ্য সাকিবদের জন্য সমীহই ছিল, ‘বাংলাদেশ এখানকার বাকি নয়টি কোয়ালিফাই করা দলের মতোই একটা। আমাদের তাদের হারানোর দৈব ক্ষমতা নেই। আমরা জানি, এদের ভেতর যে কোনো দলকে হারাতে গেলে ভালো খেলতে হবে। আমরা এটাও জানি, যখন একই সঙ্গে তিনটা পার্টেই ভালো খেলতে পারবো; টুর্নামেন্টের যে কোনো দলকে হারাতে পারবো।’
‘বাংলাদেশের জন্য অনেক বেশি সম্মান আছে আমাদের। তাদের দলে কোয়ালিটি ক্রিকেটার আছে। আমাদের বিশ্বাস তাদের দুর্বলতা বের করে সেটা কাজে লাগাতে পারবো, এটাও জানি তাদের শক্তির জায়গাটা কোথায়। এজন্য আমরা বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য ভালোভাবেই তৈরি। একই সঙ্গে নিজেদেরকে আয়নাতে দেখছি এটা নিশ্চিত করতে, যেন একসঙ্গে হয়ে আমরা সেরা পারফরম্যান্সটা দিতে পারি।’--যোগ করেন ব্র্যাডবার্ন।
বিশ্বকাপে শুরুটা ভালোই হয়েছিল পাকিস্তানের। প্রথম দুই ম্যাচেই পেয়েছিল জয়। পরবর্তীতে টানা ৪ পরাজয়ে পথ হারিয়ে ফেলে ম্যান ইন গ্রিনরা। মূলত চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারের পরই এমন ভরাডুবি কি না এ নিয়ে এক প্রশ্নের জবাবে পাক কোচ বলেন, ‘উত্তর হচ্ছে একদমই প্রভাব ফেলেনি (ভারত ম্যাচ)। ওই পারফরম্যান্সটা আহমেদাবাদে ছিল যেটা আমাদের সব খেলোয়াড়ের জন্য বড় অভিজ্ঞতা ছিল। আমাদের কেউ এর আগে ওই মাঠ বা ১ লাখ ৩০ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে খেলেনি। ওটা অনেক বড় ও ভালো অভিজ্ঞতা ছিল ছেলেদের জন্য।’
- চরম দু:সংবাদ : ৩০ জুনের মধ্যে চিরতরে বাতিল হয়ে যাবে ৬ শ্রেণির দলিল
- গোপালগঞ্জের ঘটনা নিয়ে যা বলছে ভারত
- ৭৯ রানে ধস, তবুও অপরাজিত থেকে ফাইনালে রংপুর
- ঋতুপর্ণা-সাবিনার ডাবল হ্যাটট্রিকে ফুটবল ইতিহাসে নজির, ২২-০ গোলে শেষ হলো বাংলাদেশের ম্যাচ
- আজ অধিনায়ক হিসেবে সাকিবের নতুন মিশন শুরু
- বাংলাদেশ-পাকিস্তান টি-২০ খেলা কবে, জেনেনিন সময় ও একাদশ
- তৃষ্ণার জোড়া গোলে এইমাত্র শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ
- বেড়ে গেলো আজকের সৌদি রিয়াল রেট (১৮ জুলাই ২০২৫): জেনেনিন কিভাবে টাকা পাঠালে বেশি টাকা পাবেন
- বাংলাদেশে আসন্ন নির্বাচন নিয়ে যা বললো ভারত
- আজ মাঠে তিন টি-টোয়েন্টি লড়াই, দেখবেন কোন চ্যানেলে
- বাংলাদেশিদের ভিসা দেয়া নিয়ে মুখ খুললো ভারত
- টি-টোয়েন্টির রেকর্ডবুকে মুস্তাফিজ, ইতিহাস গড়লেন কাটার মাস্টার
- আজ ১৮ জুলাই, ২০২৫ তারিখ : দেখেনিন আজকের সকল দেশের টাকার রেট
- ৮ বিভাগে ৮ দিনে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব
- বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত শিগগিরই