শেষমেশ তামিমের ঘাড়ে দোষ চাপালেন বিসিবি বস পাপন

বিশ্বকাপে ব্যর্থ বাংলাদেশ জাতীয় দল। আমরা প্রায় নিশ্চিতভাবেই সেমিফাইনালের রেস থেকে বাদ পড়ব। অষ্টম স্থান অর্জনের কাজটি রয়ে গেল দুশ্চিন্তায়। কারণ অন্যথায় তাদের ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করতে হবে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলা বাংলাদেশ এবার অন্তত এই সুযোগটি হারাতে চাইবে না। পরের তিন ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের।
তবে বড় তিন ম্যাচের আগে নিজেদের ব্যাটিং নিয়ে ভাবতে হবে বাংলাদেশকে। এই বিশ্বকাপে ব্যাট হাতে সবচেয়ে বেশি লড়াই করেছে টাইগাররা। বিশ্বকাপে এখনো ৩০০ রান করতে পারেনি তারা। আউট হওয়ার ধরণও ছিল দৃষ্টিকটু। বিশ্বকাপে বাংলাদেশের উইকেট বিলিয়ে দেওয়ার ধরণটাই প্রতিবার সমালোচনার জন্ম দিয়েছে।
এদিকে জাতীয় দলের খেলা থাকলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের উপস্থিতি নিয়মিত বিষয়। দেশে-বিদেশে যেখানেই খেলা হোক, নিজে উপস্থিত থেকে ক্রিকেটারদের ভালো-মন্দ খোঁজ করেন। কোনো এক অজানা কারণে এবার বিশ্বকাপে সেভাবে সম্পৃক্ত ছিলেন না বোর্ড সভাপতি। কেন থাকেননি– এ নিয়ে জানতে চাওয়া হলে গতকাল টিম হোটেল তাজ বেঙ্গলে তিনি বলেন, ‘যারা দলের সঙ্গে আছেন, তাদের কাছে জিজ্ঞেস করেন।’
এ থেকে পরিষ্কার বোঝা যায়, টিম ম্যানেজমেন্ট চায়নি বিশ্বকাপে দলের কাছাকাছি থাকেন বিসিবি সভাপতি। তিনি কথা রাখলেও সাকিব আল হাসানরা রাখেননি। দেশের মানুষকে টানা ব্যর্থতা উপহার দিচ্ছেন। বিসিবি সভাপতিকে যেটা চিন্তায় ফেলে দিয়েছে। তাই গতকাল ক্রিকেটারদের সঙ্গে এককভাবে মিটিং করে সমস্যা খোঁজার চেষ্টা করেন। এতে অবশ্য কোনো লাভ হয়নি। বাংলাদেশ দলের খারাপ খেলার পেছনে কোনো কারণ খুঁজে পাননি তিনি।
বিশ্বকাপের সবচেয়ে অভিজ্ঞ দল বাংলাদেশ। পাঁচ ও চার বিশ্বকাপ খেলা তিনজন ক্রিকেটার আছে দলে। গত দু’বছর আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেলা ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছে দল। তারাই কিনা ব্যর্থ হচ্ছেন দিনের পর দিন।
বিশেষ করে ডাচদের কাছে পরাজয় নিয়ে পাপন বলেন, ‘কালকের (শনিবার) ম্যাচটি একেবারেই অপ্রত্যাশিত। আজ (গতকাল) ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের সঙ্গে বসেছি। তাদের কাছে জানতে চেয়েছি সমস্যা আছে কিনা। তাদের কোনো কিছু প্রয়োজন আছে কিনা। কোনো অভাব আছে কিনা। সাকিবের সঙ্গে বসেছি। মুশফিক, রিয়াদ, মিরাজ, লিটনের সঙ্গে বসেছি। তাদের সবার একই কথা, সমস্যা নেই। ওরা যে রান পাচ্ছে না, ওটাই সমস্যা। কেন হচ্ছে না, সেটা বুঝতেও পারছে না।’
বিসিবি সভাপতির মতে, ‘বাংলাদেশ দলের সঙ্গে ১২ থেকে ১৩ বছর ধরে আছি। এমন না যে নতুন কোনো দল নিয়ে এসেছি। এখানে একটিই পরিবর্তন– তামিম ইকবাল শেষ মুহূর্তে না আসায় তার জায়গায় একজন নতুন ও তরুণ ছেলে খেলছে। বাকি যে ছেলেগুলো খেলছে, তাদের সবাইকে আমরা চিনি ও জানি। শান্ত, লিটন, মিরাজরা প্রমাণ করে দলে এসেছে। সাকিব, মুশফিক, রিয়াদ তাদের সম্পর্কে প্রশ্ন ওঠার সুযোগ নেই। তারা সবাই সামর্থ্যবান। একটি দলের সবাই একসঙ্গে ভালো খেলে না। এটা সব দলের ক্ষেত্রেই। দুঃখজনক হলো এবার দেখছি আমাদের প্রথম দিকের চার-পাঁচজন রান পাচ্ছে না। আগে কখনও বাংলাদেশ দলেও এটা দেখিনি। যেটা সম্পূর্ণ অপ্রত্যাশিত।’
তামিমকে নিয়ে পাপনের এই কথাতে বোঝা যায় যে, তামিম ইচ্ছা করে দলের সাথে আসেনি। কিন্তু তামিম সেই ব্যাপারে এক ভিডিও বার্তাতে জানিয়েছিল তাকে না আসতে দারুন ভাবে বাঁধা দেওয়া হয়েছিল। এই কথা থেকে স্পস্ট ভাবে জানা যায়, তামিমের উপর দোষ চাপানোর চেষ্টা করছে পাপন।
- চরম দু:সংবাদ : ৩০ জুনের মধ্যে চিরতরে বাতিল হয়ে যাবে ৬ শ্রেণির দলিল
- গোপালগঞ্জের ঘটনা নিয়ে যা বলছে ভারত
- ৭৯ রানে ধস, তবুও অপরাজিত থেকে ফাইনালে রংপুর
- ঋতুপর্ণা-সাবিনার ডাবল হ্যাটট্রিকে ফুটবল ইতিহাসে নজির, ২২-০ গোলে শেষ হলো বাংলাদেশের ম্যাচ
- আজ অধিনায়ক হিসেবে সাকিবের নতুন মিশন শুরু
- বাংলাদেশ-পাকিস্তান টি-২০ খেলা কবে, জেনেনিন সময় ও একাদশ
- তৃষ্ণার জোড়া গোলে এইমাত্র শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ
- বেড়ে গেলো আজকের সৌদি রিয়াল রেট (১৮ জুলাই ২০২৫): জেনেনিন কিভাবে টাকা পাঠালে বেশি টাকা পাবেন
- বাংলাদেশে আসন্ন নির্বাচন নিয়ে যা বললো ভারত
- আজ মাঠে তিন টি-টোয়েন্টি লড়াই, দেখবেন কোন চ্যানেলে
- বাংলাদেশিদের ভিসা দেয়া নিয়ে মুখ খুললো ভারত
- টি-টোয়েন্টির রেকর্ডবুকে মুস্তাফিজ, ইতিহাস গড়লেন কাটার মাস্টার
- আজ ১৮ জুলাই, ২০২৫ তারিখ : দেখেনিন আজকের সকল দেশের টাকার রেট
- ৮ বিভাগে ৮ দিনে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব
- বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত শিগগিরই