| ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

‘বিশ্বকাপে তামিমের অভাববোধ করছে বাংলাদেশ’

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ অক্টোবর ২৬ ১০:৫০:০০
‘বিশ্বকাপে তামিমের অভাববোধ করছে বাংলাদেশ’

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপ ভালো যাচ্ছে না বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর পরের চার ম্যাচে হার নিয়েই ফিরতে হয়েছে টাইগারদের। ওপেনারদের ব্যর্থতা, টপ অর্ডার ব্যাটসম্যানদের রান তুলতে না পারাসহ বেশ কিছু কারণ এই ধরনের পারফরম্যান্সে স্পষ্ট হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে তামিম ইকবালের প্রসঙ্গ তুলে আনেন অনেকেই।

গত দেড় বছর ধরে বাংলাদেশ দলের অটোমেটিক সিলেকশন হিসেবে নিয়মিত খেলছেন তামিম।ওয়ানডেতে তিনিই দেশের সেরা ব্যাটার, ওপেনার তো বটেই। মাঝপথে অবসর ও অবসর থেকে ফেরা, এরপর দ্বন্দ্বের জেরে তামিম শেষ পর্যন্ত টাইগারদের ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি সদ্য সাবেক এই বাংলাদেশের সফল অধিনায়ক।

তাই অনেকে মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাহলে কি তামিমকে দলে না নিয়ে বাংলাদেশ ভুল করেছে? পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও কিংবদন্তি পেসার ওয়াসিমের আকরামের উত্তরটা এক্ষেত্রে ‘হ্যাঁ-বোধকই’। তার মতে, বিশ্বকাপের মতো মঞ্চে তামিমের অভাব ভালোভাবেই বুঝতে পারছে বাংলাদেশ দল।

মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ে ৩৮২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে ১৭৪ রানে থামেন কুইন্টন ডি কক। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ২৩৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। হারের ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ করেন ১১১ রান।

এ ম্যাচ শেষে পাকিস্তানের টিভি চ্যানেল ‘এ স্পোর্টস’র নিয়মিত আয়োজনে হাজির হয়েছিলেন ওয়াসিম আকরাম। তার সঙ্গী ছিলেন আরও দুই সাবেক পাকিস্তানি অধিনায়ক মঈন খান ও শোয়েব মালিক। ওই আলোচনায় ওয়াসিম বলেন, ‘তামিম তাদের প্রধান খেলোয়াড়দের একজন, তারা নিশ্চিতভাবে তাকে মিস করছে।’

মঈন খান বলেন, ‘দেখে তো মনে হচ্ছে লিগ পর্ব থেকেই বিদায় নেবে। তবে সেরা আটের মধ্যে থাকা নিয়েও ভাবতে হবে। ব্যাটারদের জায়গা তৈরি করতে হবে। নতুনদের স্থায়ী করতে হবে। আবার তামিমের মতো পুরোনো ক্রিকেটারও আছে, নির্বাচকেরা যদি মনে করেন তার মধ্যে এখনো ক্রিকেট বাকি আছে, তবে দলে নিয়ে আসতে হবে। এমন খেলোয়াড় আনতে হবে, যারা ম্যাচ জেতাতে পারবে।’

ক্রিকেট

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি

আজ রোববার (২০ জুলাই ২০২৫) বিশ্ব ক্রিকেটসহ বিভিন্ন ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্টে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ...

বাংলাদেশ-পাকিস্তান টি-২০ খেলা কবে, জেনেনিন সময় ও একাদশ

বাংলাদেশ-পাকিস্তান টি-২০ খেলা কবে, জেনেনিন সময় ও একাদশ

নিজস্ব প্রতিবেদক : শ্রীলঙ্কা সফরের টেস্ট ও ওয়ানডেতে হারলেও টি-টোয়েন্টিতে স্বস্তির জয় নিয়ে দেশে ফিরেছে ...

ফুটবল

বার্সার ইতিহাসে ১০ নম্বর জার্সি পরে মাঠ কাঁপানো সেরা ১০ ফুটবলারের তালিকা প্রকাশ

বার্সার ইতিহাসে ১০ নম্বর জার্সি পরে মাঠ কাঁপানো সেরা ১০ ফুটবলারের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ফুটবল ইতিহাসে ‘নম্বর ১০’ মানেই জাদুকরী প্রতিভার প্রতীক। আর বার্সেলোনার ১০ নম্বর ...

৭ ম্যাচে ৬ বার জোড়া গোল! অবিশ্বাস্য ফর্মে মেসি, দেখেনিন রেটিংয়ে মেসির অবস্থান

৭ ম্যাচে ৬ বার জোড়া গোল! অবিশ্বাস্য ফর্মে মেসি, দেখেনিন রেটিংয়ে মেসির অবস্থান

নিজস্ব প্রতিবেদক: বয়স বাড়লেও কমছে না লিওনেল মেসির জাদু। বরং বয়স যেন তাকে আরও শাণিত ...

Scroll to top

রে
Close button